Change Masculine to Feminine: Gender পরিবর্তনের পূর্ণাঙ্গ ক্লাস

Level-1 Level-2 Level-3 Level-4
(প্রয়োজনে পূর্বের level থেকে শুরু কর।) (Level কি?)
line_style

Masculine Gender থেকে Feminine এ পরিবর্তনঃ সকল Rules

Masculine Gender থেকে Feminine Gender এ পরিবর্তনের Level-2 এর আলোচনায় আমরা Masculine Gender (পুংলিঙ্গ) থেকে Feminine Gender (স্ত্রীলিঙ্গ) এর Rule গুলো অর্থসহ সহজবোধ্যভাবে সাজিয়ে উপস্থাপন করব যাতে সেগুলো মনে রাখা সহজ হয়। উল্লেখ্য, Level-2 এর আলোচনাটা ক্লাস Six থেকে Eight এর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

আমরা জানি, Noun ও Pronoun এর লিঙ্গভেদকে Gender বলে। Noun/Pronoun এর Gender চার ধরনে হয়-

  • Masculine Gender (পুংলিঙ্গ)
  • Feminine Gender (স্ত্রীলিঙ্গ)
  • Neuter Gender (ক্লীব লিঙ্গ)
  • Common Gender (উভয়লিঙ্গ)

কিন্তু Gender পরিবর্তন বলতে প্রধানতঃ Masculine থেকে Feminine Gender এ পরিবর্তনকেই বুঝায়।

সব Noun/Pronoun এরই Masculine-Feminine হয়না, যুক্তিসঙ্গত সব Noun/Pronoun এরই Singular-Plural হয়। এই lesson এ আমরা সম্ভাব্য সব কয়টি Noun/Pronoun এরই Masculine থেকে Feminine রূপগুলোই আলাদা আলাদা Rule আকারে উপস্থাপন করব।

Masculine Gender to Feminine: Rule-01

বেশ একগুচ্ছ Noun-Pronoun আছে, যেগুলোর Masculine এবং Feminine আলাদা আলাদা দুটি word। এ word গুলি খুবই সহজ এবং এগুলো আমরা নিচের ক্লাস থেকেই শিখে থাকি বা শিখে আসি। এবার একসাথে এগুলো দেখে নাও। যেগুলো পূর্ব থেকেই জানা নেই, সেগুলো ভালভাবে শিখে নাও।

Masculine অর্থ Feminine অর্থ
brother ভাই sister বোন
bull, ox ষাঁড় cow গাভী
cock মোরগ hen মুরগি
dog কুকুর bitch কুকুরী
boy ছেলে girl মেয়ে
gander রাজহংস goose রাজহংসী
gentleman ভদ্রলোক lady ভদ্র মহিলা
horse ঘোড়া mare ঘোটকী
bachelor অবিবাহিত
পুরুষ
maid, spinster অবিবাহিতা
মহিলা
father বাবা mother মা
husband স্বামী wife স্ত্রী
king রাজা queen রাণী
lad বালক lass বালিকা
male পুরুষ female স্ত্রীলোক
lord সম্ভ্রান্ত
পুরুষ
lady সম্ভ্রান্ত
মহিলা
man মানব woman মানবী
nephew ভাইপো,
ভাগ্নে
niece ভাইঝি,
ভাগ্নী
uncle চাচা, মামা,
ফুফা, খালু
aunt চাচী, মামী,
ফুফু, খালা
son পুত্র daughter কন্যা
sir জনাব madam জনাবা
widower বিপত্নীক widow বিধবা
master প্রভু,
শিক্ষক
mistress প্রভুপত্নী,
শিক্ষিকা
wizard যাদুকর witch যাদুকরী
tailor দরজী seamstress মহিলা
দরজী
landlord জমিদার landlady জমিদারপত্নী
boar শূকর sow শূকরী
bridegroom বর bride কনে
drake পাতিহাঁস duck পাতিহাঁসী
drone পুং মৌমাছি bee স্ত্রী মৌমাছি
ram, wether ভেড়া ewe ভেড়ী
buck হরিণ doe হরিণী
hart হরিণ roe হরিণী
stag হরিণ hind হরিণী
beau সুন্দর
পুরুষ
belle সুন্দরী
স্ত্রীলোক
swain গাম্য
যুবক
nymph অল্পবয়স্কা
মহিলা
papa, dad, daddy বাবা mamma, mammy মা
monk, friar মঠবাসী,
সন্ন্যাসী
nun মঠবাসিনী,
সন্ন্যাসিনী
sloven নোংরা পোশাক
পরা পুরুষ
slut নোংরা মহিলা

Masculine Gender to Feminine: Rule-02

সাধারনতঃ Masculine Noun এর শেষে ess যুক্ত হয়ে Feminine হয়, যদি অন্য কোন Formula প্রযোজ্য না হয়। অর্থাৎ- সহজ ভাষায়, নিচের Noun গুলোকে Masculine থেকে Feminine করতে ess যোগ করতে হয়।

Masculine + ess = Feminine

Masculine অর্থ Feminine অর্থ
lion সিংহ lioness সিংহী
poet কবি poetess মহিলা
কবি
author গ্রন্থকার autho
ress
গ্রন্থকর্ত্রী
heir উত্তরাধিকারী heiress উত্তরাধি
কারিনী
host অতিথি
সেবক
hostess অতিথি
সেবিকা
priest খৃঃ
ধর্মযাজক
priest
ess
খৃঃ
ধর্মযাজিকা
shepherd মেষপালক,
রাখাল
shephe
rdess
স্ত্রী
রাখাল
giant দানব giantess দানবী
jew ইহুদি
পুরুষ
jewess ইহুদি
নারী
patron পৃষ্ঠপোষক patron
ess
পৃষ্ঠপোষিকা
count সম্মানিত
ব্যক্তি
count
ess
সম্মানিতা
মহিলা
baron সম্ভ্রান্ত
পুরুষ
baroness সম্ভ্রান্ত
মহিলা
prince রাজকুমার princess রাজকুমারী
god দেবতা godess দেবী

দ্রষ্টব্যঃ যে Masculine Noun এর শেষে এমনিতেই e আছে, তার শেষে শুধু ss যুক্ত হয়ে Feminine হয়।

Masculine Gender to Feminine: Rule-03

Masculine Noun এর শেষে or, er, ro, ry থাকলে এগুলো উঠে গিয়ে ress যুক্ত হয়ে Feminine হবে।

or, er, ro, ryress

Masculine অর্থ Feminine অর্থ
actor অভিনেতা actress অভিনেত্রী
tiger বাঘ tigress বাঘিনী
hunter শিকারী hunt
ress
মহিলা
শিকারী
director পরিচালক direct
ress
পরিচালিকা
conductor পরিচালক conduct
ress
পরিচালিকা
inspector পরিদর্শক inspect
ress
পরিদর্শিকা
instructor উপদেষ্টা instruct
ress
উপদেষ্টা
traitor বিশ্বাসঘাতক trait
ress
বিশ্বাসঘাতিনী
songster গায়ক songst
ress
গায়িকা
tutor শিক্ষক tutress শিক্ষিকা
temptor প্রলোভনকারী temptress প্রলোভনকারিনী
waiter পরিচারক waitress পরিচারিকা
negro কাফ্রী
পুরুষ
negress কাফ্রী
মহিলা
porter মুটে,
কুলি
portress মুটেনী
enchanter যাদুকর enchant
ress
যাদুকরী
votary পুরুষ
ভক্ত
votaress মহিলা
ভক্ত
warder পুরুষ
প্রহরী
wardess মহিলা
প্রহরী
governor অভিভাবক govern
ess
অভিভাবিকা
master প্রভু mistress প্রভুপত্নী
duke সম্ভ্রান্ত
পুরুষ
dutches সম্ভ্রান্ত
মহিলা

Masculine Gender to Feminine: Rule-04

Compound Noun (একাধিক word নিয়ে গঠিত Noun) এর শুধুমাত্র Masculine অংশকে পরিবর্তন করে Feminine করা হয়। নিচের Compound Noun গুলোর শুধু প্রথম অংশ পরিবর্তনযোগ্য Masculine। এই ধরনের Compound Noun এর প্রথম অংশ কে Feminine করেই সম্পূর্ণ word টিকে Feminine করা হয়।

Masculine অর্থ Feminine অর্থ
father-in-law শ্বশুড় mother-in-law শ্বাশুড়ী
brother-in-law দুলাভাই,
শালা
sister-in-law ভাবী, ননদ,
শালী
son-in-law জামাতা daughter-in-law পুত্রবধু
man-servant চাকর woman-servant চাকরানী
male-servant চাকর female-servant চাকরানী
mankind পুরুষজাতি womankind নারীজাতি
he-goat ছাগ she-goat ছাগী
he-bear পুরুষ ভাল্লুক she-bear মাদী-ভাল্লুক
boy-baby ছেলে শিশু girl-baby মেয়ে শিশু
bull-calf এঁড়ে বাছুড় cow-calf বকনা-বাছুড়
billy-goat পাঠা পাঠী
cock-sparrow পুরুষ চড়াই hen-sparrow মাদী-চড়াই
buck-rabbit পুরুষ খরগোশ doe-rabbit মাদী খরগোশ
jack-ass পুরুষ গাধা she-ass মাদী-গাধা

Masculine Gender to Feminine: Rule-05

নিচের Compound Noun গুলোর শুধু শেষের অংশ পরিবর্তনযোগ্য Masculine। এই ধরনের Compound Noun এর শেষের অংশ কে Feminine করেই সম্পূর্ণ word টিকে Feminine হয়।

Masculine অর্থ Feminine অর্থ
peacock ময়ুর peahen ময়ুরী
milk
man
গোয়ালা milk
woman
গোয়ালিনী
grnad
father
দাদা,
নানা
grand
mother
দাদী,
নানী
washer
man
ধোপা washer
woman
ধোপানী
beggar
man
ভিখারী beggar
woman
ভিখারিনী
step-
brother
বৈমাত্রেয়
ভাই
step-
sister
বৈমাত্রেয়
বোন
foster-father পালক
পিতা
foster-mother পালক
মাতা
gentle
man
ভদ্রলোক gentle
woman
ভদ্র
মহিলা
god-
father
ধর্মপিতা god-
mother
ধর্মমাতা

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *