Direct speech থেকে Indirect এ পরিবর্তন: Part-2 (Interrogative sentence)

line_style

Direct Speech থেকে Indirect: Interrogative sentence

Interrogative sentence গুলো দুই ধরনের হয়-

  • YES/NO Question: Helping Verb দিয়ে শুরু যা শুধুমাত্র হ্যাঁ/না উত্তরদায়ী প্রশ্ন (Yes/No Question) সৃষ্টি করে; যেমন- “Can you help me?”

  • WH Question: WH-Word (What, When, Why….) দিয়ে শুরু যা অন্য সকল ধরনের প্রশ্ন সৃষ্টি করে; যেমন- “How can you help me?”

এই সকল Interrogative sentence গুলোকে Direct থেকে Indirect করতে নিম্নলিখিত পরিবর্তনগুলো করতে হবে-

  • Reporting verb: Reporting verb ‘say to’ এর বদলে ‘ask’ বসবে। সংগত কারনেই, ‘says to’ এর বদলে ‘asks’; এবং ‘said to’ এর স্থলে ‘asked’ বসবে।
  • Linking word: Sentence টি Helping verb দিয়ে শুরু (Yes/No Question) হলে Linking word হিসাবে if বা whether বসবে।
    Sentence টি WH-word দিয়ে শুরু (WH-Question) হলে Linking word হিসাবে এই WH-word টিই বসবে।
  • Person-Tense-Word: যথারীতি Person, Tense ও সম্ভাব্য Word এর পরিবর্তন হবে।
  • Sentence টি Assertive হয়ে যাবে। ফলে Linking Word এর পরে প্রথমে Subject, তারপর (Helping Verb + Principal verb) ও পরে বাকি অংশ বসবে।
  • Question-mark (?) উঠে গিয়ে শেষে Full stop (.) বসবে।

এছাড়া সকল Sentence এর জন্য Common পরিবর্তনের Rule গুলি প্রযোজ্য হবে; যেমন-

  • Direct Narration এর Reported Speech এর Inverted Comma (“….”) উঠে যাবে।
  • Reporting verb পরবর্তী বা (Reporting verb + Object) পরবর্তী যে Comma (,) থাকে, সেটা উঠে যাবে।
  • Inverted Comma এর ভিতরের sentence এর প্রথম letter টি Capital হয়। Indirect এ Inverted Comma উঠে যায় বলে Capital letter থাকবেনা।
  • Sentence এর শেষে Full stop (.) বসবে।
line_style

Direct থেকে Indirect: Interrogative- Yes/No Question

Yes/No Question গুলি Helping verb দিয়ে শুরু হয়, যার গঠন হয় নিম্নরূপ-

Helping verb + Subject + Principal Verb + বাকি অংশ ?

Indirect এ Sentence টি Assertive হয়ে যাবে; ফলে এর গঠন হবে নিম্নরূপ-

Subject + Helping verb + Principal Verb + বাকি অংশ .

Examples

Direct: He said, “Are they joining the party?”.
Indirect: He asked if they were joining the party.”

  • Reporting verb ‘said’ এর বদলে ‘asked’ বসেছে।
  • দুটি clause এর মাঝে Linking word ‘if’ আনা হয়েছে।
  • If এর পর Reported Speech এর Subject ‘they’ সবার আগে বসেছে।
  • তারপর Helping verb ‘are’ পরিবর্তিত হয়ে ‘were’ বসেছে।
  • Principal verb ‘joining’ অপরিবর্তিত অবস্থায় বসেছে।
  • বাকি অংশ বসেছে।
  • শেষে Full stop (.) বসেছে।

এভাবে অন্যান্য Helping verb এর আরো কিছু Example দেখ- –

Direct: He said to me, “Were you ill?”.
Indirect: He asked me if/whether I had been ill.”

Direct: You said to me, “Can you give me a shirt?”
Indirect: You asked me if I could give you a shirt?”.

Direct: My brother said to me, “Will you go shopping with me?”.
Indirect: My brother asked me if I would go shopping with him?”.

Direct: The teacher said to Runa, “Have you completed your study?”
Indirect: The teacher asked Runa if she had completed her study.

Direct: The beggar said to the boy, “Could you give me a coin?”.
Indirect: The beggar asked the boy if he could give him/her a coin.

কিন্তু Helping verb হিসাবে Do/Does/Did থাকলে নিয়মটা ভিন্ন যা পূর্ববর্তী Lesson এ Tense পরিবর্তনের তালিকায় দেওয়া হয়েছে। লক্ষ্য কর-

Interrogative sentence ‘Do/Does’ দিয়ে শুরু হলে ‘Do/Does’ উঠে যাবে এবং Subject এর পরে Principal verb এর V2 form বসবে (যদি Tense পরিবর্তন প্রযোজ্য হয় অর্থাৎ R.V. ‘said’ থাকে)। কিন্তু ‘Don’t/Doesn’t’ দিয়ে শুরু হলে (didn’t + V1) বসবে।

Direct: The waiter said to me, “Do you need tea?”
Indirect: The waiter asked me if I needed tea.

Direct: My sister said, “Does the baby rise early in the morning everyday?”
Indirect: My sister asked if the baby rose early in the morning everyday.

Direct: The man said to the boy, “Don’t you like village life?”
Indirect: The man asked the boy if he didn’t like village life?.

আবার, sentence টি ‘Did’ দিয়ে শুরু হলে ‘Did’ উঠে যাবে এবং Subject এর পরে (had + V3) বসবে (যদি Tense পরিবর্তন প্রযোজ্য হয় অর্থাৎ R.V. ‘said’ থাকে)। কিন্তু ‘Didn’t’ দিয়ে শুরু হলে (hadn’t + V3) বসবে।

Direct: She said to her brother, “Did you go there in time?”
Indirect: She asked her brother if he had gone there in time?

Direct:They said to the girl, “Didn’t we see you in the airport?”
Indirect: They asked the girl if they hadn’t seen her in the airport.

line_style

Direct থেকে Indirect: Interrogative- WH-Question

WH-Question শুরু হয় WH-Word (What, Why, How ইত্যাদি) দিয়ে, যার গঠন হয় নিম্নরূপ-

WH-Word + Helping verb + Subject + Principal Verb + বাকি অংশ ?

Indirect এ WH-Word টি Linking word হিসাবে ব্যবহৃত হবে এবং Sentence টি Assertive হয়ে যাবে। ফলে WH-Word টি বাদ দিয়ে অবশিষ্ট অংশের গঠন হবে পূর্বেরই মত; অর্থাৎ-

Subject + Helping verb + Principal Verb + বাকি অংশ .

Examples

Direct: He said, “What should I do?”.
Indirect: He asked what he should do.”

  • Reporting verb ‘said’ এর বদলে ‘asked’ বসেছে।
  • দুটি clause এর মাঝে Linking word ‘if’ আনা হয়েছে।
  • Reported Speech এর সূচনাকারী WH-Word টি Linking word হিসাবে বসেছে।
  • Reported Speech এর Subject ‘I’ Person এর নিয়মে পরিবর্তিত হয়ে ‘he’ বসেছে।
  • Helping verb ‘should’ পরিবর্তন হয়না বলে অপরিবর্তিত অবস্থায় বসেছে।
  • Principal verb ‘do’ অপরিবর্তিত অবস্থায় বসেছে।
  • শেষে Full stop (.) বসেছে।
More Examples

Direct: Mother said to me, “When are you going to school?”
Indirect: Mother asked me when I was going to school.

Direct: The boy said to his mother, “When will you prepare cake for me?”
Indirect: The boy asked his mother when she would prepare cake for him.

Direct: The girl said to her father, “Why have you returned from your office so early?”
Indirect: The girl asked her father why he had returned from his office so early.

Direct:The foreigner said, “How can I get to Hotel Sonargaon?”
Indirect: The foreigner asked how he could get to Hotel Sonargaon.

Direct: You said to my brother, “Why had you complain against your friend?”
Indirect: You asked my brother Why he had complained against his friend.

কিন্তু Helping verb হিসাবে যদি Do/Does/Did বা Don’t/Doesn’t/Didn’t থাকে Rule টা পূর্বের মতই। অর্থাৎ WH-Word কে Linking word হিসাবে বসানোর পরে পূর্বের নিয়ম অর্থাৎ YES/NO Question অংশে বর্ণিত নিয়ম অনুসরন করেই অবশিষ্ট অংশ সম্পূর্ণ করতে হবে। লক্ষ্য কর-

Direct: His mother said to him, “What do you need?”
Indirect: His mother asked him what he needed.

Direct: Mother said to the daughter, “Why did you think over trifling things?”
Indirect: Mother asked the daughter why she had thought over trifling things.

Direct: The caretaker said to the boy, “Why don’t you keep things in right place.”
Indirect: The caretaker asked the boy why he didn’t keep things in right place.

Direct: The gentleman said, “Why doesn’t the government clean up the streets everyday.”
Indirect: The gentleman asked why the government didn’t clean up the streets everyday..

Direct: They said to her, “Why can’t you help us?”
Indirect: They asked her why she couldn’t help them.

Direct: The students said to the teacher, “When will our examination start?”
Indirect: The students asked the teacher when their examination would start.

কিন্তু শুরুতে প্রশ্ন সৃষ্টিকারী Word হিসাবে অবশ্যিকভাবে একটি WH-Word ই যে থাকবে তা কিন্তু নয়। WH-Word এর সাথে Noun বা Noun group যুক্ত হয়ে গঠিত একটি Phrase ও থাকতে পারে। যেমন- Which color, How many students, How long, Whose car, What kind of food ইত্যাদি। মনে রাখবে, এই Question-Phrase গুলির অবস্থান হবে Helping verb এর পূর্বে। এক্ষেত্রে Rule হল, Phrase টিকে যথাযথভাবে চিহ্নিত করে সম্পূর্ণ Phrase টিকে Linking word এর স্থানে বসাতে হবে, বাকি সব পবিবর্তন পূর্বের মতই। যেমন-

Direct: She said to her brother, “Which pen will you give me?”
Indirect: She asked her brother which pen he would give her.

Direct: Father said to the daughter, “How much money do you need to buy the books?”
Indirect: Father asked the daughter, “How much money she needed to buy the books.

Direct: Rakib said to Shakib, “Whose pen did you borrow?”
Indirect: Rakib asked Shakib whose pen he (Shakib) had borrowed.

আশা করছি, উপরোক্ত Rule গুলোর অনুসরনে যে কোন ধরনের Interrogative sentence কে Direct Indirect Speech এ পরিবর্তন করতে পারবে। যে কোন সমস্যায় Comment করতে পার।

প্রতিটি Lesson এর শুরুতে রয়েছে আমাদের Narration series এর সকল lesson এর link।

↑ Back to Top

↑↓


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *