Direct speech থেকে Indirect এ পরিবর্তন: Part-7 (Exclamatory sentence)

line_style

Direct speech to Indirect: Exclamatory sentence

Exclamatory sentence দ্বারা আনন্দ, দুঃখ-কষ্ট, বিস্ময়, রাগ, ঘৃণা, ভয়, হতাশা ইত্যাদি আবেগ প্রকাশ পায়। এগুলোর মধ্যে তিনটি আবেগই প্রধান্য পায় বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্রে। এগুলো হল-

  • আনন্দ (joy): What a great job you have done!
  • দুঃখ-কষ্ট (sorrow): How pathetic the scene is!
  • বিস্ময় (wonder): How vast the sky is!

এই তিন ধরনের Exclamatory sentence কে Indirect করতে ভিন্ন ভিন্ন Reporting verb বসাতে হয়।


এখন দেখা যাক, Exclamatory sentence গুলোকে Direct থেকে Indirect করতে কি কি পরিবর্তন করতে হয়-

  • Reporting verb: Reporting verb ‘said’ এর বদলে নিম্নরূপ Reporting verb বসবে-
    • আনন্দ প্রকাশের ক্ষেত্রে- exclaimed with joy
    • দুঃখ প্রকাশিত হলে- exclaimed with sorrow
    • বিস্ময় বুঝালে- exclaimed with wonder/surprise
  • Linking word: Linking word হিসাবে that বসবে।
  • যেহেতু sentence টি Assertive হয়ে যাবে, that এর পরে প্রথমে Subject, তারপর Verb ও পরে অন্যান্য অংশ প্রয়োজনীয় পরিবর্তন সহ বসবে (অন্যন্য পরিবর্তনের Rule গুলো পরবর্তিতে clarify করা হয়েছে) ।
  • Reported speech এর শুরুতে Interjection থাকলে তা উঠে যাবে।
  • Person-Tense-Word: যথারীতি Tense, Person ও সম্ভাব্য Word এর পরিবর্তন হবে।
  • Exclamation mark (!) উঠে গিয়ে শেষে Full stop (.) বসবে।

+ সকল Sentence এর জন্য Common পরিবর্তনের Rule গুলি প্রযোজ্য হবে যা পূর্বে উল্লেখ করা হয়েছে।

Examples

Direct: He said, “How sweet the song is!”
Indirect: He exclaimed with joy that the song was very sweet.

Direct: The travelers said, “What a vast mountain Allah has created!”
Indirect: The travelers exclaimed with wonder that Allah had created a very vast mountain.

list
Rule 1: How + Adjective/Adverb + Subject + Verb…!

Direct: He said, “How sweet the song is!”
Indirect: He exclaimed with joy that the song was very sweet.

আমরা জানি, Indirect sentence টি সব সময় Assertive হয়ে যায়। কিন্তু Exclamatory sentence টিকে Assertive এ পরিণত করলে আবশ্যকভাবে কিছু কিছু structural পরিবর্তন হয়ে যায়। এক্ষেত্রে Exclamatory sentence টি যদি বর্তমান structure টি অনুসরণ করে, তাহলে নিম্নরূপে Indirect করতে হবে (উপরের উদাহরনটির দিকে তাকাও)-

  • Reporting verb নিয়মানুসারে পরিবর্তন হবে (এখানে ‘আনন্দ’ প্রকাশ পেয়েছে বলে exclaimed with joy বসেছে)।
  • Linking word ‘that’ বসবে।
  • Subject বসবে (এখানে- The song)।
  • Verb বসবে (এখানে is থেকে was)।
  • How এর বদলে very বসবে।
  • Very এর পরবর্তী Adjective টি (এখানে-sweet) বা Adverb টি বসবে।
  • Exclamation mark (!) উঠে গিয়ে শেষে Full stop (.) বসবে।
Examples

Direct: The commander said to the soldiers, “How brave you are!”
Indirect: The commander exclaimed with wonder that the soldiers were very brave.

Direct: The boy said, “How swiftly the plane flies!”
Indirect: The boy exclaimed with joy that the plane flew very swiftly.

Direct: I said to my friend, “How dangerously you were fighting yesterday!”
Indirect: I exclaimed with wonder/surprise that my friend had been fighting the previous day very dangerously.

Direct: The foreigner said, “How miserable the life of these street children are!”
Indirect: The foreigner exclaimed with sorrow that the life of these street children were very miserable.

list
Rule 2: What a/an + Adjective + Noun + Subject + Verb…!

Direct: He said, “What a tragic scene it is!”
Indirect: He exclaimed with sorrow that it was a very tragic scene.

Exclamatory sentence টি যদি উপরোক্ত structure টি অনুসরণ করে, তাহলে নিম্নরূপে Indirect করতে হবে-

  • Reporting verb নিয়মানুসারে পরিবর্তন হবে (এখানে ‘দুঃখ/নিরানন্দ’ প্রকাশ পেয়েছে বলে exclaimed with sorrow বসেছে)।
  • Linking word ‘that’ বসবে।
  • Subject বসবে (এখানে- it)।
  • Verb বসবে (এখানে is থেকে was)।
  • ‘what a/an’ এর বদলে ‘a very’ বসবে।
  • Very এর পরবর্তী Adjective টি (এখানে-tragic) বসবে।
  • Adjective এর পরবর্তী Noun টি (এখানে-scene) বসবে।
  • Exclamation mark (!) উঠে গিয়ে শেষে Full stop (.) বসবে।
Examples

Direct: I said to my friend, “What a good player you are!”
Indirect: I exclaimed with joy that my friend was a very good player.

Direct: She said to me, “What an acute fever you are suffering from!”
Indirect: She exclaimed with sorrow that I was suffering from a very acute fever.

Direct: The boy said, “What an interesting story I am reading!”
Indirect: The boy exclaimed with joy that he was reading a very interesting story.

Direct: The woman said to her servant, “What a dirty cloth you wear!”
Indirect: The woman exclaimed with wonder that her servant wore a very dirty cloth.

list
Rule 3: Interjection যুক্ত Exclamatory sentence

Exclamatory sentence টি বিভিন্ন আবেগ প্রকাশক কোন Interjection দ্বারা শুরু হতে পারে; যার পরে সচরাচর থাকে কোন Assertive sentence, ঠিক নিচের মত করে-

Alas! All his money is lost.

এ ধরনের sentence কে Indirect করা তুলনামূলকভাবে সহজ। এক্ষেত্রে দুটি বিষয়ের দিকে নজর দিতে হবে-

  • Interjection টি উঠে যাবে।
  • মূল sentence টি যেহেতু Assertive আছে, Assertive ই থাকবে, সুতরাং that এর পর Assertive এর নিয়মেই পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ- Subject + Verb + … এভাবে বসবে।

অন্যান্য নিয়মকানুন যথারীতি থাকবে।

Examples

Direct: The man said, “Alas! All my money is lost.”
Indirect: The man exclaimed with sorrow that all his money was lost.

Direct: The learners said, “Ah! The solar eclipse looks enchanting.”
Indirect: The learners exclaimed with wonder that the solar eclipse looked very enchanting.

প্রতিটি Lesson এর শুরুতে রয়েছে আমাদের Narration series এর সকল lesson এর link।

↑ Back to Top

↑↓


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *