Change Direct speech to Indirect: সাধারন rules গুলো সর্বদা স্মরণীয়
Narration series এর সকল lesson এর লিঙ্ক
Changing Direct Speech to Indirect: সাধারন Rules
পূর্ববর্তী Start-up lesson টিতে আমরা দেখিয়েছি যে, Direct থেকে Indirect Speech এ পরিবর্তনের জন্য মোটামুটি ৫ ধরনের পরিবর্তন করতে হয়। সেটা আর একবার স্মরন করে নাও-
- সাধারনতঃ Reporting Verb এর পরিবর্তন হয়।
- Reporting Verb ও Reported Speech এর মাঝখানে একটি Linking word বসে।
- Reported Speech এর Person পরিবর্তিত হয়।
- Reported Speech এর Tense পরিবর্তিত হয়।
- Reported Speech এর সম্ভাব্য কিছু word/phrase পরিবর্তিত হয়।
দ্রষ্টব্যঃ তুমি যদি পূর্ববর্তী lesson টি না পড়ে থাক বা Direct Speech এর কোন অংশকে কি বলে তা না জান, তাহলে উপরের Link থেকে এখনই তা পড়ে নাও।
আমাদের Presentation এর সুবিধার্থে সবগুলো Sentence কে ৭ টি ভাগে ভাগ করেছি। চল Common rule গুলোতে প্রবেশের পূর্বে প্রতিটি Sentence এ Speech পরিবর্তনের একটি করে উদাহরন দেখে নিই। তাতে সম্পূর্ণ Narration কে সহজে আয়ত্ব করার Challenge মোকাবিলায় তোমাদের মানসপটে একটি স্বচ্ছ ইমেজ বা Layout তৈরী হবে। পরবর্তীতে প্রতিটি Sentence এর সংশ্লিষ্ট lesson এ Rule-1 ও Rule-2 অন্তর্ভূক্ত করা হবে।
উদাহরনগুলোতে Reporting verb এর পরিবর্তন (Rule-1) ও Linking word এর প্রয়োগ (Rule-2) লক্ষ্য কর (underline করা)-
line_styleDirect to Indirect: Sentence ভিত্তিক examples
Direct: Mother said to the son, “I went to your school yesterday.”
Indirect: Mother said to the son that she had gone to his school the previous day.
OR, Indirect: Mother told the son that she had gone to his school the previous day.
Direct: A man said to me, “Can you help me?”
Indirect: A man asked me if I could help him.
Direct: Sabbir said to Shila, “Why did you call me?”
Indirect: Sabbir asked Shila why she had called him.
Direct: Robin said to me, “Send me a message tomorrow.”
Indirect: Robin requested me to send him a message the next day.
Direct: I said to the old man, “Let me carry your bag.”
Indirect: I said to the old man that I might carry his bag.
Direct: My friends said to me, “Let us arrange a picnic this week.”
Indirect: My friends proposed to me that we should arrange a picnic that week.
Direct: My uncle said to me, “May you rise to the high position in life.”
Indirect: My uncle prayed that I might rise to the high position in life.
Direct: The traveler said, “What a vast sky Allah has created!”
Indirect: The traveler exclaimed with wonder that Allah had created a very vast sky.
Narration পরিবর্তনের Common rules
উপরে বর্ণিত Narration পরিবর্তনের ৫ টি Rule এর মধ্যে Rule- 3, 4, 5 হল Common rule। ওগুলো মোটামুটি সব sentence এর ক্ষেত্রেই প্রযোজ্য। এগুলো নির্দেশ করে-
- 3: Reported Speech এর Person পরিবর্তন
- 4: Reported Speech এর Tense পরিবর্তন
- 5: Reported Speech এর কিছু কিছু Word পরিবর্তন
এই Step এ আমরা চুলচেরা বিশ্লেষন পূর্বক এই পরিবর্তনগুলো কিভাবে নির্ভূলভাবে করা যায়, তা উপস্থাপন করে তালিকাবদ্ধ করব।
তার পূর্বে, লক্ষ্য কর, Person, Tense ও Word এর বাইরে এমন কিছু Common পরিবর্তন আছে, যা structural (গঠনগত) এবং Direct থেকে Indirect Speech এ পরিবর্তনের সকল ক্ষেত্রেই এই পরিবর্তনগুলো প্রযোজ্য।
তাহলে নিচের উদাহরনটির দিকে তাকিয়ে তাকিয়ে এই পরিবর্তনগুলো এখনই শিখে নাও-
Direct: He said to me, “Where are you going now?”
Indirect: He asked me where I was going then.
- Direct Narration এর Reported Speech এর Inverted Comma (“….”) উঠে যাবে।
- Reporting verb পরবর্তী বা (Reporting verb + Object) পরবর্তী যে Comma (,) থাকে, সেটা উঠে যাবে।
- Inverted Comma এর ভিতরের sentence এর প্রথম letter টি Capital হয়। Indirect এ Inverted Comma উঠে যায় বলে Capital letter থাকবেনা।
- সর্বক্ষেত্রে sentence টি Assertive এ পরিণত হবে; সুতরাং Indirect sentence টির শেষে Period/Full stop (.) বসবে।
Reported Speech এর Person পরিবর্তন
→ আমরা জানি, Person হল- First person, Second person এবং Third person।
→ Reported Speech এর মধ্যকার First person ও Second person পরিবর্তিত হয় Third person হয়না।
→ Person হয় Noun বা Pronoun এর। Noun যেহেতু হয় শুধু Third Person, এখানে Noun বিবেচ্য নয়। সুতরাং Narration এর Person পরিবর্তন মানে Personal Pronoun এর পরিবর্তন; অর্থাৎ- আমি (I), তুমি (You), সে (He/She)- ইত্যাদির পরিবর্তন।
→ শিক্ষকতা জীবনের সুদীর্ঘ অভিজ্ঞতা বলছে যে, Narration এর মধ্যে যে কোন পরিবর্তনের চেয়ে Person পরিবর্তনেই student রা বেশি ভুল করে থাকে। অল্প কয়েকটি Word; আমাদের তালিকায় মাত্র ১৬ টি।
→ এর জন্য আমরা এমন পদ্ধতিই Present করব যা অন্য কোথাও নেই। ভুল হওয়ার সুযোগ নেই; পড়ে চল, ধৈর্য কিন্তু চাই।
Personal Pronoun গুলোর দিকে এক দৃষ্টিতে তাকাও
→ Personal Pronoun গুলো Case এর দৃষ্টিকোন থেকে তিন প্রকার- Nominative-Objective-Possessive।
→ Number এর দৃষ্টিকোন থেকে দুই প্রকার- Singular (একবচন)-Plural (বহুবচন) ।
→ এছাড়াও আছে Third person এ Gender এর ব্যাপার- Masculine (পুং)-Feminine (স্ত্রী) ।
এবার Case এর Category তে সাজানো ১৬ টি Personal Pronoun এর তালিকা ৩ টি লক্ষ্য কর-
First Person | Second Person | Third Person | |
---|---|---|---|
Singular | I আমি | You তুমি | He/She সে |
Plural | We আমরা | You তোমরা | They তারা |
Nominative Case কে Subjective Case ও বলা হয় যা Sentence এ Subject হিসাবে বসে। Verb কে ‘কে’ দ্বারা প্রশ্ন করলে ৩ টি Singular Nominative- I, You এবং He বা She পাওয়া যাবে। আবার ‘কারা’ দ্বারা প্রশ্ন করলে ৩ টি Plural Nominative- We, You এবং They পাওয়া যাবে।
First Person | Second Person | Third Person | |
---|---|---|---|
Singular | Me আমাকে | You তোমাকে | Him/Her তাহাকে |
Plural | Us আমাদেরকে | You তোমাদেরকে | Them তাহাদেরকে |
Objective Case Sentence এ Object হিসাবে বসে। Verb কে ‘কি’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে Objective Case পাওয়া যায়। লক্ষ্য করার বিষয় যে, Objective Case গুলোর বাংলা অর্থের শেষে ‘কে’ যুক্ত থাকে- আমাকে, তোমাকে, তাহাকে ইত্যাদি।
First Person | Second Person | Third Person | |
---|---|---|---|
Singular | My আমার | Your তোমার | His/Her তাহার |
Plural | Our আমাদের | Your তোমাদের | Their তাহাদের |
Possessive Case (সম্বন্ধ পদ) গুলো Sentence এর যে কোন স্থানে Noun এর পূর্বে বসে Noun এর সাথে সম্বন্ধ তৈরি করে এবং অনেকটা Adjective মত কাজ করে (Pronominal Adjective)। লক্ষনীয় যে, Possessive Case গুলোর বাংলা অর্থের শেষে ‘র/এর’ যুক্ত থাকে- আমার, তোমার, তাহার, তাহাদের ইত্যাদি।
Person পরিবর্তনটা শিখে নাও
প্রথমে নিচের ছবিটিই দিকে ভাল করে তাকাও-

মূল সূত্রটি হল-
⇒ First Person পরিবর্তিত হবে Reporting verb এর Subject অনুসারে
⇒ Second Person পরিবর্তিত হবে Reporting verb এর Object অনুসারে
⇒ Third Person পরিবর্তিত হবেনা।
→ Subject অনুসারে পরিবর্তন হওয়া মানে হল Reported Speech এর First Person টি Reporting verb এর Subject যেই Person সেই Person এ পরিবর্তন হয়ে যাবে। ভুল বুঝার অবকাশ নেই, Reporting verb এর Subject টি এসে বসে যাবেনা (অনেকেই এই ভুলটি করে থাকে)।
→ Object অনুসারে পরিবর্তন হওয়া মানে হল Reported Speech এর Second Person টি Reporting verb এর Object যেই Person সেই Person এ পরিবর্তন হয়ে যাবে। Object টি এসে বসে যাবেনা।
Direct: Mother said to me, “They gave me the news of your brilliant result.”
Indirect: Mother said to me that they had given her the news of my brilliant result.
- Reported Speech এ তিনটি Person ই আছে। এখানে, First person-‘me’। এটা পরিবর্তন হবে Reporting verb এর Subject অনুসারে। R.V এর Subject ‘mother’ যা হল- Third person। এখন ‘me’ এর বদলে ‘mother’ বসবেনা, বরং- ‘me’ টা mother এর Person অর্থাৎ Third person হয়ে যাবে। ‘me’ এর Third person কি? দেখ Objective case এর Table এ-
First Person | Second Person | Third Person | |
---|---|---|---|
Singular | Me আমাকে | You তোমাকে | Him/Her তাহাকে |
স্পষ্টতঃ দেখা যাচ্ছে ‘me’ এর Third person হল- him বা her। এখানে ‘me’ ‘mother’ কে অর্থাৎ কোন মহিলাকে নির্দেশ করছে বলে ‘me’ এর বদলে বসেছে ‘her’।
অন্যভাবে, বাংলা অর্থের সূত্র ধরে এই পরিবর্তনটা আরো সহজে করা যায়। এখানে ‘me’ অর্থ ‘আমাকে’। Verb এর Object গুলো হয় শেষে ‘কে’ যুক্ত। সুতরাং অনুরূপ Second person হবে ‘তোমাকে বা you’ এবং Third person হবে ‘তাহাকে বা him/her’। মহিলা বুঝাচ্ছে বলে বসবে- ‘her’।
- দ্বিতীয়তঃ Reported Speech এ Second person আছে-‘your’। এটা পরিবর্তন হবে Reporting verb এর Object অনুসারে। R.V এর Object ‘me’ যা হল- First person। এখন ‘your’ এর বদলে ‘your’ এর First Person বসবে। ‘your’ এর First person কি? দেখ Possessive case এর Table এ-
First Person | Second Person | Third Person | |
---|---|---|---|
Singular | My আমার | Your তোমার | His/Her তাহার |
স্পষ্টতঃ ‘your’ এর First person হল- ‘my’ । সুতরাং এখানে ‘your’ এর বদলে ‘my’ বসেছে।
বাংলা অর্থের সূত্রে, ‘your’ অর্থ- ‘তোমার’। Possessive case এর বাংলা অর্থের শেষে থাকে ‘র’। সুতরাং ‘your’ এর First person ‘আমার’ অর্থাৎ-‘my’।
- তৃতীয়তঃ Reported Speech এ Third person আছে-‘They’। Third person এর কোন পরিবর্তন হয়না বলে ‘they’ ই থেকে যাবে।
আশা করা যায়, সব কিছু তোমাদের কাছে জলের মত পরিস্কার হয়ে গেছে। এবং Case ভিত্তিক উপরের Personal Pronoun এর তিনটি Table ব্যবহার করে যে কোন Person কে যে কোন Person এ সহজেই পরিবর্তন করতে পারবে।
line_styleReported Speech এর Tense পরিবর্তন
DIRECT:
He | says | to me, | “I | can help | you” |
---|---|---|---|---|---|
Present | Present |
INDIRECT:
He | says | to me | that | he | can help | me. |
---|---|---|---|---|---|---|
Present | Present |
DIRECT:
He | will say | to me, | “I | was | helpless.” |
---|---|---|---|---|---|
Future | Past |
INDIRECT:
He | will say | to me | that | he | was | helpless. |
---|---|---|---|---|---|---|
future | Past |
DIRECT:
He | said | to me, | “I | am calling | you.” |
---|---|---|---|---|---|
Past | Present Cont. |
INDIRECT:
He | said | to me | that | he | was calling | me. |
---|---|---|---|---|---|---|
Past | Past Cont. |
স্পষ্টতঃ দেখা যাচ্ছে যে, Reporting verb Present (যেমন-say/says) বা Future (যেমন-will say) হলে, Reported Speech এর Tense এর কোন পরিবর্তন হয়না, কিন্ত Reporting Verb Past (যেমন-said) হলে Reported Speech এর Tense নিয়মানুযায়ী পরিবর্তিত হয়।
অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে, পরীক্ষায় সচরাচর এমন Narration ই আসে যাতে Reporting verb এর Tense Past অর্থাৎ ‘said’ থাকে। কারন- Tense পরিবর্তন করতে হবেনা এমন নিরীহ Narration দিয়ে পরীক্ষার্থীকে সহজে পার পাবার সুযোগ করে দেওয়ার মত অভিপ্রায় প্রশ্নকর্তার থাকার কথা নয়্য।
যাই হোক, আমরাও Narration Chapter এর সর্বত্র (৯৮% ক্ষেত্রে) Reporting verb এর Past অর্থাৎ said ই ব্যবহার করব।
এখন প্রশ্ন হল, Reporting verb এর Tense PAST হলে, Reported Speech এর Tense কোন নিয়মে পরিবর্তিত হয়? অর্থাৎ- Reported Speech এ কোন Tense থাকিলে কোন Tense হয়?
Direct | Indirect |
---|---|
Present Indefinite | Past Indefinite |
Present Continuous | Past Continuous |
Present Perfect | Past Perfect |
Present Perfect Continuous | Past Perfect Continuous |
Past Indefinite | Past Perfect |
Past Continuous | Past Perfect Continuous |
Past Perfect | পরিবর্তন হয়না |
Past Perfect Continuous | পরিবর্তন হয়না |
যেমন-
Direct: She said to me, “I like to disturb you. (Present Indefinite)”
Indirect: She told me that she liked to disturb me. (Past Indefinite)
Direct: The man said to me, “You helped me a lot. (Past Indefinite)”
Indirect: The man told me that I (b) had helped him a lot. (Past Perfect)
এভাবে Reported Speech এর Tense অনুসরন করে পরিবর্তিত Indirect Speech এর Tense-structure প্রয়োগ করে যে কোন Direct Speech কে Indirect এ পরিবর্তন করা যায়।
কিন্তু Tense এর পরিবর্তনটা অন্যভাবেও করা যায়। Tense এর Structure না জেনে বা অনুসরন না করে, শুধুমাত্র HELPING VERB কে অনুসরন করে, অত্যন্ত কার্যকরীভাবে, 100% নির্ভুলভাবে, সহজে ও দ্রুততার সাথে Direct Speech এর Tense কে Indirect এ পরিবর্তন করা যায়। এর জন্য নিচের টেবিলটি ভালভাবে অনুসরন কর।
আমরা পাঠকদেরকে Narration এর Tense পরিবর্তনের জন্য এই টেবিলটি অনুসরন করতে Suggest করব।
Narration এর Tense পরিবর্তনের সংক্ষিপ্ত পদ্ধতি
Sentence এ Helping verb না থাকলে শুধুমাত্র Principal verb টি হয় Present form (V1) এ থাকবে, নয় Past form (V2) এ থাকবে। এক্ষেত্রে নিচের Rule অনুসরন কর-
Direct | Indirect |
---|---|
Present (base form বা s/es form) যেমন-go/goes |
Past form যেমন-went |
Past form যেমন-went |
had + Past Participle যেমন- had gone |
Direct: Romel said, “I go to school”.
Indirect: Romel said that he went to school.
Direct: Seema said, “My brother goes to school”.
Indirect: Seema said that her brother went to school.
Direct: Boys said, “We went to school”.
Indirect: Boys said that they had gone to school.
Sentence এ Helping verb থাকলে নিচের Table অনুযায়ী Helping verb টি পরিবর্তন করবে, Principal verb পরিবর্তনের প্রয়োজন নেই। শুধুমাত্র ২/১ টি প্রযোজ্য ক্ষেত্রে Helping verb ও Principal verb উভয়টিই পরিবর্তন করতে হবে যা আলাদাভাবে চিহ্নিত (*) করে দেওয়া হয়েছে-
Direct | Indirect | |
---|---|---|
1. | am/is/are | was/were |
2. | was/were | had been |
3. | have/has | had |
4. | shall/will | would |
6. | can | could |
6. | may | might |
7. | must | had to |
8. | had, should, would, could, ought to | পরিবর্তন হবেনা |
9. | *do/does + V1 | *V2 |
11. | *don’t/doesn’t + V1 | *didn’t + V1 |
10. | *did + V1 | *had + V3 |
12. | *didn’t + V1 | *hadn’t + V3 |
Direct: She said to me, “I am looking for you”.
Indirect: She said to me that she was looking for me.
Direct: Rana said to Runa, “You have disturbed me a lot”.
Indirect: Rana told Runa that she had disturbed him a lot.
Direct: Mother said to the son, “You don’t go to school in time”.
Indirect: Mother said to the son that he didn’t go to school in time.
Direct: The boy said, “I will be poet in future”.
Indirect: The boy said that he would be a poet in future.
Direct: Workers said, “We were eating breakfast then”.
Indirect: Workers said that they had been eating breakfast then.
Reported Speech এর কিছু কিছু Word পরিবর্তন
Reporting Speech এর কিছু কিছু Word/Phrase আবশ্যিকভাবে Indirect Speech এ পরিবর্তিত হয়ে বসে। লক্ষ কর-
Direct | Indirect |
---|---|
this এইটি | that ওটি |
these এইগুলি | those ওইগুলি |
here এখানে | there সেখানে |
now এখন | then তখন |
ago পূর্বে | before পূর্বে |
hence এখান থেকে | thence সেখান থেকে |
hither এখানে/এদিকে | thither সেখানে/সেদিকে |
thus এভাবে | so/in that way সুতরাং/সেভাবে |
come আসা | go যাওয়া |
today আজ | that day সেদিন |
to night আজ রাতে | that night সেই রাতে |
yesterday গতকাল |
the previous day/the day before পূর্ববর্তী দিন |
tomorrow আগামীকাল |
the next day/the following day পরবর্তী দিন |
last night/week/month গত রাত/সপ্তাহ/মাস |
the previous night/week/month পূর্ববর্তী রাত/সপ্তাহ/মাস |
next day/week/month/year পরের দিন/সপ্তাহ/মাস/বছর |
the following day/week/month/year পরবর্তী দিন/সপ্তাহ/মাস/বছর |
yesterday morning/evening/night গতকাল সকাল/সন্ধ্যা/রাত্র |
the previous morning/evening/night পূর্ববর্তী সকাল/সন্ধ্যা/রাত্র |
Direct: He said, “This is a nice pen”.
Indirect: He said that that was a nice pen.
Direct: The boy says, “I am going home now“.
Indirect: The boy says that he was going home then.
Direct: Pavel said, “I didn’t go to college yesterday“.
Indirect: Pavel said that he hadn’t gone to college the previous day.
Direct: The students said, “We seek a half holiday today“.
Indirect: The students said that they sought a half holiday that day.
প্রতিটি Lesson এর শুরুতে রয়েছে আমাদের Narration series এর সকল lesson এর link।
↑↓