Assertive sentence থেকে Interrogative এ পরিবর্তন: সকল Rules
Assertive sentence থেকে Interrogative এ পরিবর্তনঃ সকল Rules
পূর্ববর্তী Start-up lesson টিতে (Link উপরে-বামে) আমরা দেখিয়েছি যে, অর্থ অপরিবর্তিত রেখে Assertive থেকে Interrogative sentence এ পরিবর্তনের জন্য-
- Assertive sentence টি হ্যা-বাচক (Affirmative) হলে Negative-Intrrogative করতে হবে; অর্থাৎ-Helping verb এর সাথে ‘not’ যোগ করে নিতে হবে।
- Assertive sentence টি না-বাচক (Negative) হলে, sentence থেকে ‘not’ বাদ দিয়ে নিতে হবে।
এরই ধারাবাহিকতায়, বর্তমান lesson এ আমরা যে কোন Assertive sentence কে Interrogative এ পরিবর্তনের সম্ভাব্য Rule গুলো সহজবোধ্যভাবে উপস্থাপন করতে যাচ্ছি।
চল আমরা এক নজরে দেখে নিই, কোন একটি sentence কে Assertive থেকে Interrogative করতে কোন কোন কাজগুলো ধারাবাহিকভাবে করতে হয়-
- Assertive sentence টির Helping verb টি শুরুতে বসাতে হবে। Helping verb না থাকলে, Principal verb অনুসরনে Helping verb নির্ধারন করে (do/does/did) শুরুতে বসাতে হবে (পরে আলোচ্য)।
- Assertive sentence টি হ্যা-বাচক (affirmative) হলে Helping verb এর সাথে not যুক্ত হয়ে তার contracted form (isn’t, hasn’t ইত্যদি) বসবে।
- Sentence টি Negative (না-বাচক) হলে negative word (not ইত্যাদি) বাদ দিয়ে শুধু Helping verb টি বসবে।
- Subject বসবে।
- Principal verb বসবে।
- অবশিষ্ট অংশ বসবে।
- Full stop (.) এর বদলে শেষে Question-mark (?) বসবে।
এবার Rule-wise আলাদাভাবে study করে নাও-
line_style
Rule-1: Helping verb যুক্ত Assertive
Assertive sentence টিতে যদি Helping verb যুক্ত থাকে এবং হ্যাঁবাচক (Affirmative) হয়, তাহলে নিম্নরূপে Interrogative এ পরিণত করতে হবে-
Subject | Help. V | Prin. V | Ext. |
---|---|---|---|
Rupa | is | helping | her mother. |
(Help. Verb + n’t) | Subject | Prin. Verb | Ext? |
---|---|---|---|
Isn’t | Rupa | helping | her mother? |
অর্থাৎ-
- Helping verb (এখানে is) এর সাথে not যুক্ত হয়ে তার contracted form (এখানে isn’t) sentence এর শুরুতে বসবে।
- পরে Subject (এখানে Rupa) বসবে।
- Principal verb (এখানে helping) বসবে।
- অবশিষ্ট অংশ বসবে (এখানে her mother)।
- Full stop (.) এর বদলে শেষে Question-mark (?) বসবে।
এবার সম্ভাব্য Helping verb এর তালিকাটা (n’t যুক্ত Contracted form সহ) একবার দেখে নাও যে তালিকাটা আমাদের অন্যান্য post এ ও অন্তর্ভূক্ত করা হয়েছে –
Helping Verb | (Help. V + n’t) |
---|---|
BE Verb | |
am | ain’t/aren’t |
is | isn’t |
are | aren’t |
was | wasn’t |
were | weren’t |
HAVE Verb | |
have | haven’t |
has | hasn’t |
had | hadn’t |
MODAL Verb | |
shall | shan’t |
will | won’t |
may | mayn’t |
can | can’t |
should | shouldn’t |
would | won’t |
might | mightn’t |
could | couldn’t |
must | mustn’t |
ought | oughtn’t |
DO Verb | |
do | don’t |
does | doesn’t |
did | didn’t |
Note: লক্ষ্য কর, উপরের Table এ হালকা লাল shade এ চিহ্নিত verb গুলো কিছুটা ব্যতিক্রম। বাকি সবগুলো verb এর শেষে শুধু n’t যোগ করা হয়েছে, কিন্তু চিহ্নিত verb গুলোতে কিছুটা পরিবর্তন সহ n’t হয়েছে। চিহ্নিত করা ৫ টি verb এর n’t form বিশেষভাবে মনে রাখতে হবে। এছাড়া, am এর n’t form হিসাবে amn’t এর ব্যবহার প্রচলিত নয়। পরিবর্তে ব্যবহৃত হয় aren’t বা ain’t।
Assertive: They have made a garden.
Interrogative: Haven’t they made a garden?
Assertive: Shuvo can compose with MS Word.
Interrogative: Can’t Shuvo compose with MS word?
Assertive: The train may reach here by 20 o’clock.
Interrogative:Mayn’t the train reach here by 20 o’clock?
Assertive: Shaon will go to playground now.
Interrogative: Won’t Shaon go to playground now?
Assertive: Children are the future of a nation.
Interrogative: Aren’t children the future of a nation?
Assertive: I shall study in English medium.
Interrogative: Shan’t I study in English medium?
Rule-2: Helping verb বিহীন অর্থাৎ শুধু Principal verb যুক্ত Assertive
Assertive sentence টিতে যদি Helping verb না থাকে অর্থাৎ শুধু Principal verb থাকে, তাহলে প্রথমে নিম্নরূপে Principal verb অনুসরণে Helping verb নির্ধারন করে নিতে হবে-
Helping verb না থাকলে Principal verb টি তিনটি অবস্থায় থাকতে পারে-
- Base form: যেমন-go
- s/es-form: যেমন-goes
- Past form: যেমন-went
Principal verb এর form বিবেচনায় Question তৈরিতে তিনটি Helping verb (do-does-did) আসবে এবং n’t সহ যথাক্রমে don’t-doesn’t-didn’t বসবে, ঠিক নিচের মত করে-
উল্লেখ্য, Don’t/Doesn’t/Didn’t বসার পরে Principal verb টি সব সময় base form (এখানে- go) হয়ে যাবে।
Assertive: You go to school.
Interrogative: Don’t you go to school?
Assertive: He goes to school.
Interrogative: Doesn’t he go to school?
Assertive: They went to school.
Interrogative: Didn’t they go to school?
Subject | Prin. V (s/es যুক্ত) |
Ext. |
He | rises | early in the morning. |
Help. V (DOESN’T) |
Subject | Prin. V (base) | Ext? |
Doesn’t | he | rise | early in the morning? |
অর্থাৎ-
- Helping verb নেই। Principal verb s/es যুক্ত বলে Helping verb ‘Does’ এর সাথে not যুক্ত হয়ে তার contracted form- ‘Doesn’t’ sentence এর শুরুতে বসেছে। স্পষ্টতঃ- Principal verb টি present form হলে ‘Don’t’ এবং past form ‘didn’t’ বসবে।
- পরে Subject (এখানে he) বসবে।
- Principal verb (এখানে rises) এর base form (rise) বসবে।
- অবশিষ্ট অংশ (Extension) (এখানে early in the morning) বসবে।
- Full stop (.) এর বদলে শেষে Question-mark (?) বসেছে।
Assertive: The manager rejected my proposal.
Interrogative: Didn’t the manager reject my proposal?
Assertive: Time passes very fast.
Interrogative: Doesn’t time pass very fast?
Assertive: Some Fishermen enjoy fishing in the sea.
Interrogative: Don’t some Fishermen enjoy fishing in the sea?
Assertive: Day comes after night.
Interrogative: Doesn’t day come after night?
Assertive: We eat to live.
Interrogative: Don’t we eat to live?
Interrogative: Didn’t you spend much time in playing?
Assertive: You spent much time in playing.
Interrogative: Doesn’t the sky look gray?
Assertive: The sky looks gray.
Interrogative: Don’t common people like glittering things?
Assertive: Common people like glittering things.
Rule-3: Helping verb এর সাথে ‘not’ যুক্ত Assertive (Negative)
Assertive sentence টিতে যদি Helping verb এর সাথে ‘not’ থাকে, অর্থাৎ- Sentence টি Negative হয়, তাহলে সেটাকে Interrogative এ পরিণত করতে ‘not’ বাদ দিয়ে শুধুমাত্র Helping verb টি Subject এর পূর্বে বসবে।
Subject | Help. V + NOT | Principal Verb | Ext. |
---|---|---|---|
Children | are not | playing | in the rain. |
Helping verb | Subject | Principal Verb | Ext? |
---|---|---|---|
Are | Children | playing | in the rain? |
অর্থাৎ-
- Helping verb ‘are’ এর সাথে বিদ্যমান ‘not’ টি বাদ দিয়ে শুধু Helping verb টি sentence এর শুরুতে বসেছে।
- পরে Subject ‘children’ বসেছে।
- Principal verb ‘playing’ বসেছে।
- অবশিষ্ট অংশ (Ext.) ‘in the rain’ বসেছে।
- Full stop (.) এর বদলে শেষে Question-mark (?) বসেছে।
Assertive: The sky is not cloudy now.
Interrogative: Is the sky cloudy now?
Assertive: Bangladesh is not the smallest country.
Interrogative: Is Bangladesh the smallest country?
Assertive: A bird cannot run faster than the plane.
Interrogative: Can a bird run faster than a plane?
Assertive: The Jupiter is not suitable for man to live in.
Interrogative: Is the Jupiter suitable for man to live in?
Assertive: Life is not a bed of roses.
Interrogative: Is life bed of roses?
Rule-4: Negative word ‘no/never/nothing’ যুক্ত Assertive
Assertive sentence টিতে যদি Helping verb এর সাথে ‘not’ থাকে, অর্থাৎ- Sentence টি Negative হয়, তাহলে সেটাকে Interrogative এ পরিণত করতে ‘not’ বাদ দিয়ে শুধুমাত্র Helping verb টি Subject এর পূর্বে বসবে।
প্রথমেই দেখে নেওয়া যাক, no, never বা nothing দ্বারা কি বুঝায়; প্রকৃতপক্ষে-
- no = not + any
- never = not + ever
- nothing = not + anything
সুতরাং দেখা যাচ্ছে যে, আমরা যদি Not এর formulla (Rule-3) বিবেচনা করি, sentence থেকে শুধু ‘not’ টি বাদ যাবে, no/never/nothing বাদ যাবেনা। অর্থাৎ, এক্ষেত্রে Rule-3 প্রযোজ্য হবে, তবে-
- no এর স্থলে any বসবে।
- never এর স্থলে ever বসবে।
- nothing এর স্থলে anything বসবে।
উদাহরন দেখ-
Assertive: There is no use of this App.
Interrogative: Is there any use of this App?
Assertive: My father never told a lie.
Interrogative: Did my father ever told a lie?
Assertive: We had nothing to say.
Interrogative: Had we anything to say?
Assertive: Our students have never failed in the examination.
Interrogative: Have our students ever failed in the examination?
Interrogative: Did the child buy any toy?
Assertive: The child bought no toy.
Interrogative: Have you ever been to Cox’s Bazar?
Assertive: You have never been to Cox’s Bazar.
Interrogative: Can farmers sow anything other than potato in this field?
Assertive: Farmers can sow nothing other than potato in this field.
Rule-5: Everybody/Everyone যখন Assertive এর Subject
Assertive sentence টির Subject যদি হয় Everybody বা Everyone (যা একটি হ্যাঁবাচক word), তাহলে Everybody/Everyone এর বদলে Who বসবে। Who এর পরে Helping verb এর সাথে ‘not’ যুক্ত Contracted form বসিয়ে Sentence টিকে Interrogative করতে হবে।
Assertive: | Everybody/Everyone + Verb + Ext. |
Interrogative: | Who + (Help. V + n’t) + Prin. V + Ext. |
EVERYBODY/ EVERYONE |
Help. V | Principal Verb | Ext. |
---|---|---|---|
Everybody | is | playing | in the field. |
WHO | Help. V + n’t |
Principal Verb | Ext? |
---|---|---|---|
Who | isn’t | playing | in the field? |
অর্থাৎ-
- Everybody এর বদলে Who বসেছে।
- Helping verb ‘is’ এর সাথে ‘n’t’ যুক্ত হয়ে ‘isn’t’ বসেছে।
- Principal verb ‘playing’ বসেছে।
- অবশিষ্ট অংশ (Ext.) ‘in the field’ বসেছে।
- Full stop (.) এর বদলে শেষে Question-mark (?) বসেছে।
লক্ষ্য কর: Assertive sentence টিতে যদি Helping verb না থাকে, শুধু Principal verb থাকে, তাহলে Rule-2 অনুসরনে don’t/doesn’t/didn’t বসিয়ে Principal verb এর base form দিয়ে অবশিষ্ট অংশ বসাতে হবে।
EVERYBODY/ EVERYONE |
Principal Verb | Ext. |
---|---|---|
Everyone | likes | flower. |
WHO | don’t/ doesn’t/ didn’t |
Prin. V1 | Ext? |
---|---|---|---|
Who | doesn’t | like | flower? |
Assertive: Everybody respects an honest man.
Interrogative: Who does not respect an honest man?
Assertive: Everyone should rise early in the morning.
Interrogative: Who should not rise early in the morning?
Assertive: Everybody attended the meeting.
Interrogative: Who didn’t attend the meeting?
Interrogative: Who does not cross limit?
Assertive: Everybody crosses limit.
Interrogative: Who was not happy there?
Assertive: Everybody was happy there.
Rule-6: Nobody/No one/None যখন Assertive এর Subject
বর্তমান Rule টি (Rule-6) পূর্বের Rule টির (Rule-5) সম্পূর্ণ বিপরীত।
Assertive sentence টির Subject যদি হয় Nobody বা No one বা None হয়, (যা একটি নাবাচক word), তাহলে Nobody/No one/None এর বদলে শুধুমাত্র Who বসবে। অন্য কোন পরিবর্তন হবেনা।
Assertive: | Nobody/No one/None + Verb + Ext. |
Interrogative: | Who + Verb + Ext. |
Nobody/ No one/ None |
Verb | Ext. |
---|---|---|
Nobody | believes | a liar |
WHO | Verb | Ext? |
---|---|---|
Who | believes | a liar? |
অর্থাৎ-
- Subject হিসাবে ব্যবহৃত Nobody এর বদলে Who বসেছে।
- পরিবর্তন ছাড়াই verb ‘believes’ বসেছে।
- অবশিষ্ট অংশ (Ext.) ‘a liar’ বসেছে।
- Full stop (.) এর বদলে শেষে Question-mark (?) বসেছে।
Assertive: Nobdy was qualified for the post.
Interrogative: Who was qualified for the post?
Assertive: None came forward to rescue this ill-fated boy.
Interrogative: Who came forward to rescue this ill-fated boy?
Interrogative: Who called you a liar?
Assertive: Nobody called you a liar.
আশা করছি, উপরোক্ত Rule গুলোর অনুসরণে তোমরা Assertive to Interrogative বা Interrogative to Assertive এ পরিবর্তনের যে কোন ধরনের challenge মোকাবেলা করতে সক্ষম হবে।