Assertive sentence থেকে Interrogative এ পরিবর্তন: সূচনা
Assertive থেকে Interrogative এ পরিবর্তনঃ এখান থেকে শুরু কর
আমরা জানি, অর্থের দিক থেকে Sentence ৫ প্রকার-
- Assertive
- Interrogative
- Imperative
- Optative
- Exclamatory
Transformation of sentence বা এক Sentence থেকে অন্য Sentence এ পরিবর্তন/রূপান্তর একটি Favorite Grammar item যা থেকে Academic exam সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকে।
আমাদের Transformation of sentence এর অংশ হিসাবে এই lesson এ আমরা Assertive sentence কে Interrogative sentence এ পরিবর্তনের কলাকৌশলগুলো তুলে ধরব।
Assertive sentence হল সাধারন বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য।
আর Interrogative sentence হল প্রশ্নবোধক বাক্য।
চল clarify করা যাক,
Question তৈরী করা
Assertive sentence এর structure হল-
Subject + Verb +……
আরো নির্দিষ্টভাবে-
Subject + Principal verb +…… .
আর, sentence টিতে Helping verb থাকলে-
Subject + Helping Verb + Principal verb +…… .
একে প্রশ্ন তৈরি করলে বা Interrogative sentence এ পরিণত করলে দাঁড়ায়-
Helping Verb + Subject + Principal verb +…… ?
[উল্লেখ্য, Helping verb না থাকলেও Helping verb হিসাবে do/does/did আনতে হবে যা পরে আলোচ্য।]
যেমন-
Assertive: He is crossing a road. সে রাস্তা পার হচ্ছে।
Interrogative: Is he crossing a road? সে কি রাস্তা পার হচ্ছে?
→ উপরের উদাহরনে, Interrogative sentence টির অর্থ- ‘সে কি রাস্তা পার হচ্ছে?’। এর উত্তর হতে পারে- হ্যাঁ বা না। কিন্তু মূল Assertive sentence টির দাবী শুধুমাত্র- ‘সে রাস্তা পার হচ্ছে’। এর উত্তর ‘না’ হওয়া চলবেনা।
→ লক্ষ্য কর, উত্তরটিকে অপরিবর্তিত রাখতে চাইলে প্রশ্নটিকে এভাবে করতে হবে- ‘সে কি রাস্তা পার হচ্ছেনা? Isn’t he crossing a road?’। এর উত্তর হবে শুধু Yes, ‘সে রাস্তা পার হচ্ছে।’ এবং এর উত্তরে ‘না’ বলা সম্ভব নয়। ফলে, Assertive ও পরিবর্তিত Interrogative এর অর্থ একই থাকবে। সুতরাং আমরা জেনে গেলাম-
যেমন-
Assertive: He is crossing a road. সে রাস্তা পার হচ্ছে।
Interrogative: Isn’t he crossing a road? সে কি রাস্তা পার হচ্ছেনা?
Assertive: They are not making a noise now. তারা এখন গোলমাল করছেনা।
Interrogative: Are they making a noise now? তারা কি এখন গোলমাল করছে?
Assertive: Tamal cannot play chess. তমাল দাবা খেলতে পারেনা।
Interrogative: Can Tamal play chess? তমাল কি দাবা খেলতে পারে?
Assertive: Rita will sing a folk-song. রিতা পল্লীগীতি গাবে।
Interrogative: Won’t Rita sing a folk-song? রিতা কি পল্লীগীতি গাবেনা।?
আশা করি যে কোন sentence কে Assertive থেকে Interrogative করার মূলনীতিটা বুঝে ফেলেছ।
এবার Assertive থেকে Interrogative এ পরিবর্তনের সবগুলো Rules পরবর্তী lesson থেকে দেখে নাও। নিচের লিঙ্কে ক্লিক কর-