Assertive sentence থেকে Interrogative এ পরিবর্তন: সূচনা

line_style

Assertive থেকে Interrogative এ পরিবর্তনঃ এখান থেকে শুরু কর

আমরা জানি, অর্থের দিক থেকে Sentence ৫ প্রকার-

  • Assertive
  • Interrogative
  • Imperative
  • Optative
  • Exclamatory

Transformation of sentence বা এক Sentence থেকে অন্য Sentence এ পরিবর্তন/রূপান্তর একটি Favorite Grammar item যা থেকে Academic exam সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকে।

আমাদের Transformation of sentence এর অংশ হিসাবে এই lesson এ আমরা Assertive sentence কে Interrogative sentence এ পরিবর্তনের কলাকৌশলগুলো তুলে ধরব।


Assertive sentence হল সাধারন বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য।

আর Interrogative sentence হল প্রশ্নবোধক বাক্য।

সুতরাং আমাদের বর্তমান প্রচেষ্টার মূল কথা হল- সাধারন একটি Sentence কে প্রশ্নে পরিণত করে ফেলা।
এখন প্রশ্ন হল, একটি সাধারন sentence কে প্রশ্ন বানিয়ে ফেলার মূলনীতিটা কি?
মূলনীতিটি হল, sentence টির Helping verb টাকে Subject এর আগে বসিয়ে দেওয়া।

চল clarify করা যাক,

Question তৈরী করা

Assertive sentence এর structure হল-

Subject + Verb +……

আরো নির্দিষ্টভাবে-

Subject + Principal verb +…… .

আর, sentence টিতে Helping verb থাকলে-

Subject + Helping Verb + Principal verb +…… .

একে প্রশ্ন তৈরি করলে বা Interrogative sentence এ পরিণত করলে দাঁড়ায়-

Helping Verb + Subject + Principal verb +…… ?

[উল্লেখ্য, Helping verb না থাকলেও Helping verb হিসাবে do/does/did আনতে হবে যা পরে আলোচ্য।]

যেমন-

Assertive: He is crossing a road. সে রাস্তা পার হচ্ছে।
Interrogative: Is he crossing a road? সে কি রাস্তা পার হচ্ছে?

এই হল Assertive sentence কে প্রশ্নে অর্থাৎ- Interrogative sentence এ পরিণত করার মূলসূত্র। যা Yes/No question অর্থাৎ উত্তরে হ্যাঁ বা না হয় এমন প্রশ্নের সৃষ্টি করে। কিন্তু, এক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়ে যায়। Grammar এর Transformation of sentence এর দাবী এটাই যে Assertive থেকে Interrogative এ পরিবর্তনের পরেও অর্থের পরিবর্তন হবেনা, একই থাকবে।
অর্থের পরিবর্তন হয়েছে কিভাবে বুঝে গেল?

উপরের উদাহরনে, Interrogative sentence টির অর্থ- ‘সে কি রাস্তা পার হচ্ছে?’। এর উত্তর হতে পারে- হ্যাঁ বা না। কিন্তু মূল Assertive sentence টির দাবী শুধুমাত্র- ‘সে রাস্তা পার হচ্ছে’। এর উত্তর ‘না’ হওয়া চলবেনা।

কিভাবে অর্থ অপরিবরর্তিত রেখে প্রশ্নটি করা যায়?

লক্ষ্য কর, উত্তরটিকে অপরিবর্তিত রাখতে চাইলে প্রশ্নটিকে এভাবে করতে হবে- ‘সে কি রাস্তা পার হচ্ছেনা? Isn’t he crossing a road?’। এর উত্তর হবে শুধু Yes, ‘সে রাস্তা পার হচ্ছে।’ এবং এর উত্তরে ‘না’ বলা সম্ভব নয়। ফলে, Assertive ও পরিবর্তিত Interrogative এর অর্থ একই থাকবে। সুতরাং আমরা জেনে গেলাম-

অর্থ পরিবর্তিত রেখে Assertive sentence কে Interrogative এ পরিনত করতে হলে হ্যা-বাচক (Affirmative) sentence এর Helping verb এর সাথে ‘not’ যোগ করে নিতে হবে। বিপরীতক্রমে, না-বাচক (Negative) sentence থেকে ‘not’ বাদ দিতে হবে।

যেমন-

Assertive: He is crossing a road. সে রাস্তা পার হচ্ছে।
Interrogative: Isn’t he crossing a road? সে কি রাস্তা পার হচ্ছেনা?

Assertive: They are not making a noise now. তারা এখন গোলমাল করছেনা।
Interrogative: Are they making a noise now? তারা কি এখন গোলমাল করছে?

Assertive: Tamal cannot play chess. তমাল দাবা খেলতে পারেনা।
Interrogative: Can Tamal play chess? তমাল কি দাবা খেলতে পারে?

Assertive: Rita will sing a folk-song. রিতা পল্লীগীতি গাবে।
Interrogative: Won’t Rita sing a folk-song? রিতা কি পল্লীগীতি গাবেনা।?

আশা করি যে কোন sentence কে Assertive থেকে Interrogative করার মূলনীতিটা বুঝে ফেলেছ।

এবার Assertive থেকে Interrogative এ পরিবর্তনের সবগুলো Rules পরবর্তী lesson থেকে দেখে নাও। নিচের লিঙ্কে ক্লিক কর-


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *