Assertive sentence থেকে Exclamatory তে পরিবর্তনের কলাকৌশল
Assertive sentence থেকে Exclamatory তে পরিবর্তন
Exclamatory প্রধানতঃ আবেগ প্রকাশক sentence। এই আবেগের মধ্যে অন্তর্ভূক্ত – আনন্দ, দুঃখ-কষ্ট, বিস্ময়, রাগ, বিরাগ, ক্রোধ, ঘৃণা, ভয়, হতাশা ইত্যাদি।
এগুলোর বিস্তারিত পরিচয়, আলোচনা এবং সব কিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা-বিশ্লেষন করা আমাদের এই lesson এর উদ্দেশ্য নয়।
আমাদের mission হল student দের পরীক্ষা প্রস্তুতিতে সর্বোচ্চ সাহায্য করা। Secondary, Higher secondary থেকে advanced level পর্যন্ত সব ধরনের পরীক্ষায় Assertive-Exclamatory-Assertive ট্রান্সফরমেশন এর challenge মোকাবেলায় প্রণীত প্রশ্নের সব ধরনের strategy/চতুরতা/trick/কলাকৌশল আমাদের lesson এ অন্তর্ভূক্ত করব, এটাই আমাদের উদ্দেশ্য। আর সেভাবেই এই lesson টা Design করেছি।
list
Rule-1: Very + Adjective যুক্ত Assertive
Assertive: | very + Adjective |
Exclamatory: | How + Adjective |
Very + Adjective যুক্ত Assertive sentence এর নিচের structure টি লক্ষ্য কর-
Subject | Verb | Very | Adjective. |
---|---|---|---|
The bird | is | very | beautiful. |
এটাকে Assertive থেকে Interrogative এ পরিনত করতে নিম্নলিখিত পরিবর্তনগুলো করতে হবে-
- Very এর বদলে How বসবে। সুতবাং (Very + Adjective) এর বদলে (How + Adjective) sentence এর শুরুতে বসবে।
- Subject বসবে।
- Verb বসবে।
- Assertive এর Full stop (.) উঠে গিয়ে Exclamation mark বা আশ্চর্যবোধক চিহ্ন (!) বসবে।
How | Adjective | Subject | Verb! |
---|---|---|---|
How | beautiful | the bird | is! |
Assertive: The sky looks very cloudy.
Exclamatory: How cloudy the sky looks!
Assertive: This sum seems very difficult.
Exclamatory: How difficult this sum seems!
Note-1: Very + Adjective এর পরে অতিরিক্ত কোন অংশ থাকলে সেটা সবার শেষে বসবে।
Assertive: The rivers becomes very spacious in the rainy season.
Exclamatory: How spacious the rivers become in the rainy season!
Note-2: Adjective এর পূর্বে Very না থাকলেও Exclamatory sentence টি শুরু করবে (How + Adjective) দিয়ে।
Assertive: The weather of our country is temperate (নাতিশীতোষ্ণ).
Exclamatory: How temperate the weather of our country is!
Note-3: Very এর স্থলে অন্যান্য প্রাবল্য/তীব্রতা প্রকাশক Adverb (Adverb of Intensity); যেমন- quite, completely, extremely, pretty, absolutely ইত্যাদি থাকলেও একই Rule প্রযোজ্য হবে। অর্থাৎ এগুলোর বদলে How বসবে।
Assertive: Children are quite happy in this shelter.
Exclamatory: How happy children are in this shelter!
Assertive: Your behavior is completely rough.
Exclamatory: How rough your behavior is!
Assertive: I am extremely sorry to disturb you.
Exclamatory: How sorry I am to disturb you!
Exclamatory: | How + Adjective + Subject + Verb! |
Assertive: | Subject + Verb + Very + Adjective. |
Exclamatory: How funny grandmother’s story was!
Assertive: Grandmother’s story was very funny.
Exclamatory: How glorious the result of our college was!
Assertive: The result of our college was very glorious.
Exclamatory: How ugly the the duckling was looking!
Assertive: The duckling was looking very ugly!
অর্থাৎ
- Assertive sentence যেহেতু (Subject + Verb) দিয়ে শুরু হয়, তাই Exclamatory sentence হতে (Subject + Verb) খুঁজে এনে প্রথমে বসাতে হবে।
- তারপর, How এর বদলে very বসবে। সুতবাং (How + Adjective) এর বদলে (Very + Adjective) বসবে।
- অতিরিক্ত অংশ (যদি থাকে) বসবে।
- Exclamatory sentence এর Exclamation mark বা আশ্চর্যবোধক চিহ্ন (!) উঠে গিয়ে Full stop (.) বসবে।
Rule-2: Very + Adverb
Very যেমন Adjective এর পূর্বে বসতে পারে, তেমনি বসতে পারে Adverb এর পূর্বেও। Adverb পূর্বে বসলেও কার্যত একইভাবে পরিবর্তন করতে হবে। শুধু সবস্থানে Adjective এর বদলে Adverb বসবে।
Subject | Verb | Very | Adverb. |
---|---|---|---|
Time | goes | very | swiftly. |
How | Adverb | Subject | Verb! |
---|---|---|---|
How | swiftly | time | goes! |
Assertive: The drove the car very dangerously.
Exclamatory: How dangerously he drove the car!
Assertive: The kangaroo runs very fast.
Exclamatory: How fast the kangaroo runs!
Note-1: এ ধরনের sentence এ Verb এর পরে Object বা অন্য element ও থাকতে পারে। সেক্ষেত্রে যথা নিয়মে Verb এর পর পরই তা বসবে।
Assertive: Every student could solve the sum quite easily.
Exclamatory: How easily every student could solve the sum!
Assertive: The Pakistani team were defeated in that match very miserably.
Exclamatory: How miserably The Pakistani team were defeated in that match!
Rule-3: a/an + very + adjective + Noun/Pronoun যুক্ত Assertive
Assertive: | a/an + very + adjective + Noun |
Exclamatory: | What a/an + adjective + Noun |
(a/an + very + adjective + NP) যুক্ত Assertive sentence এর নিচের structure টি লক্ষ্য কর-
Subject | Verb | a/an | Very | Adjective | NP. |
---|---|---|---|---|---|
‘Luncheon’ | is | a | very | interesting | story. |
এটাকে Assertive থেকে Interrogative এ পরিনত করতে নিম্নলিখিত পরিবর্তনগুলো করতে হবে-
- (a Very) এর বদলে (What + a/an) বসবে। সুতবাং (a + Very + Adjective + NP) এর বদলে (What a/an + Adjective + NP) sentence এর শুরুতে বসবে।
- Subject বসবে।
- Verb বসবে।
- Assertive এর Full stop (.) উঠে গিয়ে Exclamation mark বা আশ্চর্যবোধক চিহ্ন (!) বসবে।
What | a/an | Adjective | NP | Subject | Verb! |
---|---|---|---|---|---|
What | an | interesting | story | ‘Luncheon’ | is! |
Assertive: Dhaka is a very old city.
Exclamatory: What an old city Dhaka is!
Assertive: Nuhash sent me a very pathetic video.
Exclamatory: What a pathetic video Nuhash sent me!
Note-1: Adverb of Intensity (এখানে- completely) টি Article এর পূর্বে থাকলেও একই নিয়ম প্রযোজ্য হবে।
Assertive: Africa was completely a dark continent.
Exclamatory: What a dark continent Africa was!
Note-2: Noun/Pronoun এর পরে অতিরিক্ত অংশ থাকলে সেটা সবশেষে বসবে।
Assertive: Email is a very wonderful way of communication in this age.
Exclamatory: What a wonderful way of communication Email is in this age!
Note-3: (a/an + very + adjective + NP) এই অংশটুকুতে very না থাকলেও একই নিয়ম প্রযোজ্য হবে; অর্থাৎ- Exclamatory sentence টি (What + a/an + Adjective + NP) দিয়ে শুরু হবে।
Assertive: He hang a nice picture on the wall.
Exclamatory: What a nice picture he hang on the wall!
Assertive: Florence Nightingale was an extremely genius lady.
Exclamatory: What a genius lady Florence Nightingale was!
Note-4: Article হিসাবে a/an থাকলে Sentence টিতে How ব্যবহার করে নিচের নিয়মেও করা যায়-
Assertive: Florence Nightingale was an extremely genius lady.
Exclamatory: How genius a lady Florence Nightingale was!
Exclamatory: What a poor life he leads!
Assertive: He leads a very poor life.
Exclamatory: What a cunning animal the fox is!
Assertive: The fox is a very cunning animal.
Exclamatory: How tragic a death his father died!
Assertive: His father died a very tragic death.
Note-5: লক্ষ্য কর, নিচের উদাহরন দুটিতে (Subject + Verb) নেই। সম্ভাব্য প্রাসঙ্গিক (Subject + Verb) ব্যক্তিবাচক এর ক্ষেত্রে ‘He is’ এবং বস্তুবাচক এর ক্ষেত্রে ‘It is’ বসিয়ে structure টি পূর্ণ করা হয়েছে।
Exclamatory: What a lonely garden!
Assertive: It is a very lonely garden.
Exclamatory: What a poor boy!
Assertive: He is a very poor boy.
Rule-4: Unreal Past
Grammar এ একটি term যার নাম ‘unreal past’ বা ‘অবাস্তব অতীত’। Past tense এ প্রকাশিত এমন কিছু sentence আছে যা হবার নয় বা ঘটার মত নয় বা ঘটা অবাস্তব/অসম্ভব; অথচ আমরা এ ধরনের কথা বলে থাকি। এ ধরনের sentence গুলোই Unreal Past। যেমন-
If I were a bird!আমি যদি পাখি হতাম!
এ ধরনের sentence এর বৈশিষ্ট্য হল-
- এটি Subjunctive Mood।
- এতে ‘হওয়া’ অর্থে ‘to be’ verb হিসাবে শুধু ‘were’ বসে।
- এতে ‘অসম্ভব ইচ্ছা’ বা ‘Impossible wish’ প্রকাশ পায়।
- Unreal past Sentence হিসাবে Exclamatory (If I were a bird!) বা Assertive (I wish I were a bird.) হতে পারে।
যাই হোক, উপরোক্ত ‘আমি যদি পাখি হতাম’ বাক্যটিকে কয়েক ভাবে Exclamatory তে পরিণত করা যায়-
- If I were a bird!
- Would that I were a bird!
- Were I a bird!
এবং একে Assertive এ পরিণত করলে দাঁড়ায়-
- I wish I were a bird!
অর্থাৎ-
Exclamatory: | If | I were a bird! |
Exclamatory: | Would that | I were a bird! |
Exclamatory: | were I a bird! | |
Assertive: | I wish | I were a bird. |
তাহলে নিশ্চয় স্পষ্টভাবেই বুঝতে পেরেছ- Assertive থেকে Exclamatory ও Exclamatory থেকে Assertive করতে কোথায় কি পরিবর্তন করতে হবে। বলা নিষ্প্রয়োজন যে, Subject ‘I’ স্থলে অন্য যে কোন কিছু হতে পারে।
এবার আরো কিছু উদাহরন অনুসরন কর-
Assertive: I wish I were a child again.
Exclamatory: If I were a child again!
Assertive: I wish I had been rich.
Exclamatory: Had I been rich!
Assertive: I wish I were a king.
Exclamatory: Would that I were a king!
Exclamatory: Had I possessed a lot of wealth!
Assertive: I wish I had possessed a lot of wealth.
Exclamatory: If I were the prime minister of Bangladesh!
Assertive: I wish I were the prime minister of Bangladesh.
Rule-5: Interjection যুক্ত Exclamatory
আমরা জানি, Exclamatory sentence বিভিন্ন ধরনের আবেগ প্রকাশ করে। এ আবেগগুলোর মধ্যে তিন ধরনের আবেগই প্রাধান্য পায়, বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্রে। এ আবেগগুলো হল-
- আনন্দ বা joy
- দুঃখ-কষ্ট বা sorrow
- বিষ্ময় বা wonder/surprise
যাই হোক, প্রায়শঃই এ আবেগগুলো প্রকাশের জন্য sentence এর শুরুতে বিভিন্ন Interjection যুক্ত থাকে। অনেক সময় এই Interjection গুলো দেখেও বুঝা যায়, sentence টিতে কোন আবেগটি প্রকাশ পেয়েছে। নিচের Table টি লক্ষ্য কর-
আবেগ | Interjections | Example |
---|---|---|
আনন্দ | Hurrah! Bravo! Huzza! | Hurrah! Bangladesh Team has won! |
দুঃখ-কষ্ট | Alas! Ah! | Alas! All the crops are damaged! |
বিষ্ময় | Oh! Ah! | Oh! What a sunny day! |
যাই হোক, sentence গুলোতে Injection থাকুক বা না থাকুক, আমরা যদি দেখি যে, এগুলো দ্বারা উপরের তিনটি Idea থেকে কোন একটি প্রকাশ পেয়েছে এবং এগুলো উপরে বর্ণিত কোন একটি Rule এ (Rule: 1 to 4) ও পড়েনা; তাহলে নিম্নের উপায় অবলম্বন করে এদেরকে Exclamatory থেকে Assertive করা যাবে।-
উল্লেখ্য, sentence এ Interjection থাকলে Interjection এর বদলে এবং Interjection না থাকলে এমনিতেই sentence এর শুরুতে নিম্নের phrase গুলো বসাতে হবে, তারপর মূল sentence টি বসাতে হবে-
- আনন্দ: It is a matter of joy that
- দুঃখ-কষ্ট: It is a matter of sorrow that
- বিষ্ময়: It is a matter of wonder/surprise that
উদাহরনগুলো ভালভাবে লক্ষ্য কর-
Exclamatory: Alas! He dies a premature death!
Assertive: It is a matter of sorrow that he dies a premature death.
- Interjection ‘Alas!’ যুক্ত বলে sentence টি দুঃখ প্রকাশক। সুতরাং ‘Alas!’ এর বদলে Assertive sentence টির শুরুতে ‘It is a matter of sorrow that’ বসেছে।
- মূল sentence টি অর্থাৎ ‘He dies a premature death’ বসেছে।
- Exclamation mark (!) উঠে Full stop (.) বসেছে।
Exclamatory: Bravo! We’re going on a picnic today!
Assertive: It is a matter of joy that we’re going on a picnic today.
Exclamatory: Ah! We are now in the kingdom of cloud!
Assertive: It is a matter of wonder that we are now in the kingdom of cloud.
Exclamatory: His business is already collapsed!
Assertive: It is a matter of sorrow that his business is already collapsed.
Assertive: It is a matter of sorrow that all his money is lost.
Exclamatory: Alas! All his money is lost!
- Sentence টি দ্বারা দুঃখ-কষ্ট বুঝাচ্ছে বলে শুরুতে Interjection ‘Alas!’ বসেছে Exclamation mark (!) সহ।
- মূল sentence টি অর্থাৎ ‘All his money is lost’ বসেছে। লক্ষনীয় Interjection এর পরে মূল Sentence টি সর্বদা Capital letter দিয়ে শুরু হয়।
- Full stop (.) উঠে মূল sentence টির শেষে Exclamation mark (!) বসেছে।
Assertive: It is a matter of joy that our team has scored a goal.
Exclamatory: Hurrah! Our team has scored a goal!