Assertive sentence থেকে Exclamatory তে পরিবর্তনের কলাকৌশল

line_style

Assertive sentence থেকে Exclamatory তে পরিবর্তন

Exclamatory প্রধানতঃ আবেগ প্রকাশক sentence। এই আবেগের মধ্যে অন্তর্ভূক্ত – আনন্দ, দুঃখ-কষ্ট, বিস্ময়, রাগ, বিরাগ, ক্রোধ, ঘৃণা, ভয়, হতাশা ইত্যাদি।

এগুলোর বিস্তারিত পরিচয়, আলোচনা এবং সব কিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা-বিশ্লেষন করা আমাদের এই lesson এর উদ্দেশ্য নয়।

আমাদের mission হল student দের পরীক্ষা প্রস্তুতিতে সর্বোচ্চ সাহায্য করা। Secondary, Higher secondary থেকে advanced level পর্যন্ত সব ধরনের পরীক্ষায় Assertive-Exclamatory-Assertive ট্রান্সফরমেশন এর challenge মোকাবেলায় প্রণীত প্রশ্নের সব ধরনের strategy/চতুরতা/trick/কলাকৌশল আমাদের lesson এ অন্তর্ভূক্ত করব, এটাই আমাদের উদ্দেশ্য। আর সেভাবেই এই lesson টা Design করেছি।


list

Rule-1: Very + Adjective যুক্ত Assertive

Assertive: very + Adjective
Exclamatory: How + Adjective

Very + Adjective যুক্ত Assertive sentence এর নিচের structure টি লক্ষ্য কর-

Assertive
Subject Verb Very Adjective.
The bird is very beautiful.

এটাকে Assertive থেকে Interrogative এ পরিনত করতে নিম্নলিখিত পরিবর্তনগুলো করতে হবে-

  • Very এর বদলে How বসবে। সুতবাং (Very + Adjective) এর বদলে (How + Adjective) sentence এর শুরুতে বসবে।
  • Subject বসবে।
  • Verb বসবে।
  • Assertive এর Full stop (.) উঠে গিয়ে Exclamation mark বা আশ্চর্যবোধক চিহ্ন (!) বসবে।
Exclamatory
How Adjective Subject Verb!
How beautiful the bird is!
Examples

Assertive: The sky looks very cloudy.
Exclamatory: How cloudy the sky looks!

Assertive: This sum seems very difficult.
Exclamatory: How difficult this sum seems!

Note-1: Very + Adjective এর পরে অতিরিক্ত কোন অংশ থাকলে সেটা সবার শেষে বসবে।

Assertive: The rivers becomes very spacious in the rainy season.
Exclamatory: How spacious the rivers become in the rainy season!

Note-2: Adjective এর পূর্বে Very না থাকলেও Exclamatory sentence টি শুরু করবে (How + Adjective) দিয়ে।

Assertive: The weather of our country is temperate (নাতিশীতোষ্ণ).
Exclamatory: How temperate the weather of our country is!

Note-3: Very এর স্থলে অন্যান্য প্রাবল্য/তীব্রতা প্রকাশক Adverb (Adverb of Intensity); যেমন- quite, completely, extremely, pretty, absolutely ইত্যাদি থাকলেও একই Rule প্রযোজ্য হবে। অর্থাৎ এগুলোর বদলে How বসবে।

Assertive: Children are quite happy in this shelter.
Exclamatory: How happy children are in this shelter!

Assertive: Your behavior is completely rough.
Exclamatory: How rough your behavior is!

Assertive: I am extremely sorry to disturb you.
Exclamatory: How sorry I am to disturb you!

Exclamatory to Assertive
Exclamatory: How + Adjective + Subject + Verb!
Assertive: Subject + Verb + Very + Adjective.

Exclamatory: How funny grandmother’s story was!
Assertive: Grandmother’s story was very funny.

Exclamatory: How glorious the result of our college was!
Assertive: The result of our college was very glorious.

Exclamatory: How ugly the the duckling was looking!
Assertive: The duckling was looking very ugly!

অর্থাৎ

  • Assertive sentence যেহেতু (Subject + Verb) দিয়ে শুরু হয়, তাই Exclamatory sentence হতে (Subject + Verb) খুঁজে এনে প্রথমে বসাতে হবে।
  • তারপর, How এর বদলে very বসবে। সুতবাং (How + Adjective) এর বদলে (Very + Adjective) বসবে।
  • অতিরিক্ত অংশ (যদি থাকে) বসবে।
  • Exclamatory sentence এর Exclamation mark বা আশ্চর্যবোধক চিহ্ন (!) উঠে গিয়ে Full stop (.) বসবে।
list

Rule-2: Very + Adverb

Very যেমন Adjective এর পূর্বে বসতে পারে, তেমনি বসতে পারে Adverb এর পূর্বেও। Adverb পূর্বে বসলেও কার্যত একইভাবে পরিবর্তন করতে হবে। শুধু সবস্থানে Adjective এর বদলে Adverb বসবে।

Assertive
Subject Verb Very Adverb.
Time goes very swiftly.
Exclamatory
How Adverb Subject Verb!
How swiftly time goes!
Examples

Assertive: The drove the car very dangerously.
Exclamatory: How dangerously he drove the car!

Assertive: The kangaroo runs very fast.
Exclamatory: How fast the kangaroo runs!

Note-1: এ ধরনের sentence এ Verb এর পরে Object বা অন্য element ও থাকতে পারে। সেক্ষেত্রে যথা নিয়মে Verb এর পর পরই তা বসবে।

Assertive: Every student could solve the sum quite easily.
Exclamatory: How easily every student could solve the sum!

Assertive: The Pakistani team were defeated in that match very miserably.
Exclamatory: How miserably The Pakistani team were defeated in that match!

list

Rule-3: a/an + very + adjective + Noun/Pronoun যুক্ত Assertive

Assertive: a/an + very + adjective + Noun
Exclamatory: What a/an + adjective + Noun

(a/an + very + adjective + NP) যুক্ত Assertive sentence এর নিচের structure টি লক্ষ্য কর-

Assertive
Subject Verb a/an Very Adjective NP.
‘Luncheon’ is a very interesting story.

এটাকে Assertive থেকে Interrogative এ পরিনত করতে নিম্নলিখিত পরিবর্তনগুলো করতে হবে-

  • (a Very) এর বদলে (What + a/an) বসবে। সুতবাং (a + Very + Adjective + NP) এর বদলে (What a/an + Adjective + NP) sentence এর শুরুতে বসবে।
  • Subject বসবে।
  • Verb বসবে।
  • Assertive এর Full stop (.) উঠে গিয়ে Exclamation mark বা আশ্চর্যবোধক চিহ্ন (!) বসবে।
Exclamatory
What a/an Adjective NP Subject Verb!
What an interesting story ‘Luncheon’ is!
Examples

Assertive: Dhaka is a very old city.
Exclamatory: What an old city Dhaka is!

Assertive: Nuhash sent me a very pathetic video.
Exclamatory: What a pathetic video Nuhash sent me!

Note-1: Adverb of Intensity (এখানে- completely) টি Article এর পূর্বে থাকলেও একই নিয়ম প্রযোজ্য হবে।

Assertive: Africa was completely a dark continent.
Exclamatory: What a dark continent Africa was!

Note-2: Noun/Pronoun এর পরে অতিরিক্ত অংশ থাকলে সেটা সবশেষে বসবে।

Assertive: Email is a very wonderful way of communication in this age.
Exclamatory: What a wonderful way of communication Email is in this age!

Note-3: (a/an + very + adjective + NP) এই অংশটুকুতে very না থাকলেও একই নিয়ম প্রযোজ্য হবে; অর্থাৎ- Exclamatory sentence টি (What + a/an + Adjective + NP) দিয়ে শুরু হবে।

Assertive: He hang a nice picture on the wall.
Exclamatory: What a nice picture he hang on the wall!

অন্যভাবে,

Assertive: Florence Nightingale was an extremely genius lady.
Exclamatory: What a genius lady Florence Nightingale was!

Note-4: Article হিসাবে a/an থাকলে Sentence টিতে How ব্যবহার করে নিচের নিয়মেও করা যায়-

Assertive: Florence Nightingale was an extremely genius lady.
Exclamatory: How genius a lady Florence Nightingale was!

Exclamatory to Assertive

Exclamatory: What a poor life he leads!
Assertive: He leads a very poor life.

Exclamatory: What a cunning animal the fox is!
Assertive: The fox is a very cunning animal.

Exclamatory: How tragic a death his father died!
Assertive: His father died a very tragic death.

Note-5: লক্ষ্য কর, নিচের উদাহরন দুটিতে (Subject + Verb) নেই। সম্ভাব্য প্রাসঙ্গিক (Subject + Verb) ব্যক্তিবাচক এর ক্ষেত্রে ‘He is’ এবং বস্তুবাচক এর ক্ষেত্রে ‘It is’ বসিয়ে structure টি পূর্ণ করা হয়েছে।

Exclamatory: What a lonely garden!
Assertive: It is a very lonely garden.

Exclamatory: What a poor boy!
Assertive: He is a very poor boy.

list

Rule-4: Unreal Past

Grammar এ একটি term যার নাম ‘unreal past’ বা ‘অবাস্তব অতীত’। Past tense এ প্রকাশিত এমন কিছু sentence আছে যা হবার নয় বা ঘটার মত নয় বা ঘটা অবাস্তব/অসম্ভব; অথচ আমরা এ ধরনের কথা বলে থাকি। এ ধরনের sentence গুলোই Unreal Past। যেমন-

If I were a bird!আমি যদি পাখি হতাম!

এ ধরনের sentence এর বৈশিষ্ট্য হল-

  • এটি Subjunctive Mood।
  • এতে ‘হওয়া’ অর্থে ‘to be’ verb হিসাবে শুধু ‘were’ বসে।
  • এতে ‘অসম্ভব ইচ্ছা’ বা ‘Impossible wish’ প্রকাশ পায়।
  • Unreal past Sentence হিসাবে Exclamatory (If I were a bird!) বা Assertive (I wish I were a bird.) হতে পারে।

যাই হোক, উপরোক্ত ‘আমি যদি পাখি হতাম’ বাক্যটিকে কয়েক ভাবে Exclamatory তে পরিণত করা যায়-

Exclamatory
  • If I were a bird!
  • Would that I were a bird!
  • Were I a bird!

এবং একে Assertive এ পরিণত করলে দাঁড়ায়-

Assertive
  • I wish I were a bird!

অর্থাৎ-

Exclamatory: If I were a bird!
Exclamatory: Would that I were a bird!
Exclamatory: were I a bird!
Assertive: I wish I were a bird.

তাহলে নিশ্চয় স্পষ্টভাবেই বুঝতে পেরেছ- Assertive থেকে Exclamatory ও Exclamatory থেকে Assertive করতে কোথায় কি পরিবর্তন করতে হবে। বলা নিষ্প্রয়োজন যে, Subject ‘I’ স্থলে অন্য যে কোন কিছু হতে পারে।

এবার আরো কিছু উদাহরন অনুসরন কর-

More Examples

Assertive: I wish I were a child again.
Exclamatory: If I were a child again!

Assertive: I wish I had been rich.
Exclamatory: Had I been rich!

Assertive: I wish I were a king.
Exclamatory: Would that I were a king!

Exclamatory to Assertive

Exclamatory: Had I possessed a lot of wealth!
Assertive: I wish I had possessed a lot of wealth.

Exclamatory: If I were the prime minister of Bangladesh!
Assertive: I wish I were the prime minister of Bangladesh.

list

Rule-5: Interjection যুক্ত Exclamatory

আমরা জানি, Exclamatory sentence বিভিন্ন ধরনের আবেগ প্রকাশ করে। এ আবেগগুলোর মধ্যে তিন ধরনের আবেগই প্রাধান্য পায়, বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্রে। এ আবেগগুলো হল-

  • আনন্দ বা joy
  • দুঃখ-কষ্ট বা sorrow
  • বিষ্ময় বা wonder/surprise

যাই হোক, প্রায়শঃই এ আবেগগুলো প্রকাশের জন্য sentence এর শুরুতে বিভিন্ন Interjection যুক্ত থাকে। অনেক সময় এই Interjection গুলো দেখেও বুঝা যায়, sentence টিতে কোন আবেগটি প্রকাশ পেয়েছে। নিচের Table টি লক্ষ্য কর-

আবেগ Interjections Example
আনন্দ Hurrah! Bravo! Huzza! Hurrah! Bangladesh Team has won!
দুঃখ-কষ্ট Alas! Ah! Alas! All the crops are damaged!
বিষ্ময় Oh! Ah! Oh! What a sunny day!

যাই হোক, sentence গুলোতে Injection থাকুক বা না থাকুক, আমরা যদি দেখি যে, এগুলো দ্বারা উপরের তিনটি Idea থেকে কোন একটি প্রকাশ পেয়েছে এবং এগুলো উপরে বর্ণিত কোন একটি Rule এ (Rule: 1 to 4) ও পড়েনা; তাহলে নিম্নের উপায় অবলম্বন করে এদেরকে Exclamatory থেকে Assertive করা যাবে।-

উল্লেখ্য, sentence এ Interjection থাকলে Interjection এর বদলে এবং Interjection না থাকলে এমনিতেই sentence এর শুরুতে নিম্নের phrase গুলো বসাতে হবে, তারপর মূল sentence টি বসাতে হবে-

  • আনন্দ: It is a matter of joy that
  • দুঃখ-কষ্ট: It is a matter of sorrow that
  • বিষ্ময়: It is a matter of wonder/surprise that

উদাহরনগুলো ভালভাবে লক্ষ্য কর-

Exclamatory to Assertive

Exclamatory: Alas! He dies a premature death!
Assertive: It is a matter of sorrow that he dies a premature death.

  • Interjection ‘Alas!’ যুক্ত বলে sentence টি দুঃখ প্রকাশক। সুতরাং ‘Alas!’ এর বদলে Assertive sentence টির শুরুতে ‘It is a matter of sorrow that’ বসেছে।
  • মূল sentence টি অর্থাৎ ‘He dies a premature death’ বসেছে।
  • Exclamation mark (!) উঠে Full stop (.) বসেছে।

Exclamatory: Bravo! We’re going on a picnic today!
Assertive: It is a matter of joy that we’re going on a picnic today.

Exclamatory: Ah! We are now in the kingdom of cloud!
Assertive: It is a matter of wonder that we are now in the kingdom of cloud.

Exclamatory: His business is already collapsed!
Assertive: It is a matter of sorrow that his business is already collapsed.

Exclamatory to Assertive

Assertive: It is a matter of sorrow that all his money is lost.
Exclamatory: Alas! All his money is lost!

  • Sentence টি দ্বারা দুঃখ-কষ্ট বুঝাচ্ছে বলে শুরুতে Interjection ‘Alas!’ বসেছে Exclamation mark (!) সহ।
  • মূল sentence টি অর্থাৎ ‘All his money is lost’ বসেছে। লক্ষনীয় Interjection এর পরে মূল Sentence টি সর্বদা Capital letter দিয়ে শুরু হয়।
  • Full stop (.) উঠে মূল sentence টির শেষে Exclamation mark (!) বসেছে।

Assertive: It is a matter of joy that our team has scored a goal.
Exclamatory: Hurrah! Our team has scored a goal!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *