Affirmative sentence থেকে Negative এ পরির্তন: সূচনা

line_style

Affirmative থেকে Negative এ পরিবর্তনঃ এখান থেকে শুরু কর

আমরা জানি Assertive sentence হল সাধারন বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। এই Assertive sentence দুই ধরনের-

  • Affirmative (হ্যাঁ-বোধক): এমন Assertive sentence যাতে not, no, never ইত্যাদি ‘না জাতীয়’ Word নেই। যেমন- I always prefer train-traveling, আমি সর্বদাই ট্রেন ভ্রমন পছন্দ করি।
  • Negative (না-বোধক): এমন Assertive sentence যাতে not, no, never, none, nobody, nothing ইত্যাদি ‘না জাতীয়’ Word থাকে। যেমন- I do not like over-talking, আমি অতিরিক্ত কথা বলা পছন্দ করিনা।

Transformation of sentence বা এক Sentence থেকে অন্য Sentence এ পরিবর্তন/রূপান্তর একটি Favorite Grammar item যা থেকে সচরাচর Academic exam সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকে।

আমাদের Transformation of sentence এর অংশ হিসাবে এই lesson এ আমরা Affirmative sentence কে Negative sentence এ পরিবর্তনের কলাকৌশলগুলো তুলে ধরব।



Affirmative sentence হল হ্যাঁ জাতীয় বাক্য যা ইতিবাচক ধারনা দেয় এবং যাতে ‘না’ প্রকাশক Word নেই।

পক্ষান্তরে, Negative sentence হল না জাতীয় বা নেতিবাচক বাক্য যাতে ‘না’ প্রকাশক Word থাকে।

সুতরাং এই lesson এ আমাদের মূল কাজ হল- হ্যাঁ-জাতীয় (Affirmative) একটি Sentence কে না-জাতীয় (Negative) এ পরিণত করে ফেলা।
এখন প্রশ্ন হল, একটি Affirmative sentence কে Negative এ পরিণত করে ফেলার মূল কৌশলটা কি?
কৌশলটি হল, sentence টির Helping verb এর সাথে ‘not’ যোগ করে দেওয়া।

চল analyze করা যাক,

হ্যাঁ-জাতীয় Sentence (Affirmative) কে না-জাতীয় (Negative) এ পরিণত করে ফেলা

Assertive sentence এর structure হল-

Subject + Verb +……

আরো নির্দিষ্টভাবে-

Subject + Principal verb +…… .

আর, sentence টিতে Helping verb থাকলে-

Subject + Helping Verb + Principal verb +…… .

একে না-বোধক বা Negative এ পরিণত করলে দাঁড়ায়-

Subject + Helping Verb + not + Principal verb +…… .

[উল্লেখ্য, Helping verb না থাকলেও Helping verb হিসাবে do/does/did আনতে হবে যা পরে আলোচ্য।]

যেমন-

Assertive: He is working in the field. সে মাঠে কাজ করছে।
Interrogative: He is not working in the field. সে মাঠে কাজ করছেনা।

এই হল Affirmative sentence কে না-বোধক বা- Negative এ পরিণত করার মূলসূত্র।

কিন্তু, এক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়ে গেল, কারন-

Aff: সে মাঠে কাজ করছে।
Neg: সে মাঠে কাজ করছেনা।)

Grammar এর Transformation of sentence এর দাবী এটাই যে Affirmative থেকে Negative এ পরিবর্তনের পরেও অর্থের পরিবর্তন হবেনা, একই থাকবে।
তাহলে কিভাবে অর্থ অপরিবরর্তিত রেখে Negative করা যায়?

অর্থ অপরিবরর্তিত রেখে Affirmative থেকে Negative করার বিভিন্ন Rule/ কলাকৌশল আছে। সবগুলো Rules পরবর্তী Lesson এ একত্রিত করা হয়েছে। সবচেয়ে Common, সরল এবং basic Rule টি হল-

  • A: Affirmative sentence টির Helping verb এর সাথে not যোগ করে নেওয়া।
  • B: সম্ভাব্য একটি Word কে বিপরীত করে নেওয়া। এর ফলে অর্থ বিপরীত হবেনা।

যেমন-

Assertive: The boy is weak in English. ছেলেটি ইংরেজিতে দুর্বল
Interrogative: The boy is not strong in English. ছেলেটি ইংরেজিতে সবল নয়।

স্পষ্টত: Helping verb ‘is’ এর সাথে ‘not’ বসেছে এবং ‘weak’ এর বিপরীত word ‘strong’ বসেছে।

Assertive: Dhaka is an old city. ঢাকা পুরনো শহর।
Interrogative: Dhaka is not a new city. ঢাকা নতুন শহর নয়।

Assertive: The old man walks fast. বৃদ্ধ লোকটি দ্রুত হাঁটে।
Interrogative: The old man does not walk slowly. বৃদ্ধ লোকটি আস্তে হাঁটেনা।

Note: মনে রেখ, sentence এ সম্ভাব্য বিপরীত word থাকলেই শুধুমাত্র এ ভাবে Negative করা সম্ভব। এর বাইরেও অন্যান্য Rule আছে যা পরবর্তী lesson এ অন্তর্ভূক্ত করা হয়েছে।

পরবর্তী lesson এ যেতে নিচের লিঙ্ক অনুসরন কর-


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *