Active voice থেকে Passive এ change: সাধারন rule গুলো সর্বদা স্মরনীয়

এই Lesson এ আমরা Active থেকে Passive এ পরিবর্তনের সমস্ত Common rule গুলো উপস্থাপন করব। যারা Active/Passive সংশ্লিষ্ট আমদের পূর্ববর্তী সূচনামূলক (Introductory) lesson টি পড়নি, তারা নিচের Link এ Click করে আগে পড়ে নাও।

আমরা জানি Active থেকে Passive এ পরিবর্তন হয় প্রথমত এবং প্রধানত Transitive verb যুক্ত Sentence এর। অর্থাৎ যে Sentence এর Object আছে সেগুলোর এবং এরূপ sentence এর সাধারন গঠনটা নিম্নরূপ-

Subject + Transitive verb + Object

আমরা Rule গুলো শুরু করব এরকম একটি সহজ-সরল Assertive sentence এর উদাহরন দিয়ে। উল্লেখ্য, আমরা ব্যতিক্রম সহ সম্ভাব্য সকল Rule ই ধারাবাহিকভাবে Lesson-wise উপস্থাপন করেছি।

Active: He buys a toy. সে একটি খেলনা ক্রয় করে।
Passive: A toy is bought by him. একটি খেলনা ক্রয় করা হয় তার দ্বারা।

এখন দেখা যাক sentence দুটিতে গঠনগত পরিবর্তন কি কি হয়েছে-

Active
He buys a toy
Sub Main verb object
Passive
A toy is bought by him
Obj. to Sub. Helping verb Main verb (V3) by (Preposition) Sub. to Obj.

সুতরাং আমরা দেখতে পাই যে একটি Simple Assertive sentence কে Active থেকে Passive করতে নিম্নলিখিত ৫ ধরনের পরিবর্তন ধারাবাহিকভাবে একযোগে করতে হয় যা, এক কথায়, Voice changing এর মূল ভিত্তি-

  1. Object এর Subject রূপ দেওয়া।
  2. Helping verb (to be form) বসানো।
  3. Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন।
  4. আবশ্যিকভাবে একটি Preposition (সাধারনত by) বসানো।
  5. Subject এর Object রূপ দেওয়া।

আরো বিস্তারিতভাবে

  1. Object এর Objective case কে Nominative case এ পরিবর্তন করে Subject হিসাবে প্রথমে বসাতে হবে; Subject সব সময় Nominative case হয়।
  2. Helping verb অবশ্যই বসাতে হবে Active voice এ থাক বা না থাক। এক্ষেত্রে ‘Be’ verb কে combine করে বসাতে হবে যা পরবর্তিতে clarify করা হয়েছে।
  3. Principal verb বা Main verb (যা একটি Transitive verb) অবশ্যই শুধুমাত্র Past participle (V3) form এর হবে।
  4. Sentence এর অর্থকে সমন্বয় করতে একটি Preposition (সাধারনত by) বসবে। ব্যতিক্রমভাবে, with, to, in, at ইত্যাদিও বসতে পারে।
  5. Subject এর Nominative case কে Objective case এ পরিবর্তন করে Object হিসাবে বসাতে হবে; Object সব সময় Objective case হয়।

এখন আমরা এ Common পরিবর্তনের বিষয়গুলো details বুঝিয়ে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তালিকা আকারে উপস্থাপন করব।

(1) Object থেকে Subject এ পরিবর্তন
(5) Subject থেকে Object এ পরিবর্তন

Object থেকে Subject এ পরিবর্তন (step-1) এবং Subject থেকে Object এ পরিবর্তন (step-5) সহজেই একটিমাত্র Table এ উপস্থাপন করা যায়।

English Grammar এর Case এর দৃষ্টিকোন থেকে-

Subject সব সময় হয় Subjective case বা Nominative case
Object সব সময় হয় Objective case

কিন্তু Subject বা Object টি যদি Noun বা Noun Equivalent (Noun এর সমতুল্য) হয়, তবে সেটা Subject হিসাবে বসুক বা Object হিসাবে, তার কোন পরিবর্তন হবেনা। কারন Noun এর Nominative case ও Objective case মূলতঃ একই। যেমন-

Subject/
Nominative case
Object/
Objective case
Shihab Shihab
The students The students
Our school Our school
My father My father

আর Pronoun এর ক্ষেত্রে, নিম্নের Table এ প্রদর্শিত Personal Pronoun গুলোই শুধু এককভাবে Subject/Object হিসাবে বসে যা পরিবর্তনযোগ্য। অন্যান্য Pronoun গুলো এককভাবে Subject/Object হিসাবে বসলেও (some, many, any ….) সেগুলোর পরিবর্তন করতে হবেনা।-

Subject/
Nominative case
Object/
Objective case
I me
we us
you (singular) you (singular)
you (plural) you (plural)
he him
she her
they them
it it

Possessive case (my, our, your, his ….) যদি Subject/Object হিসাবে Noun এর পূর্বে বসে তবে তার পরিবর্তন হবেনা। (Possessive + Noun) অংশটি Noun phrase হিসাবে পরিবর্তন ছাড়া বসবে। যেমন- My teacher (subject) থেকে My teacher (object)

(2) Helping verb বসানো

Active sentence এর Object কে Passive voice এ Subject করার পর অবশ্যই নিয়মানুযায়ী Helping verb বা Auxiliary verb বসাতে হবে। Helping verb বসানোর ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনা করতে হবে-

  • Verb এর Tense
  • Passive subject এর Number (singular or plural)

কিন্তু Tense কে হিসাবে না রেখে শুধুমাত্র Verb দেখে বা Auxiliary verb এবং Principal verb অনুসরন করেও Passive voice এ যথার্থ Helping verb বসানো যায়। আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিটিই দুইটি ধাপে অনুসরন করব।

Step-1: Active voice এ শুধু Principal verb থাকলে

যদি Active voice এ Helping verb না থাকে তবে Principal verb টি শুধুমাত্র ২ ভাবে থাকতে পারে-

  • Present form: base form অথবা s/es form উভয়ই; যেমন-eat বা eats
  • Past form: যেমন- ate

এরূপ ক্ষেত্রে নিচের ছক অনুসারে Auxiliary verb হবে-

Active voice Passive voice
Principal verb (Present form) Helping verb হিসাবে বসবে am/is/are
Principal verb (Past form) Helping verb হিসাবে বসবে was/were
Step-2: Active voice এ Helping verb থাকলে

Active voice এ Helping verb থাকলে Helping verb দেখেই নিম্নরূপে পরিবর্তিত Helping verb বসাব-

Active voice Passive voice
do/does am/is/are
did was/were
am/is/are am being/is being/are being
was/were was being/were being
have/has have been/has been
had had been
shall/will shall be/will be
Modal verb (can, could, may, might, should, would, must, ought to…) Modal verb + be (ধারাবাহিভাবে can be, could be, may be, might be, should be, would be, must be, ought to be…)
have been/has been have been being/has been being
had been had been being
Modal + be Modal + be being
Modal + have Modal + have been
have to/has to have to be/has to be
have to/has to have to be/has to be
am to/is to/are to am to be/is to be/are to be
*am going to/is going to/are going to am going to be/is going to be/are going to be
*was going to/were going to was going to be/were going to be

Note: am going to, is going to, are going to, was going to, were going to যদিও Helping verb নয়, কার্যতঃ (in functionality) এরা Helping verb এর মতই। অন্ততঃ Voice changing এ এদেরকে Helping verb এর মতই treat করা যায়। Active mode এ এদের পরে সর্বদা Principal verb এর base form বসে।

(3) Principal verb এর Past participle (V3) form

এক্ষেত্রে কোথাও কোন ব্যতিক্রম নেই। সর্ব অবস্থায়, সকল ক্ষেত্রে Principal verb টির Past participle form (V3) বসবে। যে কোন ভাল Grammar বই এর Conjugation chapter থেকে Verb এর (Present-Past-Past participle) বা (V1-V2-V3) form গুলো সুস্পষ্টভাবে মুখস্ত করে নিতে হবে। এর কোন বিকল্প নেই।

(4) Preposition বসানো

Preposition সাধারণত ‘by’ বসে।

ব্যতিক্রম ক্ষেত্রে to, at, with, in বসতে পারে।

Examples

Active: I know the boy.
Passive: The boy is known to me.

Active: His death shocked me.
Passive: I was shocked at his death.

Active:The flies annoy me.
Passive: I am annoyed with the flies.

Active:The Daily Star published the news.
Passive:The news was published in the Daily Star.

সংশ্লিষ্ট lesson এ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

যাই হোক, আমরা উপরোক্ত Common rule গুলোকে Voice changing এর ভিত্তি ধরে Voice পরিবর্তনের কলাকৌশলগুলোকে (tricks) নিচের তালিকে অনুসারে বিভিন্ন Lesson এ ভাগ করে উপস্থাপন করেছি। Lesson গুলোতে প্রবেশ করার পূর্বে উপরোক্ত Rule গুলো বার বার পড়ে নেওয়া অপরিহার্য।

List of all Voice Changing tricks

  1. সাধারন Assertive sentence (শুধু Principal verb যুক্ত)
  2. সাধারন Assertive sentence (Helping verb + Principal verb যুক্ত)
  3. Double Object যুক্ত Assertive
  4. Factitive verb যুক্ত Assertive
  5. Cognate Object যুক্ত Assertive
  6. Reflexive Pronoun যুক্ত sentence
  7. Phrasal verb যুক্ত sentence
  8. S+V+O ছাড়াও অন্যান্য উপাদান যুক্ত sentence
  9. Subject ও Object এর সাথে Participle phrase যুক্ত sentence
  10. Helping verb দিয়ে শুরু Interrogative
  11. (WH-word + Helping verb + Subject + Principal Verb) যুক্ত Interrogative
  12. (WH-word + Verb+ Object) যুক্ত Interrogative
  13. Who/Whom দিয়ে শুরু Interrogative
  14. V + Object যুক্ত Imperative
  15. Don’t/Never দিয়ে শুরু Imperative
  16. (Verb + Indirect Object + Direct Object) যুক্ত Imperative
  17. Dative of Interest যুক্ত Imperative
  18. Let যুক্ত Imperative
  19. Infinitive and Bare Infinitive
  20. Quasi-passive
  21. দীর্ঘ Assertive sentence
  22. একাধিক Clause যুক্ত Assertive
  23. Passive এ ‘by’ ছাড়া অন্যান্য Preposition
assessmentTest yourself

এখন উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে Active/Passive এর common rule সংক্রান্ত নিচের Quiz টাতে অংশগ্রহন কর । Score কম হলে Retake Quiz এ click কর এবং বার বার দাও, যতক্ষন না score ১০০% হয় ।

Quiz area

favorite Welcome to your Quiz

‘Common rules for changing Active voice to Passive’
 
  • এই Quiz এ ১০ টি MCQ questions আছে
  • প্রতিটিতে ১ নম্বর, মোট ১০ নম্বর
  • মোট সময়: ২ মিনিট
  • প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
  • উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
  • Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
  • Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
  • ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
  • ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *