07. Active থেকে Passive: Phrasal verb যুক্ত Assertive
Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ৭ম Lesson টিতে আমরা Phrasal verb যুক্ত Assertive sentence উপস্থাপন করব।
আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure নিম্নরূপ-
Subject + Phrasal Verb + Object
Related Links
Active to Passive: সকল Assertive এর Rule
- 01. সাধারন Assertive sentence (শুধু Principal verb যুক্ত)
- 02. সাধারন Assertive (Helping verb + Principal verb) যুক্ত
- 03. Double Object যুক্ত Assertive
- 04. Factitive verb যুক্ত Assertive
- 05. Cognate Object যুক্ত Assertive
- 06. Reflexive Pronoun যুক্ত sentence
- 07. Phrasal verb যুক্ত sentence
- 08. S+V+O ছাড়াও অন্যান্য উপাদান যুক্ত sentence
- 09. Subject ও Object এর সাথে Participle phrase যুক্ত sentence
Active to Passive: Phrasal verb যুক্ত Assertive
Phrasal verb সম্পর্কে আমাদের সংশ্লিষ্ট Lesson থেকে বিস্তারিত দেখে নাও। সংক্ষেপে বলা যায়-
Subject | Phrasal Verb | Object |
---|---|---|
He | looks after | his parents |
এই Passive এর structure এ প্রবেশ করার পূর্বে চল সাধারন Assertive sentence (Sub + Verb + Object) এর Passive Rule টা আর একবার স্মরন করে নিই-
ধারাবাহিকভাবে-
- Object এর Subject রূপ দেওয়া।
- যথার্থ Helping verb (to be form) বসানো।
- Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন।
- আবশ্যিকভাবে একটি Preposition (সাধারনত by) বসানো।
- Subject এর Object রূপ দেওয়া।
Phrasal verb যুক্ত Assertive sentence কেও একইভাবে Passive করতে হবে।তবে, বিশেষভাবে Preposition বা/এবং Adverb যুক্ত phrasal verb টিকে চিহ্নিত করতে পারতে হবে যা হতে পারে ২/৩/৪ টি word এর phrase। দীর্ঘ sentence এ phrasal verb কে Object এর সাথে গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে। Phrasal verb টিকে চিহ্নিত করে verb এর Past participle form সহ অন্যান্য অংশ অপরিবর্তিত রেখে উপরোক্ত Rule এ Principal verb এর স্থানটিতে বসিয়ে দিলেই Passive হয়ে যায়।
এখন চল নতুন একটি উদাহরনসহ Phrasal verb যুক্ত sentence এর Active ও Passive এর structure টা দেখে নিই-
Subject | Phrasal Verb | Object |
---|---|---|
She | puts up with | such an insult |
Obj. to Sub. |
Help. V | Phrasal verb এর (V3) | Prep. (by) | Sub. to Obj. |
---|---|---|---|---|
Such an insult |
is | put up with |
by | her |
- Verb এর পর Preposition থাকলেই সেটা Phrasal verb নাও হতে পারে, তা হতে পারে Prepositional verb; এক্ষেত্রেও তুমি একইভাবে Passive করতে পার।
- Phrasal verb বা Prepositional verb টি হতে পারে Transitive অথবা Intransitive; তবে তুমি শুধু Transitive এর ক্ষেত্রেই Passive করতে পারবে।
এখন আরো কয়েকটি Example নিই। Underline করা Phrasal verb এর ব্যবহার লক্ষ্য কর-
- The rich look down upon the poor- ধনীরা গরীবদের অবজ্ঞা করে।
- They are setting up a hospital- তারা একটি হাসপাতাল প্রতিষ্ঠা করিতেছে।
- Internet brought about a revolution- ইন্টারনেট বিপ্লব বয়ে এনেছে।
- She has turned off the light- সে লাইটটি বন্ধ করেছে।
- The orphan boy cannot go on with his study- এতিম ছেলেটি লেখাপড়া চালিয়ে যেতে পারেনা।
- Grandmother brought up the girl- দাদী মেয়েটিকে লালন পালন করেন।
এবার উদাহরনগুলোর সমাধান দেখ এবং এই Lesson থেকে তোমার অর্জিত অভিজ্ঞতার আলোকে মিলিয়ে নাও-
Active: The rich look down upon the poor.
Passive: The poor are looked down upon by the rich.
Active: They are setting up a hospital.
Passive: A hospital is being set up by them.
Active: Internet brought about a revolution.
Passive: A revolution was brought about by internet.
Active: She has turned off the light.
Passive: The light has been turned off by her.
Active: The orphan boy cannot go on with his study.
Passive: His study cannot be gone on with by the orphan boy.
Active: Grandmother brought up the girl.
Passive: The girl was brought up by grandmother.
আশা করছি তোমরা Phrasal verb যুক্ত Assertive sentence এর Voice changing এর কৌশলটা ভালভাবে আয়ত্ব করতে পেরেছ।
(Subject + Phrasal verb + Object) দ্বারা গঠিত Assertive sentence কে Passive করতে-
- সাধারন Assertive sentence এর Rule অনুসরন কর।
- Phrasal verb টিকে ভালভাবে চিহ্নিত করে নাও।
- মূল verb টির V3 form সহ অন্যন্য অংশ অপরিবর্তিত রেখে যথাযথ স্থানে বসিয়ে দাও।
এবার Phrasal verb যুক্ত Assertive sentence নিয়ে গঠিত নিচের Exercise গুলো Try কর। তোমার Trial শেষ হলে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- You should call in a doctor.
- They don’t carry out king’s order.
- I didn’t shut down the window.
- He went through a bad time.
- The nation must do away with this law.
Quiz area
‘Active to Passive: Assertive with Phrasal verb’
- এই Quiz এ ৫টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ৫ নম্বর
- মোট সময়: ১ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।