05. Active থেকে Passive এ change: Cognate Object যুক্ত Assertive
Voice changing বা Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ৫ম Lesson টিতে আমাদের presentation টি Cognate Object যুক্ত Assertive sentence নিয়ে।
Cognate Object যুক্ত Assertive sentence দেখতে সাধারন Assertive sentence এর মতই। অর্থাৎ, (Subject + Verb + Object) যুক্ত sentence যেভাবে করতে হয়, Cognate Object যুক্ত sentence গুলোও তেমনিভাবে করতে হবে। তবে, এই sentence গুলো যে কারনে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ তা next step এ clarify করা হবে। তোমরা প্রয়োজনে পূর্ববর্তী Lesson গুলো visit করে আসতে পার (Link নিচে)-
আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure নিম্নরূপ-
Subject + Verb + Cognate Object
Related Links
Active to Passive: সকল Assertive এর Rule
- 01. সাধারন Assertive sentence (শুধু Principal verb যুক্ত)
- 02. সাধারন Assertive (Helping verb + Principal verb) যুক্ত
- 03. Double Object যুক্ত Assertive
- 04. Factitive verb যুক্ত Assertive
- 05. Cognate Object যুক্ত Assertive
- 06. Reflexive Pronoun যুক্ত sentence
- 07. Phrasal verb যুক্ত sentence
- 08. S+V+O ছাড়াও অন্যান্য উপাদান যুক্ত sentence
- 09. Subject ও Object এর সাথে Participle phrase যুক্ত sentence
Active to Passive: Cognate Object যুক্ত Assertive
আমরা জানি, Voice changing টা Transitive verb এরই ব্যাপার স্যাপার। Transitive verb অর্থাৎ যে verb এর Object আছে, সেরূপ verb যুক্ত sentence ই Passive এ পরিবর্তনের যোগ্য।
কিন্তু ব্যতিক্রমভাবে,
এখন উদাহরনসহ এ ধরনের sentence এর structure টা দেখে নিই-
Subject | Verb (Intr. to Tran.) | Cognate Object |
---|---|---|
He | ran | a long race |
সে | দৌড়াল | দীর্ঘ দৌড় |
‘run’ verb টি Intransitive হওয়া সত্ত্বেও ‘run’ থেকে উৎপন্ন Noun ‘race’ Object হিসাবে ব্যবহৃত হওয়ায় ‘run’ verb টি Transitive হয়ে গেছে।
যা হোক, এ ধরনের Cognate Object যুক্ত sentence এর আরো এক গুচ্ছ উদাহরন নিই। underline করা verb টির পূর্বে Subject ও পরে Cognate Object টি ভালভাবে লক্ষ্য কর-
- run: He is running a long race. (সে দীর্ঘ দৌড় দৌড়াচ্ছে)
- Sleep: She is sleeping a deep sleep. (সে গভীর ঘুম ঘুমাচ্ছে)
- dream: I dreamt a terrible dream. (আমি একটি ভয়ংকর স্বপ্ন দেখলাম)
- walk: They walked a long way. (তারা দীর্ঘ পথ হাঁটল)
- sing: The boy has sung a sweet song. (ছেলেটি একটি মধুর গান গেয়েছে)
- fight: They fought a dreadful fight. (তারা ভয়ানক লড়াই লড়ল)
- live: My grandfather lived a long life. (আমার দাদা দীর্ঘ দিন বেঁচে ছিলেন)
এ ধরনের sentence কে Passive করার নিয়মগুলো আগেই আলোচনা করা হয়েছে (উপরে Link দেওয়া আছে)। এগুলোর Passive সাধারণ (Subject + Verb + Object) যুক্ত Assertive sentence এর মতই। চল এদের Active ও Passive এর structure টা পুনরায় দেখে নিই-
Subject | Verb | Cognate Object |
---|---|---|
He | ran | a race |
Obj. to Sub. | Help. verb | Prin. V (V3) | Prep. | Sub. to Obj. |
---|---|---|---|---|
a race | was | run | by | him |
ধারাবাহিকভাবে-
- Cognate Object এর Subject রূপ দেওয়া।
- Helping verb (to be form) বসানো।
- Principal verb কে Past participle (V3) তে পরিবর্তন।
- আবশ্যিকভাবে একটি Preposition (সাধারনত by) বসানো।
- Subject এর Object রূপ দেওয়া।
এখন উপরোক্ত example গুলোর সমাধান দেখ এবং বর্তমান lesson থেকে তোমার অর্জিত experience এর আলোকে মিলিয়ে নাও-
Active: He is running a long race.
Passive: A long race is being run by him.
Active: She is sleeping a deep sleep.
Passive: A deep sleep is being slept by her.
Active: I dreamt a terrible dream.
Passive: A terrible dream was dreamt by me.
Active: They walked a long way.
Passive: A long way was walked by them.
Active: The boy has sung a sweet song.
Passive: A sweet song has been sung by the boy.
Active: They fought a dreadful fight.
Passive: A dreadful fight was fought by them.
Active: My grandfather lived a long life.
Passive: A long life was lived by my grandfather.
আশা করছি তোমরা Cognate Object যুক্ত Assertive sentence এর Voice changing এর কৌশলটা ভালভাবে আয়ত্ব করতে পেরেছ।
এবার Cognate Object যুক্ত sentence এর নিচের Exercise গুলো Try কর। তোমার Trial শেষ হলে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- The workers slept a sound sleep.
- The Bangladeshi soldiers fought a heroic fight.
- I am going to walk a challenging way.
- Dina sang a ‘vatiali’ song.
- He ran a marathon race.
Quiz area
‘Active to Passive: Assertive with Cognate Object’
- এই Quiz এ ৫টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ৫ নম্বর
- মোট সময়: ১ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।