04. Active থেকে Passive এ পরিবর্তন: Factitive verb যুক্ত Assertive
Voice পরিবর্তন বা Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ৪র্থ Lesson টিতে আমরা Factitive verb যুক্ত Assertive sentence নিয়ে deal করব।
আমাদের বর্তমান ধারার পূর্ববর্তী (৩য়) Lesson টিতে আমরা Double Object যুক্ত Assertive sentence এর Voice changing নিয়ে আলোচনা করেছি। বর্তমান Lesson টি পূর্ববর্তী Lesson টির সাথে সরাসরি সম্পর্কযুক্ত। Factitive verb যুক্ত sentence দৃশ্যতঃ Double Object এর মতই। Voice changing এ সামান্য পার্থক্য আছে। তাই Suggest করছি, তোমরা পূর্ববর্তী Lesson টা আগে grasp কর (Link নিচে)।
আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure নিম্নরূপ-
Subject + Factitive Verb + Object + Objective complement
Related Links
Active to Passive: সকল Assertive এর Rule
- 01. সাধারন Assertive sentence (শুধু Principal verb যুক্ত)
- 02. সাধারন Assertive (Helping verb + Principal verb) যুক্ত
- 03. Double Object যুক্ত Assertive
- 04. Factitive verb যুক্ত Assertive
- 05. Cognate Object যুক্ত Assertive
- 06. Reflexive Pronoun যুক্ত sentence
- 07. Phrasal verb যুক্ত sentence
- 08. S+V+O ছাড়াও অন্যান্য উপাদান যুক্ত sentence
- 09. Subject ও Object এর সাথে Participle phrase যুক্ত sentence
Active to Passive: Factitive verb যুক্ত Assertive
Factitive verb নিয়ে আমরা সংশ্লিষ্ট Lesson এ details আলোচনা করেছি। সংক্ষেপে বলতে গেলে,
Subject | Factitive Verb | Object | Objective complement |
---|---|---|---|
The nation | elected | him | president |
এ ধরনের sentence দেখে এটাকে Double Object এর sentence বলে ভুল হতে পারে, কিন্তু আদতে তা নয়। এ ধরনের sentence কে identify করার কৌশলটা এই lesson এর পরবর্তি ধাপে শিখিয়ে দেওয়া হবে।
এই Passive এর structure এ প্রবেশ করার পূর্বে চল সাধারন Assertive sentence (Sub + Verb + Object) এর Passive Rule টা আর একবার স্মরন করে নিই-
ধারাবাহিকভাবে-
- Object এর Subject রূপ দেওয়া।
- Helping verb (to be form) বসানো।
- Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন।
- আবশ্যিকভাবে একটি Preposition (সাধারনত by) বসানো।
- Subject এর Object রূপ দেওয়া।
Subject | Factitive Verb |
Object | Objective complement |
---|---|---|---|
I | call | the cat | Pushy |
একে Passive করার কৌশল হল Factitive verb পরবর্তী Object টাকেই Subject করতে হবে, Objective complement টা Passive structure এ verb এর পরে অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। Objective complement কে কখনো Subject করা যাবেনা।
এখন Passive structure টা দেখে নাও-
Obj. to Sub. |
Help. V | Fact. verb (V3) |
Obj. complement |
Prep. (by) |
Sub. to Obj. |
---|---|---|---|---|---|
The cat | is | called | Pushy | by | me |
অর্থাৎ ধারাবাহিকভাবে-
- Factitive verb পরবর্তী Object কে Subject এ রূপ দিতে হবে।
- যথার্থ Helping verb বসাতে হবে।
- Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন করে বসাতে হবে।
- Objective complement টি অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে।
- Preposition by বসাতে হবে।
- Subject এর Object রূপ দিতে হবে।
লক্ষ্য কর–
Active: The players selected Omar goal keeper.
Passive (Incorrect): Goal keeper was selected Omar by the players.
Passive (Correct): Omar was selected goal keeper by the players.
এখন চল আরো একটি উদাহরন নিয়ে ব্যখ্যা বিশ্লেষন করি–
Active: The police proved her pickpocket.
Passive: She was proved pickpocket by the police.
- Object to Subject: Active voice এর Object (her) টি পরিবর্তিত হয়ে Passive voice এর Subject (she) হয়েছে।
- Helping Verb: Active voice এর Principal verb টি past form (proved) বলে Helping verb হিসাবে was/were থেকে she এর সাথে was বসেছে (যেহেতু Passive-subject টি Third person-singular)।
- Principal verb (V3): Principal verb ‘prove’ এর V3 বা Past participle form ‘proved’ বসেছে।
- Objective complement: এখানে Objective complement ‘pickpocket’ অপরিবর্তিত অবস্থায় বসেছে।
- Preposition: যথারীতি Preposition ‘by’ বসেছে।
- Subject to Object: Active voice এর Subject (The police) টি Noun বলে Passive voice এ Object হিসাবে অপরিবর্তিত রয়েছে।
এখন আরো কয়েকটি উদাহরন দেখ এবং বর্তমান lesson থেকে তোমার অর্জিত experience এর আলোকে মিলিয়ে নাও-
Active: We have made Jafar our group leader.
Passive: Jafar has been made our group leader by us.
Active: People declared her great woman.
Passive: She was declared great woman by people.
Active: Nepoleon proclaimed him emperor.
Passive: Nepoleon was proclaimed emperor by him.
Active: They imagine the world a global village.
Passive: The world is imagined a global village by them.
Active: The members consider him a outsider.
Passive: He is considered a outsider by the members.
আশা করছি তোমরা Factitive verb যুক্ত Assertive sentence এর Voice changing এ দক্ষ হয়ে উঠেছ।
এবার আমাদের প্রতিশ্রুতি অনুসারে পূর্বের problem টা সামনে নিয়ে আসছি। তোমরা প্রশ্ন করতে পার- Factitive verb যুক্ত sentence কিভাবে সনাক্ত (identify) করব? কিভাবে বুঝব Sentence টি Double object যুক্ত sentence নাকি Factitive verb যুক্ত?
এর জন্য নিচের section টি ধৈর্য্য ধরে পড়-
Factitive verb যুক্ত sentence identify করার উপায়
প্রথমতঃ Factitive verb এর সংখ্যা খুব বেশী নয়। বহুল ব্যবহৃত (most-commonly used) Factitive verb হাতে গোনা কয়েকটি যা তুমি কয়েক মিনিটে আয়ত্ব করে নিতে পার। তালিকাটি অন্য lesson এ দিয়েছি, আবার দেখ এবং কয়েকবার পড়-
- make-বানানো
- call-ডাকা
- appoint-নিয়োগ দেওয়া
- choose-পছন্দমত বেছে নেওয়া
- elect-নির্বাচন করা
- select-বাছাই করা
- name-নাম দেওয়া
- prove-প্রমান করা
- designate-পদবী দেওয়া
- label-আখ্যা দেওয়া
- imagine-কল্পনা করা
- proclaim-ঘোষনা করা
- consider- বিবেচনা করা
- declare-ঘোষনা করা etc.
যে কোন একটি Factitive verb নাও (suppose-declare)। এটি দিয়ে Subject + Factitive verb + Object…. পর্যন্ত একটি sentence তৈরী কর, দেখবে যে তা অপূর্ণাঙ্গ/অসম্পূর্ণ (incomplete) মনে হচ্ছে। তা সম্পূর্ণ করতে অন্য একটি word অর্থাৎ Objective complement প্রয়োজন হচ্ছে।
যেমন- The man declared him- লোকটি নিজেকে ঘোষনা করল; কিন্তু ‘কি’ ঘোষনা করল- এই প্রশ্ন থেকে যায়। কিন্তু যদি বলি- The man declared him headman (মোড়ল); তাহলে sentence টি complete হয়। অর্থাৎ Objective complement (headman) যোগ না করা পর্যন্ত sentence টি অসম্পূর্ণ/বিদঘুটে শোনায়।
সুতরাং তুমি যদি এভাবে সম্ভাব্য sentence কে পরীক্ষা কর, তাহলে সহজেই Double object ও Factitive verb যুক্ত sentence আলাদা করতে পারবে।
(Subject + Factitive verb + Object + Objective complement) যুক্ত সাধারন Assertive sentence কে Passive করতে-
- Factitive verb পরবর্তী Object টাকেই Passive voice এর Subject করতে হবে।
- Objective complement টি Passive structure এ verb এর পরে অপরিবর্তিত অবস্থায় বসাবে।
- Objective complement কে কখনো Subject করা যাবেনা।
এবার (Subject + Factitive verb + Object + Objective complement) যুক্ত sentence এর নিচের Exercise গুলো নিজে নিজে Try কর। তোমার প্রচেষ্টা শেষে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- They nominated Khalid joint secretary.
- I consider Rabindranath a great poet.
- She calls this baby ‘particle of heaven’.
- He is going to appoint Mr. Kader chief advisor.
- The villagers named this station ‘Kanar Moor’.
Quiz area
‘Active to Passive-Assertive with Factitive verb’
- এই Quiz এ ৫টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ৫ নম্বর
- মোট সময়: ১ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
- ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।