02. Active থেকে Passive: Auxiliary ও Principal verb যুক্ত Assertive
Voice পরিবর্তন বা Active voice থেকে Passive voice এ পরিবর্তনের সম্ভাব্য কলাকৌশলগুলো (Tricks) Lesson-wise উপস্থাপনের ধারাবাহিকতায় বর্তমান ২য় Lesson টিতে আমরা (Auxiliary + Principal) verb যুক্ত Assertive sentence নিয়ে deal করব।
আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure নিম্নরূপ-
Subject + Helping Verb + Principal verb + Object
Related Links
প্রসঙ্গত, Voice changing এর সাধারন নিয়মকানুনগুলো (Common rules) আমরা অন্য একটি Lesson এ তুলে ধরেছি, যা প্রায় প্রতিটি Lesson এর জন্যই প্রযোজ্য। সেগুলো নিখুঁতভাবে মুখস্ত করে নেওয়া অপরিহার্য। সব কিছু বুঝে করার জন্যই এই মুখস্তটা প্রয়োজন। কিছু কিছু বিষয় তো আছে যা বিজ্ঞানীদেরও মুখস্ত রাখতে হয়।
Active to Passive: সকল Assertive এর Rule
- 01. সাধারন Assertive sentence (শুধু Principal verb যুক্ত)
- 02. সাধারন Assertive (Helping verb + Principal verb) যুক্ত
- 03. Double Object যুক্ত Assertive
- 04. Factitive verb যুক্ত Assertive
- 05. Cognate Object যুক্ত Assertive
- 06. Reflexive Pronoun যুক্ত sentence
- 07. Phrasal verb যুক্ত sentence
- 08. S+V+O ছাড়াও অন্যান্য উপাদান যুক্ত sentence
- 09. Subject ও Object এর সাথে Participle phrase যুক্ত sentence
Active to Passive: Auxiliary + Principal verb যুক্ত Assertive
সর্বপ্রথমে আমরা (Subject + Verb + Object) যুক্ত Assertive sentence কে Active থেকে Passive করতে যে Common সূত্রটি পূর্বোক্ত Lesson এ উপস্থাপন করেছি, তা স্মরন করে নিই-
Active থেকে Passive করতে নিম্নলিখিত ৫ ধরনের পরিবর্তন ধারাবাহিকভাবে একযোগে করতে হয়–
- Object এর Subject রূপ দেওয়া।
- Helping verb (to be form) বসানো।
- Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন।
- আবশ্যিকভাবে একটি Preposition (সাধারনত by) বসানো।
- Subject এর Object রূপ দেওয়া।
এখন এই Lesson এ আমরা যে ধরনের Sentence নিয়ে deal করতে যাচ্ছি (Subject + Auxiliary verb + Principal verb + Object), সে ধরনের sentence এর একগুচ্ছ উদাহরন নিই Lesson শেষে আমরা যার সহজ সমাধান পেয়ে যাব-
- I don’t like tea.
- Lima will sing a song.
- She has lost the keys.
- Anybody can lift it.
- He doesn’t read newspaper.
- Men are polluting the environment.
- Edison had invented electric bulb.
- The students didn’t get the message.
- You should not tell a lie.
- I have to learn this software.
লক্ষনীয়, উপরোক্ত সবগুলো Active Sentence ই আমাদের উপরোলিখিত Target structure কে অনুসরণ করে চলে। Active mode এ যা হল-
Subject | Helping Verb |
Principal Verb |
Object |
---|---|---|---|
I | don’t | like | tea |
Passive mode এ যার structure হল-
Obj. to Sub. |
Help. V. (changed) |
Prin. V. (V3) |
by (Prep.) |
Sub. to Obj. |
---|---|---|---|---|
Tea | isn’t | liked | by | me |
সুতরাং স্পষ্টতঃ দেখা যাচ্ছে যে, উপরে আমরা যে Active to Passive পরিবর্তনের Common সূত্রটি উল্লেখ করেছি, এই সূত্রটাও প্রায় একই রকমের; শুধু Active voice এর Helping verb দেখে Passive voice এর পরিবর্তিত (changed) Helping verb টি বসাতে হবে। আর Principal verb সর্ব অবস্থায় Past participle হবে Active voice এ যে ফর্মেই থাকুক না কেন।
আর Auxiliary বা Helping verb এর পরিবর্তনের List তো Common rules এর Lesson এ দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে List টা আবার Add করলাম-
Active voice | Passive voice |
---|---|
do/does | am/is/are |
did | was/were |
am/is/are | am being/is being/are being |
was/were | was being/were being |
have/has | have been/has been |
had | had been |
shall/will | shall be/will be |
Modal verb (can, could, may, might, should, would, must, ought to…) | Modal verb + be (ধারাবাহিভাবে can be, could be, may be, might be, should be, would be, must be, ought to be…) |
have been/has been | have been being/has been being |
had been | had been being |
Modal + be | Modal + be being |
Modal + have | Modal + have been |
have to/has to | have to be/has to be |
have to/has to | have to be/has to be |
am to/is to/are to | am to be/is to be/are to be |
*am going to/is going to/are going to | am going to be/is going to be/are going to be |
*was going to/were going to | was going to be/were going to be |
এই List অনুসরন করে Helping verb এর স্থানে পরিবর্তিত Helping verb টি বসিয়ে দিলেই হবে। অবশিষ্ট কাজ সাধারন সূত্রটি অনুসরন করেই করা যাবেে।
এখন চল ব্যখ্যা-বিশ্লেষন সহকারে দুটি question solve করি। আমরা Target example থেকে example 6 ও 10 নিব। তোমাদের বোঝার সুবিধার্থে sentence এর verb অংশটুকু underline করে দেখানো হল। ফলে বাম পাশের Subject এবং ডান পাশের Object টিও স্পষ্ট হয়েছে।
Active: Men are polluting the environment.
Passive: The environment is being polluted by men.
- Object to Subject: Active voice এর Object (the environment) টি Noun বলে Passive voice এর Subject হিসাবে অপরিবর্তিত রয়েছে।
- Helping Verb (changed): Active voice এর Helping verb টি am/is/are গ্রুপের বলে পরিবর্তিত হয়ে Passive voice এর am being/is being/are being হতে is being বসেছে (যেহেতু Passive-subject টি Third person-singular)।
- Principal verb (V3): Principal verb ‘pollute’ এর V3 বা Past participle form ‘polluted’ বসেছে।
- Preposition: যথারীতি Preposition ‘by’ বসেছে।
- Subject to Object: Active voice এর Subject (Men) টি Noun বলে Passive voice এর Object হিসাবে অপরিবর্তিত রয়েছে।
Active: I have to learn this software.
Passive: This software has to be learnt by me.
- Object to Subject: Active voice এর Object (the environment) টি Noun বলে Passive voice এর Subject হিসাবে অপরিবর্তিত রয়েছে।
- Helping Verb (changed): Active voice এর Helping verb টি am/is/are গ্রুপের বলে পরিবর্তিত হয়ে Passive voice এর am being/is being/are being হতে is being বসেছে (যেহেতু Passive-subject টি Third person-singular)।
- Principal verb (V3): Principal verb ‘pollute’ এর V3 বা Past participle form ‘polluted’ বসেছে।
- Preposition: যথারীতি Preposition ‘by’ বসেছে।
- Subject to Object: Active voice এর Subject (Men) টি Noun বলে Passive voice এর Object হিসাবে অপরিবর্তিত রয়েছে।
অনেকে প্রশ্ন করতে পারে- am/is/are গ্রুপ থেকে Passive voice এর পরিবর্তিত Subject এর সাথে কোনটি বসাব কিভাবে বুঝব? একইভাবে have/has থেকে?
এ বিষয়ে অন্য একটি Lesson এ বিস্তারিত উপস্থাপন করা হয়েছে। সংক্ষেপে Subject এর সাথে am/is/are, was/were এবং have/has এর সম্পর্কটা জেনে নাও-
- am শুধুমাত্র I এর সাথে বসে, অন্য কিছুর সাথে নয়।
- is তখনই বসে যখন Subject টি হয় Third person Singular number।
- are তখনই বসে যখন Subject টি হয় You অথবা Third person Plural number।
- was বসে I অথবা Third person Singular number এর সাথে।
- were বসে You অথবা Third person Plural এর সাথে।
- has বসে Third person Singular number এর সাথে।
- অন্য সকল Subject এর সাথে have সাথে।
আশা করছি তোমরা (Sub. + Aux. verb + principal verb + Obj.) যুক্ত Active voice কে Passive করার মূলমন্ত্রটা জেনে ফেলেছ।
এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, এখানে Tense এর নিয়ম কোথায়? Tense কি অনুসরন করতে হবেনা?
আমি পূর্বের Lesson এ বলেছি-
এবার বর্তমান Lesson এ তোমার অর্জিত knowledge এর আলোকে Target examples এর উত্তরগুলো মিলিয়ে নাও-
- Tea isn’t liked by me.
- A song will be sung by Lima.
- The keys have been lost by her.
- It can be lifted by anybody.
- Newspaper isn’t read by him.
- The environment is being polluted by men.
- Electric bulb had been invented by Edison.
- The message wasn’t gotten by the students.
- A lie shouldn’t be told by you.
- This software has to be learnt by me.
(Subject + Helping verb + Principal verb + Object) যুক্ত সাধারন Assertive sentence কে Passive করতে-
- Voice changing এর Common rules টি অনুসরন করবে।
- Active থেকে Passive এ ‘Helping verb পরিবর্তন’ এর তালিকাটি অনুসরন করে যথার্থ স্থানে পরিবর্তিত Helping verb টি বসাবে
এবার (Subject + Helping verb + Principal verb + Object) যুক্ত sentence এর নিচের Exercise গুলো Try কর। তোমার Trial শেষ হলে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- We’re eating pizza.
- The child can read the holy Quran.
- You’re teasing me.
- We could save this money.
- He has to obey these rules.
- My sister will prepare homework.
- We ought to obey the parents.
- She must pass the exam.
- I will be teaching you.
- Students are going to make a garden.
- Someone could be ringing a bell.
- You might have heard that news.
- Allah had created this universe.
- The hunter doesn’t miss the target.
- You have been writing a story.
Quiz area
‘Active to Passive: Assertive with Helping and Principal verb’
- এই Quiz এ ২০ টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ২০ নম্বর
- মোট সময়: ৪ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
- ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।