01. Active voice থেকে Passive: Principal verb যুক্ত সাধারন Assertive
Voice পরিবর্তন বা Active voice থেকে Passive voice এ পরিবর্তনের সম্ভাব্য সকল কলাকৌশলগুলো (Tricks) আমরা বিভিন্ন Lesson এ উপস্থাপন করেছি। এই প্রচেষ্টায় বর্তমান Lesson টি হল সর্বপ্রথম Lesson।
আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure নিম্নরূপ-
Subject + Verb + Object
Related Links
প্রতিটি Lesson প্রাকটিস শুরু করার আগে আমাদের পূর্ববর্তী Voice Changing এর Common rules বিষয়ক Lesson টি অবশ্যপাঠ্য। বার বার পড়ে Common rule গুলো মুখস্ত করে ফেলা ভাল। যদি এখন সেগুলো তোমার আয়ত্বে না এসে থাকে তবে সে Lesson টি একটি আলাদা Tab এ open করে নিলে সুবিধা হবে।
নিচের Link টি অনুসরণ কর-
Active to Passive: সকল Assertive এর Rule
- 01. সাধারন Assertive sentence (শুধু Principal verb যুক্ত)
- 02. সাধারন Assertive (Helping verb + Principal verb) যুক্ত
- 03. Double Object যুক্ত Assertive
- 04. Factitive verb যুক্ত Assertive
- 05. Cognate Object যুক্ত Assertive
- 06. Reflexive Pronoun যুক্ত sentence
- 07. Phrasal verb যুক্ত sentence
- 08. S+V+O ছাড়াও অন্যান্য উপাদান যুক্ত sentence
- 09. Subject ও Object এর সাথে Participle phrase যুক্ত sentence
Active to Passive: শুধু Principal verb যুক্ত Assertive
সর্বপ্রথমে আমরা (Subject + Verb + Object) যুক্ত Assertive sentence কে Active থেকে Passive করতে যে Common সূত্রটি পূর্বোক্ত Lesson এ উপস্থাপন করেছি, তা স্মরন করে নিই-
Active থেকে Passive করতে নিম্নলিখিত ৫ ধরনের পরিবর্তন ধারাবাহিকভাবে একযোগে করতে হয়-
- Object এর Subject রূপ দেওয়া।
- Helping verb (to be form) বসানো।
- Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন।
- আবশ্যিকভাবে একটি Preposition (সাধারনত by) বসানো।
- Subject এর Object রূপ দেওয়া।
এখন এই Lesson এ আমরা যে ধরনের Sentence নিয়ে deal করতে যাচ্ছি (শুধু Principal verb যুক্ত Assertive), সে ধরনের sentence এর একগুচ্ছ উদাহরন নিই-
- He helps me
- Rohel makes a flower garden
- The man caught a large fish
- Farmers grow rice and paddy
- Some flies disturbed us
- Our team won the match
- All of the boys praised her
- I hate this social evil
- You need proper care
- Education removes darkness
উপরোক্ত সবগুলো Active Sentence ই একই সাধারন structure কে অনুসরণ করে, Voice changing এর ক্ষেত্রে যা অতি সহজ সরল। আর তা হল-
Subject + Verb + Object
কিন্তু লক্ষ করলে দেখা যাবে যে, এই sentence এগুলোতে Helping verb নেই, আছে শুধু Principal verb। ফলে এই sentence গুলোর Specific Structure দাঁড়ায়-
Subject + Principal Verb + Object
কিন্তু আমরা পূর্বের Lesson এ বলেছি, একটি sentence এ Helping verb না থেকে শুধু Principal verb থাকলে, সেই Principal verb টি দুইটি form এ থাকতে পারে-
- A. Present form (base form বা s/es যুক্ত); যেমন-give/gives
- B. Past form; যেমন- gave
ফলে উপরোক্ত Structure টিকে অধিক সুনির্দিষ্টভাবে (more specifically) লিখে আমরা দুটি Structure পাই-
A. Subject + Principal Verb (Present) + Object
B. Subject + Principal Verb (Past) + Object
আর আমরা জানি যে, Active voice এ Helping verb না থাকলেও শুধু Principal verb টি Present form এ থাকলে Passive voice এ Helping verb হিসাবে am/is/are বসাতে হয় এবং Past form এ থাকলে Helping verb হিসাবে was/were বসে। আর Principal verb তো যথারীতি Past Participle (V3) হবেই।
Active voice | Passive voice | |
---|---|---|
A. | Principal verb (Present form) | Helping verb হিসাবে বসবে am/is/are |
B. | Principal verb (Past form) | Helping verb হিসাবে বসবে was/were |
এখন চল example সহ দেখে নিই এই দুই ধরনের structure এর Active ও Passive রূপ –
A
Subject | Principal Verb (Present) |
Object |
---|---|---|
He | helps | me |
Obj. to Sub. |
am/ is/ are |
Prin. V. (V3) |
by (Prepo- sition) |
Sub. to Obj. |
---|---|---|---|---|
I | am | helped | by | him |
- Object to Subject: Active voice এর Object টি (me) Passive voice এর Subject (I) এ পরিণত হয়েছে।
- Helping Verb: Active voice এর Verb টি Present form এর হলে am/is/are হয়। I এর সাথে am বসেছে।
- Principal verb (V3): Principal verb ‘help’ এর V3 বা Past participle form ‘helped’ বসেছে।
- Preposition: যথারীতি Preposition ‘by’ বসেছে।
- Subject to Object: Active voice এর Subject (he) Passive voice এর Object (him) এ পরিণত হয়েছে।
B
Subject | Principal Verb (Past) |
Object |
---|---|---|
Our team | won | the match. |
Obj. to Sub. |
was/ were |
Prin. V. (V3) |
by (Prepo- sition) |
Sub. to Obj. |
---|---|---|---|---|
The match | was | won | by | our team. |
- Object to Subject: Active voice এর Object টি (the match) Passive voice এর Subject হিসাবে অপরিবর্তিত অবস্থায় বসেছে। ‘the match’ একটি noun; Subject বা Object হিসাবে noun এর পরিবর্তন হয়না।
- Helping Verb: Active voice এর Verb টি Past form এর হলে was/were হয়। the match (third person-singular) এর সাথে was বসেছে।
- Principal verb (V3): Principal verb ‘won’ এর V3 বা Past participle form ‘won’ বসেছে।
- Preposition: যথারীতি Preposition ‘by’ বসেছে।
- Subject to Object: Active voice এর Subject (our team) যা একটি noun, Passive voice এর Object হিসাবে অপরিবর্তিত অবস্থায় বসেছে।
এখন আমরা প্রথমোক্ত Target examples গুলো সমাধান করার পর্যায়ে এসেছি। এর জন্য চল প্রথমে আমরা সবগুলো sentence কে Subject-Principal Verb-Object আকারে ভাগ করে নিই।
Subject | Principal Verb | Object |
---|---|---|
He | helps | me |
Rohel | makes | a flower garden |
The man | caught | a large fish |
Farmers | grow | rice and paddy |
Some flies | disturbed | us |
Our team | won | the match |
All of the boys | praised | her |
I | hate | this social evil |
You | need | proper care |
Education | removes | darkness |
প্রসঙ্গত, তোমার যদি Subject ও Object বুঝতে এবং যে কোন sentence হতে Subject-Object চিহ্নিত করতে সমস্যা হয়, তাহলে নিচের Link থেকে তা জেনে নিতে পার-
এবার বর্তমান Lesson এ তোমার অর্জিত knowledge এর আলোকে Target examples এর উত্তরগুলো মিলিয়ে নাও-
- I am helped by him.
- A flower garden is made by Rohel.
- A large fish was caught by the man.
- Rice and paddy are grown by farmers.
- We were disturbed by some flies.
- The match was won by our team.
- She was praised by all the boys.
- This social evil is hated by me.
- Proper care is needed by you.
- Darkness is removed by education.
আশা করছি, বিষয়টা পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছ।
Auxiliary verb বিহীন শুধু Principal verb যুক্ত সাধারন Assertive sentence কে Passive করতে-
- Voice changing এর Common rules অনুসরন করবে।
- Verb টি Present form এর হলে helping verb হিসাবে am/is/are বসাবে।
- Verb টি Past form এর হলে helping verb হিসাবে was/were বসাবে।
এবার নিচের Exercise গুলো Try কর। তোমার Trial শেষ হলে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- We invited him
- You like them
- She loves Shima
- The rich help the helpless.
- These girls choose white dress
- The students learnt Arabic
- He led a happy life
- Nohash drove a new car
Quiz area
‘Active to Passive: Assertive with Principal verb’
- এই Quiz এ ১০ টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ১০ নম্বর
- মোট সময়: ২ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
- ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।