09. Active to Passive: Subject ও Object এর পরে Participle phrase
Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ৯ম Lesson টিতে আমরা Subject ও Object এর পরে Participle phrase যুক্ত Assertive sentence নিয়ে আলোচনা করব।
এ ধরনের sentence কে (Sub + Verb + Object) দ্বারা গঠিত সাধারন Assertive sentence এর মতই পরিবর্তন করতে হবে। পার্থক্য হল এখানে Subject এবং/অথবা Object এর সাথে একটি Participle phrase যুক্ত থাকবে যা মূলতঃ Subject/Object এরই অংশ। সুতরাং Passive করার সময় পরিবর্তিত Subject/Object এর সাথে Participle phrase টিও যুক্ত থাকবে। যেমন-
I see a man carrying a bag- আমি ব্যাগ বহনরত একজন লোককে দেখি
এখানে Object টি ‘a man’ নয় বরং ‘a man carrying a bag’। যাই হোক next step এ এগুলো clarify করা হবে।
প্রসঙ্গতঃ পূর্ববর্তী lesson এ Subject-Verb-Object এর বাইরে অতিরিক্ত উপাদান সম্বলিত sentence এর Voice changing এর কলাকৌশল দেখানো হয়েছে। সেই Rule এর সাথে বর্তমান Rule টা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাবধানতার জন্য Related Link থেকে এখনই তা দেখে নাও-
আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure মূলতঃ সাধারন Assertive sentence এরই structure-
Subject + Verb + Object
Related Links
Active to Passive: সকল Assertive এর Rule
- 01. সাধারন Assertive sentence (শুধু Principal verb যুক্ত)
- 02. সাধারন Assertive (Helping verb + Principal verb) যুক্ত
- 03. Double Object যুক্ত Assertive
- 04. Factitive verb যুক্ত Assertive
- 05. Cognate Object যুক্ত Assertive
- 06. Reflexive Pronoun যুক্ত sentence
- 07. Phrasal verb যুক্ত sentence
- 08. S+V+O ছাড়াও অন্যান্য উপাদান যুক্ত sentence
- 09. Subject ও Object এর সাথে Participle phrase যুক্ত sentence
Active to Passive: Subject ও Object এর পরে Participle phrase যুক্ত sentence
Subject ও Object সব সময় হয় Noun বা Pronoun। Subject-Object যদি Noun হয় তবে তার Modifier (বিশেষায়ক) ও থাকতে পারে। Modifier কি?
Modifier সম্পর্কে বিস্তারিত নিচের Link এ পাবে-
সংক্ষেপে,
আমাদের আলোচ্য Participle phrase হল এক ধরনের Post-modifier যা Subject/Object (Noun) এর পরে বসে তাকে modify করে। যেমন-
Part. phrase যুক্ত Sub | Verb | Object |
---|---|---|
The principal being retired | set up | a public library |
অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল | স্থাপন করল | একটি গণ-পাঠাগার |
Sub | Verb | Part. phrase যুক্ত Object |
---|---|---|
He | saw | a man having no legs |
সে | দেখল | একজন পা-বিহীন লোককে |
এ হল Post-modifier হিসাবে Present participle phrase এর উদাহরন। এছাড়াও আছে অন্যান্য Post-modifier যেমন- Present participle phrase, Prepositional phrase ইত্যাদি। সবক্ষেত্রেই Passive করার পদ্ধতি মোটামুটি একই। তবে, এ সংক্রান্ত আরো আলোচনা পাবে ‘Long Assertive sentence’ সংশ্লিষ্ট lesson টিতে-
কিভাবে Subject/Object এর সাথে Participle Phrase যুক্ত sentence কে Passive করতে হয়
Subject/Object এর সাথে Participle Phrase যুক্ত sentence কে Passive করার নিয়ম সাধারন Assertive sentence এর মতই। সমস্যাটা হল Subject এর সাথে সংযুক্ত (যা subject এরই অংশ) Participle Phrase টিকে চিহ্নিত করতে পারা। চিহ্নিত করা হয়ে গেলে Participle Phrase সহ Subject/Object টিকে Passive voice এ স্থানান্তর করতে হবে।
প্রসঙ্গক্রমে, সাধারন Assertive sentence (Sub + Verb + Object) এর Passive Rule টা আর একবার দেখে নিই-
- Object এর Subject রূপ দেওয়া।
- যথার্থ Helping verb (to be form) বসানো।
- Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন।
- আবশ্যিকভাবে একটি Preposition (সাধারনত by) বসানো।
- Subject এর Object রূপ দেওয়া।
Subject সাথে Participle phrase
Part. phrase যুক্ত Sub |
Verb | Object |
---|---|---|
People living abroad | might earn | enough money |
Obj. to Sub. |
যথার্থ Help. V |
Prin. V (V3) |
Prep. by | Part. phrase যুক্ত Sub. to Obj. |
---|---|---|---|---|
Enough moeney | might be | earned | by | people living abroad |
- Object (enough money) কে Subject হিসাবে বসানো হয়েছে।
- যথার্থ Helping verb (might থেকে might be) বসানো হয়েছে।
- Principal verb এর Past participle (V3) form (earned) বসানো হয়েছে।
- Preposition by যোগ হয়েছে।
- Participle phrase যুক্ত Subject (People living abroad) কে Object করা হয়েছে।
Object সাথে Participle phrase
Subject | Verb | Part. phrase যুক্ত Obj. |
---|---|---|
I | like | the children playing outside |
Part. phrase যুক্ত Obj. to Sub. | যথার্থ Helping verb | Pr. Verb এর (V3) | Prep. by | Sub. to Obj. |
---|---|---|---|---|
The children playing outside | is | liked | by | me |
- Participle phrase যুক্ত Object (The children playing outside) কে Subject করা হয়েছে।
- যথার্থ Helping verb (is) বসানো হয়েছে।
- Principal verb এর Past participle (V3) form (liked) বসানো হয়েছে।
- Preposition by যোগ হয়েছে।
- Subject এর Object রূপ (I থেকে me) বসানো হয়েছে।
এখন আরো কয়েকটি Example নিই। Underline করা Participle phrase যুক্ত Subject/Object এর ব্যবহার লক্ষ্য কর-
- The man jogging on the road wears a blue trouser- রাস্তায় জগিংরত লোকটি একটি নীল ট্রাউজার পড়ে আছে।
- Fishermen fishing in the sea live a risky life – সাগরে মাছ ধরা জেলেরা ঝুঁকিপূর্ণ জীবন যাপন করে।
- He has built a house made of brick -সে ইটের তৈরী একটি বাড়ি নির্মান করেছে।
- I notice a star twinkling in the sky – আমি আকাশে ঝিকমিক করা একটি তারা দেখছি।
এবার উদাহরনগুলোর সমাধান দেখ এবং বর্তমান Lesson থেকে তোমার অর্জিত অভিজ্ঞতার আলোকে মিলিয়ে নাও-
Active: The man jogging on the road wears a blue trouser.
Passive: A blue trouser is worn by the man jogging on the road.
Active: Fishermen fishing in the sea live a risky life.
Passive: A risky life is lived by the fishermen fishing in the sea.
Active: >He has built a house made of brick.
Passive: a house made of brick has been built by him.
Active: I notice a star twinkling in the sky.
Passive: a star twinkling in the sky is noticed by me.
আশা করছি তোমরা Phrasal verb যুক্ত Assertive sentence এর Voice changing এর কৌশলটা ভালভাবে আয়ত্ব করতে পেরেছ।
Subject/Object এর পরে Participle phrase যুক্ত Assertive sentence কে Passive করতে-
- Participle phrase যুক্ত Subject/Object কে সঠিকভাবে চিহ্নিত করে নাও।
- Participle phrase সহ Subject/Object কে Passive এ যথাস্থানে বসাও।
এবার Subject/Object এর পরে Participle phrase যুক্ত Assertive sentence নিয়ে গঠিত নিচের Exercise গুলো নিজে নিজে Try কর। তোমার প্রচেষ্টা শেষে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- I see a boy playing in the field.
- Gitangali composed by Rabindranath won the Nobel Prize.
- A hunter is chasing the ducks swimming in the pond.
- The earth moving round the sun creates the solar year.
- Internet being the fastest communication system has brought about a revolution.
Quiz area
‘Active to Passive: Participle phrase after Subject and Object’
- এই Quiz এ ৫টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ৫ নম্বর
- মোট সময়: ১ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।