12. Active থেকে Passive: Interrogative এ WH-word যখন Subject
Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ১২তম Lesson টিতে আমরা WH-word Subject হিসাবে ব্যবহৃত হয় এমন Interrogative sentence নিয়ে deal করব।
আমরা পূর্ববর্তী lesson এ WH -word দিয়ে শুরু সাধারন (common) Interrogative sentence নিয়ে আলোচনা করেছি। সেখানে দেখিয়েছি-
WH -word দিয়ে শুরু Interrogative এর সাধারন (common) structure-
WH-word | Help. verb |
Subject | Prin. verb |
Object/ Extension |
---|---|---|---|---|
What | are | you | teaching | him |
এখানে WH-word টি শুরুতে বসেছে, তারপর ধারাবাহিকভাবে এসেছে Helping verb, Subject, Principal verb সহ অন্যান্য উপাদান।
কিন্তু কিছু কিছু WH-word (Who, What, Which….) স্বয়ং Subject হিসাবে কাজ করে।
WH-word Subject হিসাবে ব্যবহৃত হয়েছে, এরূপ Interrogative এর structure-
WH-word | Verb | Object/ Ext. |
---|---|---|
What | disturbed | you? |
এখানে আমরা এ ধরনের structure কে কিভাবে Passive করা যায়, সে বিষয়টি clarify করব।
সুতরাং, আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure হল-
WH-word + Verb + Object
Related Links
Active to Passive: সকল Interrogative এর Rule
Active to Passive: Interrogative এ Subject হিসাবে WH-word
প্রথমতঃ মনে রাখতে হবে, সব WH-word কিন্তু Subject হিসাবে বসে Interrogative sentence গঠন করেনা। যে সমস্ত WH-word, যে শর্তে তা করে, তাদের তালিকাটা উদাহরনসহ নিচে দেখ-
- Who: Who called you?
- What: What impressed you most?
- What+Noun: What things spoiled your computer?
- Which+Noun: Which banks give home-loan?
- Whose+Noun: Whose painting pleased you?
** Who নিয়ে আমরা আলাদা lesson এ আলোচনা করেছি, এটাকে আলোচনায় আনা হবেনা। এখানে Who ছাড়া অন্যান্যগুলো Focus করা হবে।
প্রসঙ্গত, WH-word সম্পর্কে details জানার জন্য নিচের Link Visit কর-
এবার চল দেখে নেওয়া যাক, উপরোক্ত WH-word কে Subject হিসাবে ব্যবহার করে গঠিত Interrogative এর Active ও Passive structure কিরূপ-
WH-word | Verb | Object |
---|---|---|
What | disturbed | you |
By + WH-word |
Help. verb |
Obj. to Sub |
Pr. Verb (V3) |
---|---|---|---|
By what | were | you | disturbed? |
অথবা
WH-word | Help. verb |
Obj. to Sub |
Pr. Verb (V3) |
By |
---|---|---|---|---|
What | were | you | disturbed | by |
অর্থাৎ ধারাবাহিকভাবে-
- By + WH-word টি বসাতে হবে। বিকল্পভাবে, শুধু WH-word টি বসিয়ে by টিকে সবার শেষে বসাতে হবে।
- যথার্থ Helping verb বসাতে হবে।
- Object এর Subject রূপ বসাতে হবে।
- Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন করে বসাতে হবে।
এবার সমাধানসহ নিচের Example গুলো নিবিড়ভাবে লক্ষ্য কর এবং বর্তমান lesson থেকে তোমার অর্জিত অভিজ্ঞতার আলোকে মিলিয়ে নাও-
Active: Whose performance has attracted you?
Passive: Whose performance have you been attracted by?
Or, Passive: By whose performance have you been attracted?
Active: Which virus causes this disease?
Passive: By which virus is this disease caused?
Active: What harms these green leaves
Passive: By what are these green leaves harmed?
Active: Which force attacked the Twin-Towers?
Passive: Which force were the Twin-towers attacked by?
Active: What damages your teeth.
Passive: What are your teeth damaged by?
Active: What kinds of food prevent disease.
Passive: By what kinds of food is disease prevented?
আশা করছি, Subject হিসাবে ব্যবহৃত WH-word দিয়ে শুরু Interrogative sentence কে Passive করার কৌশলটা তো্মাদের আয়ত্বে এসে গেছে।
Subject হিসাবে ব্যবহৃত WH-word দিয়ে শুরু Interrogative sentence কে Passive করতে-
- শুরুতে WH-word টির পূর্বে By সহ বসবে। অথবা, শুধু WH-word টি বসবে এবং সবশেষে by বসবে।
- যথার্থ Helping verb বসাতে হবে।
- Object এর Subject রূপ বসাবে।
- Principal verb টির (V3) form বসবে।
এবার নিচের Exercise গুলো Try কর। তোমার Trial শেষ হলে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- What things spoiled your food?
- Which color attracts the insects?
- Whose behavior has pained you?
- Which worm kills these plants?
- What destroyed your career?
Quiz area
‘Active to Passive-Interrogative with WH-word as a Subject’
- এই Quiz এ ৫টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ৫ নম্বর
- মোট সময়: ১ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।