13. Active to Passive: WHO/WHOM দিয়ে শুরু Interrogative
Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ১৩তম Lesson টিতে আমরা WHO/WHOM দিয়ে শুরু Interrogative sentence নিয়ে deal করব।
উল্লেখ্য, Interrogative এর গঠনে Who Subject হিসাবে এবং Whom Object হিসাবে কাজ করে।
সুতরাং, আমরা এখন যে দুই ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure হল-
WHO | Verb | Object |
---|---|---|
Who | called | you? |
এবং-
WHOM | Help. verb |
Subject | Prin. verb |
---|---|---|---|
Whom | do | you | like? |
Related Links
Active to Passive: সকল Interrogative এর Rule
Active to Passive: Interrogative এ Subject হিসাবে WH-word
Active থেকে Passive করতে, অন্যান্য WH-word এর মত Who/Whom অপরিবর্তিত থাকেনা; পরিবর্তিত হয়ে যায়।
এক্ষেত্রে সহজ formula টি হল-
- Who পরিবর্তিত হয়ে By whom হয়ে যায়।
- Whom পরিবর্তিত হয়ে Who হয়ে যায়।
এই পরিবর্তন সাপেক্ষে, কিভাবে Who/Whom দিয়ে গঠিত sentence কে Passive করা যায়- তা আলাদাভাবে খোলাসা করছি-
Active to Passive: WHO—Subject হিসাবে WH-word
Who নিজেই Subject হিসাবে কাজ করে।
আমরা ইতোপূর্বে (Lesson no.-12) Subject হিসাবে কাজ করে এমন কিছু WH-word এর Voice change করার কৌশল শিখিয়েছি। এখনই দেখে নাও।
তবে এখানে পার্থক্য হল, অন্যান্য ক্ষেত্রে WH-word এর মূল word টির কোন পরিবর্তন হয়নি, শুধু পূর্বে by বসেছে। আর, WHO এর ক্ষেত্রে by whom দ্বারা পরিবর্তিত হবে।
তাহলে, Who দিয়ে শুরু Interrogative sentence এর Active structure টা দেখে নাও-
WHO | Verb | Object |
---|---|---|
Who | broke | the glass? |
যার Passive হবে-
By WHOM |
Help. verb |
Obj. to Sub |
Pr. Verb (V3) |
---|---|---|---|
By whom |
was | the glass | broken? |
বিকল্পভাবে
WHOM | Help. verb |
Obj. to Sub |
Pr. Verb (V3) |
By |
---|---|---|---|---|
Whom | was | the glass | broken | by? |
অর্থাৎ ধারাবাহিকভাবে-
- Who এর বদলে By whom বসাতে হবে। বিকল্পভাবে, শুধু Whom টি বসিয়ে by টিকে সবার শেষে বসানো যায়।
- যথার্থ Helping verb বসাতে হবে।
- Object এর Subject রূপ বসাতে হবে।
- Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন করে বসাতে হবে।
Active: Who invented WWW?
Passive: By whom was WWW invented?
Or, Passive: Whom was WWW invented by?
Active: Who has broken the glasses?
Passive: By whom have the glasses been broken?
Or, Passive: Whom have the glasses been broken by?
Active to Passive: WHOM—Object হিসাবে WH-word
Whom নিজে Object হিসাবে কাজ করে।
Whom এর structure টি আমাদের সাধারন Interrogative নিয়ে পূর্বে আলোচিত Lesson no.-11 এর সাথে অনেক মিল আছে। এখনই দেখে নাও, নয়ত confused হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
WHOM ছাড়াও আরো কিছু WH-word Object হিসাবে কাজ করে যা এই lesson এর পরবর্তী ধাপে clarify করেছি। তবে এখানে পার্থক্য হল, অন্যান্য ক্ষেত্রে WH-word এর মূল word টির কোন পরিবর্তন হয়না কিন্তু, WHOM এর ক্ষেত্রে WHO দ্বারা পরিবর্তিত হয়।
তাহলে, Whom দিয়ে শুরু Interrogative sentence এর Active structure টা দেখে নিই-
WHOM | Help. verb |
Subject | Prin. verb |
---|---|---|---|
Whom | did | you | help |
যার Passive হবে-
WHO | Help. verb |
Pr. Verb (V3) |
Prep. ‘by’ |
Sub. to Obj. |
---|---|---|---|---|
Who | were | helped | by | you? |
অর্থাৎ ধারাবাহিকভাবে-
- Whom এর বদলে Who বসাতে হবে।
- যথার্থ Helping verb বসাতে হবে।
- Principal verb কে Past participle (V3) form এ পরিবর্তন করে বসাতে হবে।
- Preposition ‘by’ বসাতে হবে।
- Subject এর Object রূপ বসাতে হবে।
Active: Whom were they calling?
Passive: Who was/were being called by them?
Active: Whom should you support?
Passive: Who should be supported by you?
Active to Passive: Object হিসাবে WHOM ছাড়া অন্যান্য WH-word
Whom ছাড়াও যে সকল WH-word এককভাবে বা অন্য word/words এর সাথে মিলিতভাবে Object হিসাবে কাজ করতে পারে, তা দেখে নাও-
- What: What do you need?
- Which+Noun: Which work has he completed?
- Whose+Noun: Whose umbrella did she borrow?
- What kind/type/sort of +Noun: What kind of book do you read?
এসব ক্ষেত্রেও Passive করার Rule টা একই রকম। শুধু পার্থক্য হল, Whom এর বদলে Who বসবে; কিন্তু, WH-word বা WH-word নিয়ে গঠিত প্রশ্নবাচক phrase টির কোন পরিবর্তন হবেনা।
অর্থাৎ-
- WH-word বা WH-word নিয়ে গঠিত প্রশ্নবাচক phrase টি অপরিবর্তিত অবস্থায় বসবে।
- যথার্থ Helping verb বসাতে হবে।
- Principal verb কে Past participle (V3) form এ পরিবর্তন করে বসাতে হবে।
- Preposition ‘by’ বসাতে হবে।
- Subject এর Object রূপ বসাতে হবে।
Active: What do you do?
Passive: What is done by you?
Active: Which flight did he choose?
Passive: Which flight was chosen by him?
Active: What kind of fruit does father like?
Passive: What kind of fruit is liked by father?
আশা করছি Who এবং Whom দিয়ে শুরু Interrogative sentence কে Passive করার কৌশলটা তোমাদের নখদর্পনে চলে এসেছে।
Who এবং Whom দিয়ে শুরু Interrogative sentence কে Passive করতে-
- Who পরিবর্তিত হয়ে By whom হবে। Who এর ক্ষেত্রে WH-word Subject হিসাবে ব্যবহৃত হয় এরূপ Interrogative sentence এর structure অনুসরন করবে।
- Whom পরিবর্তিত হয়ে Who হবে। Whom এর ক্ষেত্রে WH-word Object হিসাবে ব্যবহৃত হয় এরূপ Interrogative sentence এর structure অনুসরন করবে।
এবার Who এবং Whom দিয়ে শুরু Interrogative sentence নিয়ে গঠিত নিচের Exercise গুলো নিজে নিজে Try কর। তোমার প্রচেষ্টা শেষে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- Who discovered America?
- Whose shirt have you worn?
- Which countries did they travel?
- Whom should you respect?
- What are the students writing?
- Who has disturb the guests?
- Whose calculator did you use in the exam?
- Which crops had the farmers grown in winter?
Quiz area
‘Active to Passive: Interrogative starting with WHO/WHOM’
- এই Quiz এ ১০ টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ১০ নম্বর
- মোট সময়: ২ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
- ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।