11. Active to Passive: WH-word যুক্ত Interrogative
Voice পরিবর্তন বা Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ১১তম Lesson টিতে আমরা WH-word দিয়ে শুরু Interrogative sentence উপস্থাপন করব।
পূর্ববর্তী Lesson টিতে Helping verb দিয়ে শুরু Interrogative sentence নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান Lesson টি ঐ Lesson টির সাথে সরাসরি সংশ্লিষ্ট অর্থাৎ বর্তমান Lesson টিতে প্রবেশের পূর্বে পূর্ববর্তী সূচনামূলক Lesson টি অবশ্যপাঠ্য। না পড়া থাকলে এখনি দেখে নাও (Related Link দ্রষ্টব্য)।
আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure হল-
WH-word | Help. Verb | Subject | Pr. Verb | Object |
---|---|---|---|---|
How | did | you | solve | the problem? |
Related Links
Active to Passive: সকল Interrogative এর Rule
Active to Passive: WH-word দিয়ে শুরু Interrogative
আশা করি WH-word গুলি সম্পর্কে সকলেই অবগত আছ। এগুলো হল ‘WH’ বর্ণদ্বয় দ্বারা গঠিত কয়েকটি word যেগুলো ক্ষেত্রবিশেষে প্রশ্ন করার জন্য (Interrogative Pronoun ও Interrogative Adverb হিসাবে) এবং একাধিক clause কে সংযোজন এর জন্য (Relative Pronoun ও Relative Adverb) হিসাবে কাজ করে।
WH-words এর বিচিত্র ও বর্ণাঢ্য ব্যবহার নিয়ে আমাদের আলাদা Lesson আছে। নিচের Link অনুসরন করে পড়ে নাও-
যাই হোক, বর্তমান lesson এর প্রয়োজনে চল WH-words এর তালিকাটা পুনরায় দেখে নেওয়া যাক-
- who, whoever
- what, whatever
- which, whichever
- when, whenever
- where, wherever
- how, however
- why
- whom
- whose
Assertive থেকে Interrogative sentence এর প্রধান পার্থক্য হল- Interrogative sentence এ Subject এর পূর্বে Helping verb টি বসে। Helping verb এর একাধিক অংশ থাকলে, শুধু প্রথম অংশটি Subject এর পূর্বে বসে, বাকি অংশ/অংশগুলো Subject এর পর পর বসে।
তাহলে শুধুমাত্র Helping verb দিয়ে শুরু Interrogative sentence এর structure হল-
Help. Verb | Subject | Pr. Verb | Object |
---|---|---|---|
do | you | like | it |
আর Helping verb এর একাধিক অংশ থাকলে structure টি হয়-
Help. Verb (প্রথম অংশ) | Subject | Help. Verb (বাকি অংশ) | Pr. Verb | Object |
---|---|---|---|---|
will | they | be | digging | the land |
তাহলে WH-word (how, why, when…..) দিয়ে শুরু Interrogative sentence এর structure কি?
শুধু উপরের structure দুটোর শুরুতে WH-word বসিয়ে দিতে হবে। সত্যিই সহজ, তাই না? অর্থাৎ-
WH-word | Help. Verb | Subject | Pr. Verb | Object |
---|---|---|---|---|
Why | do | you | like | it |
অথবা
WH-word | Help. Verb (প্রথম অংশ) | Subject | Help. Verb (বাকি অংশ) | Pr. Verb | Object |
---|---|---|---|---|---|
How | will | they | be | digging | the land |
এ হল WH-word দিয়ে শুরু Interrogative sentence এর একটি সাধারন গঠন (common structure)।
যাই হোক, উপরে উল্লিখিত সবগুলো WH-words সবক্ষেত্রে একই structure অনুসরন করে চলেনা। যেমন-
WH-word | Verb | Object |
---|---|---|
Who | is calling | you |
এখানে WH-word টিই হল Subject। যাই হোক, এটি সহ অন্যান্য structure নিয়ে আমরা আলাদাভাবে পরবর্তী lesson গুলোতে অন্তর্ভূক্ত করেছি। বর্তমান lesson এ শুধু পূর্বোক্ত structure দুটিই clarify করব।
WH-word দিয়ে শুরু Interrogative কে কিভাবে Passive করতে হয়
Basic rule টা সাধারন Assertive এর rule থেকেই নেওয়া, অর্থাৎ-
- Object এর Subject রূপ দেওয়া।
- Helping verb (to be form) বসানো।
- Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন।
- আবশ্যিকভাবে একটি Preposition (সাধারনত by) বসানো।
- Subject এর Object রূপ দেওয়া।
কিন্তু এখানে বিশেষ কি করতে হবে?
- শুরুর WH-word টি শুরুতেই বসিয়ে দিতে হবে।
- Helping verb টি বা Helping verb এর প্রথম অংশটি Subject এর পূর্বে বসাতে হবে।
- Helping verb এর অবশিষ্ট অংশ Subject এর পরে বসবে।
তাহলে দেখে নেওয়া যাক, WH-word দিয়ে শুরু Interrogative sentence এর Active ও Passive structure টা-
WH-word | Help. Verb | Subject | Principal Verb | Object |
---|---|---|---|---|
Why | are | they | calling | me |
WH-word | Help. Verb (প্রথম অংশ) | Obj. to Sub. | Help. Verb (বাকি অংশ) | PR. Verb (V3) | Prep. by | Sub. to Obj. |
---|---|---|---|---|---|---|
Why | am | I | being | called | by | them |
অর্থাৎ ধারাবাহিকভাবে-
- WH-word টি অবিকল বসাতে হবে।
- পরিবর্তিত Helping verb নির্ধারন করে এর প্রথম অংশ বসাতে হবে।
- Object এর Subject রূপ বসাতে হবে।
- Helping verb এর অবশিষ্ট অংশ বসাতে হবে।
- Principal verb এর Past participle form বসবে।
- Preposition ‘by’ বসাতে হবে।
- Subject এর Object রূপ বসাতে হবে।
এখন আরো কয়েকটি উদাহরন দেখ এবং বর্তমান lesson থেকে তোমার অর্জিত experience এর আলোকে মিলিয়ে নাও। তোমাদের বুঝার সুবিধার্থে Active ও Passive এ Helping verb এর অবস্থানটা underline করে দেখানো হল-
Active: How could he manage this job?
Passive: How could this job be managed by him?
Active: When did you appear at the exam?
Passive: When was the exam appeared at by you?
Active: Where will the traveler set up camp?
Passive: Where will the camp be set up by the traveler?
Active: Why have you cheated this poor boy?
Passive: Why has this poor boy been cheated by you?
Active: Where will you be changing transport?
Passive: Where will transport be being changed by you?
আশা করছি, WH-word দিয়ে শুরু Interrogative sentence কে Passive করার কৌশলটা তোমাদের ভালভাবে আয়ত্বে এসে গেছে।
WH-word দিয়ে শুরু এই ধরনের Interrogative sentence কে Passive করতে-
- (Sub + Verb + Object) যুক্ত সাধারন Assertive sentence এর Rule টাকে ভিত্তি (base) ধরতে হবে।
- শুরুর WH-word টি শুরুতেই বসিয়ে দেবে।
- Helping verb টি বা Helping verb এর প্রথম অংশটি Subject এর পূর্বে বসাতে হবে।
- Helping verb এর অবশিষ্ট অংশ Subject এর পরে বসবে।
- Sentence এর শেষে একটি Question-mark (?) বসবে।
এবার WH-word দিয়ে শুরু Interrogative sentence নিয়ে গঠিত নিচের Exercise গুলো নিজে নিজে Try কর। তোমার প্রচেষ্টা শেষে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- How can you do it?
- Why are you going to buy this house?
- How should you calculate it?
- When are you closing the shop?
- Where did she meet you?
- When were you leaving the airport?
- How have our players won the match?
- Why have we to pay VAT?
- Where do the woodpeckers make nest?
- How did you visit Australia?
Quiz area
‘Active to Passive: Interrogative starting with WH-word’
- এই Quiz এ ১০ টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ১০ নম্বর
- মোট সময়: ২ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
- ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।