10. Active থেকে Passive: Helping verb দিয়ে শুরু Interrogative

Active voice থেকে Passive voice এ পরিবর্তনের বর্তমান ১০ম Lesson টি থেকে কয়েক lesson জুড়ে আমরা Interrogative sentence নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমেই Helping verb দিয়ে শুরু হওয়া Interrogative প্রসঙ্গ।

Interrogative sentence হল প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে sentence দ্বারা প্রশ্ন করা হয় সেটাই Interrogative sentence। গঠনগত (structural) দিক থেকে Assertive থেকে Interrogative এর basic পার্থক্য হল, Interrogative এ Helping verb (বা Helping verb এর প্রথম অংশ) টি Subject এর পূর্বে বসে। Passive voice এও তাই হবে। অর্থাৎ Helping verb বা তার প্রথম অংশ টি পরিবর্তিত Subject এর পূর্বে বসবে। তবে Active থেকে Passive এ পরিবর্তনের মূল Rule টা Assertive এর মতই।

প্রসঙ্গতঃ, এই lesson টিতে প্রবেশ করার পূর্বে প্রয়োজনে Assertive sentence এর প্রথম দিককার lesson গুলো Visit করে আসতে পার (Related Link এ দেখ)


আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure হল-

Helping verb + Subject + Principal verb + Object

Related Links

সংশ্লিষ্ট পূর্ববর্তী Lesson এর Link

Active to Passive: Helping verb যুক্ত Interrogative

Interrogative sentence হতে পারে প্রধানত দুই প্রকারের-

  • Helping verb দিয়ে শুরু: যেমন- Can you help me? যার answer টা Yes অথবা No হয়।
  • WH-word দিয়ে শুরু: যেমন- How can you help me? যার answer টা Yes/No দিয়ে দেওয়া যায়না।

যাই হোক, এই Lesson এ আমরা শুধু Helping verb দিয়ে শুরু sentence কে Passive করার কলাকৌশলগুলোই present করব।


বিষয়টাকে সহজবোধ্য করার জন্য আমরা ধাপে ধাপে এগোই।

আমরা Active voice এ একটি Assertive sentence নিই এবং এটিকে Passive এ পরিণত করি-

  • Assertive (Active): You are calling her.
  • Assertive (Passive): She is being called by you.

এখন আমরা এ দুটো sentence কেই Interrogative এ পরিণত করব। নিয়মটা কি? নিয়মটা হল- শুধুমাত্র Helping verb টিকে বা তার প্রথম অংশকে Subject এর আগে বসিয়ে দেওয়া। এই নিয়ম Active এর জন্য যেমন প্রযোজ্য, তেমনি Passive এর জন্যও। Interrogative sentence এর শেষে Interrogation mark (?) অবশ্যই দিতে হবে।

  • Interrogative (Active): Are You calling her?
  • Interrogative (Passive): Is she being called by you?

লক্ষ্য কর, Helping verb- am/is/are পরিবর্তিত হইয়ে am being/is being/are being হয়। এখানে পরিবর্তিত Subject (she) এর সাথে ‘is being’ হয়েছে। কিন্তু সম্পূর্ণ ‘is being’ নয় শুধু প্রথম অংশ ‘is’ she এর পূর্বে বসেছে; ‘being’ যথারীতি subject এর পরে বসেছে। Helping verb এর তিনটি অংশ থাকলেও প্রথম অংশটি subject এর পূর্বে এবং বাকি দুই অংশ পরে বসবে।

তাহলে তো Rule টি আমাদের শেখা হয়ে গেল। অর্থাৎ, Interrogative sentence এ Helping verb টি Active voice এ subject এর পূর্বে থাকে, Passive voice এ ও subject এর পূর্বে থাকবে। মূল Rule টি Assertive এর মতই।

এবার আমরা Helping verb দিয়ে শুরু Interrogative sentence এর Active ও Passive structure টা উদাহরন সহ দেখে নিই-

Active
Helping verb Subject Pr. Verb Object
Will you buy this camera?
Passive
Help.
V
(প্রথম অংশ)
Obj.
to
Sub.
Help.
V
(বাকি অংশ)
Pr.
verb (V3)
Prep.
by
Sub.
to
Obj.
Will this camera be bought by you

কখনো কখনো Active voice এ ই Helping verb এর দুটি অংশ থাতে পারে। সেক্ষেত্রে একই নিয়ম, লক্ষ্য কর-

Active
Help.
V
(প্রথম অংশ)
Subject Help.
V
(বাকি অংশ)
Pr.
Verb
Object
Will she be making tea?
Passive
Help.
verb
(প্রথম অংশ)
Obj.
to
Sub.
Help.
verb
(বাকি অংশ)
Prin.
verb (V3)
Prep.
by
Sub.
to
Obj.
Will tea be being made by her

ধারাবাহিকভাবে Rule টি হল-

  1. Active voice থেকে পরিবর্তিত helping verb টি নির্ণয় করে তার প্রথম অংশ শুরুতে বসাতে হবে।
  2. Object কে Subject এ রূপ দিতে হবে।
  3. পরিবর্তিত helping verb এর অবশিষ্ট অংশ বসাতে হবে।
  4. Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন করে বসাতে হবে।
  5. Preposition by বসাতে হবে।
  6. Subject এর Object রূপ বসাতে হবে।

এখন আরো কয়েকটি উদাহরন দেখ এবং বর্তমান lesson থেকে তোমার অর্জিত experience এর আলোকে মিলিয়ে নাও। তোমাদের বুঝার সুবিধার্থে Active ও Passive এ Helping verb এর অবস্থানটা underline করে দেখানো হল-

More Examples

Active: Have you done this sum?
Passive: Has this sum been done by you?

Active: Shouldn’t students clean the classroom?
Passive: Shouldn’t the classroom be cleaned by the students?

Active: Do you like him?
Passive: Isn’t he liked by you?

N.B.- Helping verb Do/Does থাকলে am/is/are এবং Did থাকলে was/were বসে।

Active: Didn’t Newton invent Calculus?
Passive: Wasn’t Calculus invented by Newton?

Active: Have students to submit the assignment?
Passive: Hasn’t the assignment to be submitted by the students?

আশা করছি তোমরা Helping verb যুক্ত Interrogative sentence কে Passive করার পদ্ধতিটা ভালভাবে বুঝতে পেরেছ।

Conclusion

Helping verb দিয়ে শুরু Interrogative sentence কে Passive করতে-

  • (Sub + Verb + Object) যুক্ত সাধারন Assertive sentence এর Rule টাকে ভিত্তি (base) হিসাবে ধরতে হবে।
  • Active এর Helping verb সাপেক্ষে পরিবর্তিত Subject অনুসারে Helping verb নির্ধারন করে তার প্রথম অংশ Subject এর পূর্বে বসাতে হবে।
  • Helping verb এর বাকি অংশ Subject এর পরে বসবে।
  • Interrogative sentence এর পরে অবশ্যই Question mark (?) বসবে।


assessmentTest yourself

এবার Helping verb শুরু Interrogative sentence নিয়ে গঠিত নিচের Exercise গুলো Try কর। তোমার Trial শেষ হলে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।

Exercise
(Active থেকে Passive এ পরিবর্তন কর)
  • Will they leave the country?
  • Are you going to say prayer?
  • Weren’t farmers preparing seed-bed?
  • Can your sister drive sewing machine?
  • Have they been doing group-work?
  • Oughtn’t we to respect the superiors?
  • Will teachers be holding online classes during lockdown?
  • Could I have saved the lost money?

Quiz area

favorite Welcome to your Quiz

‘Active to Passive-Interrogative starting with Helping verb’
 
  • এই Quiz এ ১০ টি MCQ questions আছে
  • প্রতিটিতে ১ নম্বর, মোট ১০ নম্বর
  • মোট সময়: ২ মিনিট
  • প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
  • উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
  • Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
  • Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
  • ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
  • ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *