14. Active থেকে Passive: (Verb+Object) যুক্ত Imperative

Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ১৪তম lesson থেকে কয়েক lesson ব্যাপী আমরা Imperative sentence পরিবর্তনের কলাকৌশল শিখব। প্রথমেই Verb + Object যুক্ত Imperative।

Imperative sentence হল যে sentence দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হয়। Imperative sentence এর অপেক্ষাকৃত সরল একটি structure হল (Verb + Object)। আমরা এখানে এই structure এ গঠিত sentence কে Passive করার কলাকৌশল প্রদর্শন করব।


সুতরাং, আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure হল-

Verb Object
Take the book

Active to Passive: (Verb + Object) যুক্ত Imperative

(Verb + Object) যুক্ত Imperative sentence এর Passive structure টা একেবারেই সহজ। চল আমরা এক নজরে এ ধরনের sentence এর Active ও Passive structure টা দেখে নিই-

Active
Verb Object
Close the door
Passive
Let Object Be Pr. Verb (V3)
Let the door be closed.

অর্থাৎ ধারাবাহিকভাবে-

  1. শুরুতেই Let বসবে।
  2. Object টি অপরিবর্তিত অবস্থায় বসবে
  3. be বসবে।
  4. Main Verb এর Past participle (V3) form বসবে।


লক্ষনীয়

আমরা জানি, Imperative sentence Verb দিয়ে শুরু হয়। Subject ‘You’ সব সময় উহ্য (silent) থাকে অর্থাৎ লিখিত হয়না। যদি উপরোক্ত structure এ আমরা ‘You’ ব্যবহার করি, তাহলে Active এ তার রূপ দাঁড়ায়-

Active
(YOU) Verb Object
(You) Close the door

যার Passive হবে-

Passive
Let Object Be Pr. Verb (V3) (BY YOU)
Let the door be closed. (by you).

মনে রেখ, Active এ ‘You’ না থাকলেও Passive এ ‘(by you)’ ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে (নিচের উদাহরন এর মত)। আবার না দিলেও সমস্যা নেই।

Active: Open your book
Passive: Let your book be opened (by you).

যাই হোক, আমাদের Imperative sentence এর আলোচনায় আমরা সর্বদা You কে অগ্রাহ্য করব।



এবার সমাধানসহ নিচের Example গুলো নিবিড়ভাবে লক্ষ্য কর এবং বর্তমান lesson থেকে তোমার অর্জিত অভিজ্ঞতার আলোকে মিলিয়ে নাও। Underline করা verb টি দেখে Object টিও চিনে নাও-

More Examples

Active: Open your text book.
Passive: Let your text book be opened (by you).

Active: Look at the whiteboard.
Passive: Let the whiteboard be looked at.

Active: Read the passage carefully.
Passive: Let the passage be read carefully.

Active: Take care of your health.
Passive: Let your health be taken care of.

Active: Always speak the truth.
Passive: Let the truth always be spoken.

Verb দিয়ে শুরু Imperative কে Passive করার বিকল্প পদ্ধতি

প্রথমে (Verb + Object) যুক্ত একটি Imperative sentence নিই-

Take this medicine

যাকে পূর্বোক্ত নিয়মে Passive করলে দাঁড়ায়-

Let this medicine be taken.

কিন্তু Subject ‘You’ কে কাজে লাগিয়ে অনুরোধ (request) প্রকাশক এই sentence টিকে অন্যভাবেও Passive করা যায়-

You are requested to take this medicine.

কিন্তু কিভাবে হল?

আমরা জানি Imperative sentence এ সচরাচর নিম্নলিখিত ধারনা (idea) গুলি প্রকাশ পায়-

  • আদেশ-Order
  • উপদেশ-Advice
  • অনুরোধ-Request
  • আহবান-Tell

sentence টিতে কি প্রকাশ পেল তা নির্ণয় করে নিম্নের structure এ বসিয়ে দিলেই Passive হয়ে যাবে-

You are ordered/advised/requested/told to + Verb থেকে পুরো sentence টি

যেমন-

Active: Get out at once.
Passive: You are ordered to get out at once.

Active: Please, give me some money.
Passive: You are requested to give me some money.

Active: Read at the time of reading.
Passive: You are advised to Read at the time of reading.

Active: Come with me.
Passive: You are told to come with me.

তুমি হয়ত ভাবছ, এত জটিলতায় যাওয়ার কি প্রয়োজন? প্রথম Rule টাই তো সহজ। হ্যাঁ, প্রথম Rule অনুসরন করেই তুমি সব সময় করতে পার, কিন্তু কিছু ক্ষেত্র আছে যেখানে এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া কোন উপায় থাকবেনা।

আমরা জানি, Voice change মানেই Transitive verb নিয়ে কাজ-কারবার। অর্থাৎ- যে sentence এর verb টি Transitive (বা verb টির Object আছে), তারই Passive voice হওয়া সম্ভব (ব্যতিক্রম ছাড়া)। Intransitive verb এর Voice change হয়না।

কিন্তু, এই নিয়মে তোমরা Intransitive verb যুক্ত Imperative কেও Passive করতে পারবে। বা তোমাদেরকে যদি এ ধরনের Intransitive verb এর Imperative কে Passive করতে দেওয়া হয় তাহলে, এই নিয়ম ছাড়া বিকল্প থাকবেনা। উপরের চতুর্থ উদাহরনটি দেখ।



আশা করছি তোমরা (Verb + Object) যুক্ত Imperative sentence কে কিভাবে Passive করতে হয় তা ভালভাবে বুঝতে পেরেছ।


Conclusion

(Verb + Object) যুক্ত Imperative sentence কে Passive করতে-

  • শুরুতেই Let বসবে।
  • Object টি অপরিবর্তিত অবস্থায় বসবে
  • be বসবে।
  • Principal Verb এর (V3) form বসবে।


assessmentTest yourself

এবার (Verb + Object) যুক্ত Imperative sentence নিয়ে গঠিত নিচের Exercise গুলো নিজে নিজে Try কর। তোমার প্রচেষ্টা শেষে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।

Exercise
(Active থেকে Passive এ পরিবর্তন কর)
  • Respect your superiors.
  • Ger rid of your bad habit.
  • Sleep quietly.
  • Look after your parents at their old age.
  • Send the message immediately.

Quiz area

favorite Welcome to your Quiz

‘Active to Passive: Imperative with (Verb+Object)’
 
  • এই Quiz এ ৫টি MCQ questions আছে
  • প্রতিটিতে ১ নম্বর, মোট ৫ নম্বর
  • মোট সময়: ১ মিনিট
  • প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
  • উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
  • Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
  • Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
  • ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *