17. Active থেকে Passive: Dative of Interest যুক্ত Imperative

Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ১৭তম Lesson টিতে আমরা Dative of Interest যুক্ত Imperative sentence নিয়ে আলোকপাত করব।


আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure হল-

Verb + Ind. Obj (Dative of Interest) + Direct Object

Related Links

এই Lesson এ প্রবেশ করার পূর্বে তোমরা পূর্ববর্তী (১৬তম) Double Object যুক্ত Imperative sentence এর Lesson টা revise করে নাও-

প্রয়োজনে Dative of Interest এর basic টাও একবার visit করে আস-

Active to Passive: Double Object যুক্ত Imperative

লক্ষ্য কর, (Verb + Indirect Object + Direct Object) এবং (Verb + Dative of Interest + Direct Object) এ দুটি structure এক নয় যদিও দৃশ্যতঃ একই রকম মনে হতে পারে।

Dative of Interest হিসাবে Indirect Object বসে কিন্তু সব Indirect ObjectDative of Interest নয়। শুধুমাত্র Direct Object এর সাথে বসে এমন কিছু কিছু Transitive verb (যেমন- bring, buy, read…) ই Dative of Interest গ্রহনের যোগ্য (Dative of Interest এর basic টা ভালভাবে পড়ে নাও)।

তাহলে Dative of Interest যুক্ত Imperative sentence এর Active structure টা লক্ষ্য করি-

Active
Verb Dative
of
Interest
(Obj)
Direct
Object
Bring me a pen

যার Passive হবে-

Passive
Let Direct
Object
Be Pr.
Verb (V3)
FOR Dative
of
Interest
Let a pen be brought for me

অর্থাৎ ধারাবাহিকভাবে-

  1. শুরুতেই Let বসবে।
  2. Direct Object টি অপরিবর্তিত অবস্থায় বসবে
  3. be বসবে।
  4. Main Verb এর Past participle (V3) form বসবে।
  5. for বসবে।
  6. Dative of Interest হিসাবে ব্যবহৃত Object টি অবিকল বসবে।

লক্ষনীয়, Double Object যুক্ত Imperative এর ক্ষেত্রে Indirect Object টির পূর্বে to বসে; পক্ষান্তরে, Dative of Interest যুক্ত Imperative এর ক্ষেত্রে Dative of Interest (যা মূলতঃ একটি Indirect Object) এর পূর্বে for বসে।



এবার সমাধানসহ নিচের Example গুলো নিবিড়ভাবে লক্ষ্য কর এবং বর্তমান lesson থেকে তোমার অর্জিত অভিজ্ঞতার আলোকে মিলিয়ে নাও-

More Examples

Active: Bring me a sheet of blotting paper.
Passive: Let some blotting paper be brought for me.

Active: Pour me some lemon-juice.
Passive: Let some lemon-juice be poured for me.


আশা করছি Dative of Interest যুক্ত Imperative sentence এর Voice changing দক্ষতার সাথে করতে পারবে।


Conclusion

Dative of Interest যুক্ত Imperative sentence কে Passive করতে-

  • পূর্ববর্তী (Lesson-16) Double Object যুক্ত Imperative sentence এর Rule টা অনুসরন করবে।
  • শুধুমাত্র Direct Object টিকেই Let এর পরে আনবে।
  • Dative of Interest এর পূর্বে for বসাবে to নয়।
assessmentTest yourself

এবার Dative of Interest সংশ্লিষ্ট নিচের Exercise গুলো Try কর। তোমার Trial শেষে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।

Exercise
(Active থেকে Passive এ পরিবর্তন কর)
  • Bring me a glass of water.
  • Pluck her some flowers.
  • Buy him a new set of school dress.
  • Bring the teacher an English book.
  • Write us a patriotic song.

Quiz area

favorite Welcome to your Quiz

‘Active to Passive: Imperative with Dative of Interest’
 
  • এই Quiz এ ৫টি MCQ questions আছে
  • প্রতিটিতে ১ নম্বর, মোট ৫ নম্বর
  • মোট সময়: ১ মিনিট
  • প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
  • উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
  • Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
  • Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
  • ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *