15. Active থেকে Passive: Don’t/Never দিয়ে শুরু Imperative
Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ১৫তম Lesson টিতে আমরা Don’t/Never দিয়ে শুরু Imperative sentence নিয়ে আলোচনা করব।
আমাদের Imperative series এর প্রথম (পূর্ববর্তী) “(Verb + Object) যুক্ত Imperative” lesson টি মূলতঃ বর্তমান lesson টির সূচনামূলক অধ্যায়। Link টি এখনই visit করে এসো (Related Link দ্রষ্টব্য)।
Don’t/Never দিয়ে শুরু Imperative গুলো মূলতঃ Negative-Imperative অর্থাৎ আদেশ-উপদাশের বিপরীত ‘নিষেধ’ প্রকাশ করে। structure টা একেবারেই সহজ। (Verb + Object) এর শুরুতে Don’t/Never বসিয়ে দিলেই হল।
আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure হল-
DON’T/NEVER | Verb | Object |
---|---|---|
Don’t/Never | disturb | the class |
Related Links
Active to Passive: সকল Imperative এর Rule
Active to Passive: Don’t/Never দিয়ে শুরু Imperative
Do not বা Don’t মানে ‘না’ এবং Never মানে ‘কখনো না’। যেমন- Don’t touch it- একে স্পর্শ করোনা। কিন্তু Never touch it- একে কখনো স্পর্শ করোনা। অর্থের দিক থেকে দুটি word এ সামান্য হেরফের থাকলেও Voice changing এর ক্ষেত্রে structural পার্থক্য খুবই সামান্য। চল আলাদাভাবে clarify করা যাক-
Don’t দিয়ে শুরু Active ও Passive structure টা লক্ষ্য কর-
DON’T | Verb | Object |
---|---|---|
Don’t | disturb | the class. |
NOT | Object | NOT | BE | Pr. Verb (V3) |
---|---|---|---|---|
Let | the class | not | be | disturbed |
অর্থাৎ ধারাবাহিকভাবে-
- শুরুতে Let বসবে।
- Object টি অপরিবর্তিত অবস্থায় বসবে
- not বসবে (Do not বা Don’t এর not টি শুধু বসবে; do কোথাও বসবেনা)।
- be বসবে।
- Main Verb এর Past participle (V3) form বসবে।
** Note: তোমরা প্রশ্ন করতে পার, এই sentence টিকে তো ‘Let not the class be disturbed’- এভাবেও করা যায়। হ্যাঁ, এভাবে করলে grammatically incorrect হবেনা। কিন্তু এই পদ্ধতিটা একটা old-practice; সুতরাং একে এড়িয়ে উপরের নিয়মে করাটাই অধিক যুক্তিযুক্ত।
এবার Never দিয়ে শুরু Active ও Passive structure টা লক্ষ্য কর-
NEVER | Verb | Object |
---|---|---|
Never | disturb | the class. |
LET | Object | NEVER | BE | Pr. Verb (V3) |
---|---|---|---|---|
Let | the class | never | be | disturbed |
অর্থাৎ ধারাবাহিকভাবে-
- শুরুতে Let বসবে।
- Object টি অপরিবর্তিত অবস্থায় বসবে
- never বসবে।
- be বসবে।
- Main Verb এর Past participle (V3) form বসবে।
এবার সমাধানসহ নিচের Example গুলো নিবিড়ভাবে লক্ষ্য কর এবং বর্তমান lesson থেকে তোমার অর্জিত অভিজ্ঞতার আলোকে মিলিয়ে নাও-
Active: Do not touch this glass.
Passive: Let this glass not be touched.
Active: Never waste drinking water.
Passive: Let drinking water never be wasted.
Active: Don’t speak ill of others.
Passive: Let others not be spoken ill of.
Active: Never tell a lie.
Passive: Let a lie never be told.
Active: Do not look at me.
Passive: Let me not be looked at.
আশা করছি তোমরা Don’t/Never দিয়ে শুরু Imperative sentence কে Passive করার কৌশলটা ভালভাবে বুঝতে পেরেছ।
Don’t/Never দিয়ে শুরু Imperative sentence কে Passive করতে-
- শুরুতে Let বসবে।
- Object টি অপরিবর্তিত অবস্থায় বসবে; Subject এ পরিবর্তন হবেনা।
- not বসবে (Do not বা Don’t এর not টি শুধু বসবে; do কোথাও বসবেনা)।
- be বসবে।
- Principal Verb এর (V3) form বসবে।
এবার Don’t/Never দিয়ে শুরু Imperative sentence sentence এর নিচের Exercise গুলো নিজে নিজে Try কর। তোমার প্রচেষ্টা শেষে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- Do not eat junk food.
- Never put off your work for tomorrow.
- Don’t look down upon the poor.
- Do not put off your uniform.
- Never indulge sluggishness.
Quiz area
‘Active to Passive-Imperative starting with Don’t/Never’
- এই Quiz এ ৫ টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ৫ নম্বর
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- প্রতিটি উত্তরে click করার সাথে সাথে Result Review কর এবং Next বাটনে Click কর।
- সব উত্তর দেওয়া শেষ হওয়ার সাথে সাথে তোমার score জেনে নাও।
- Quiz টি পুনরায় দিতে Browser window টি Refresh কর এবং ‘Start Quiz’ বাটনে Click করে পুনরায় শুরু কর।