06. Change Active to Passive: Reflexive Object যুক্ত Assertive
Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ৬ষ্ঠ Lesson টিতে আমরা Object হিসাবে Reflexive Pronoun যুক্ত Assertive sentence পরিবর্তনের কলাকৌশল উপস্থাপন করব।
আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure নিম্নরূপ-
Subject + Reflexive Verb + Reflexive Object
Related Links
- Change Active voice to Passive: Assertive with Cognate Object
- 01. সাধারন Assertive sentence (শুধু Principal verb যুক্ত)
- 02. সাধারন Assertive (Helping verb + Principal verb) যুক্ত
- 03. Double Object যুক্ত Assertive
- 04. Factitive verb যুক্ত Assertive
- 05. Cognate Object যুক্ত Assertive
- 06. Reflexive Pronoun যুক্ত sentence
- 07. Phrasal verb যুক্ত sentence
- 08. S+V+O ছাড়াও অন্যান্য উপাদান যুক্ত sentence
- 09. Subject ও Object এর সাথে Participle phrase যুক্ত sentence
- Object এর Subject রূপ দেওয়া।
- Helping verb (to be form) বসানো।
- Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন।
- আবশ্যিকভাবে একটি Preposition (সাধারনত by) বসানো।
- Subject এর Object রূপ দেওয়া।
- Subject টি Subject হিসাবে অপরিবর্তিত থাকবে।
- যথার্থ Helping verb বসাতে হবে।
- Principal verb কে Past participle (V3) তে পরিবর্তন করে বসাতে হবে।
- Preposition by বসাতে হবে।
- Object টি Object হিসাবে অপরিবর্তিত থাকবে।
- Subject কে Subject হিসাবেই ব্যবহার করতে হবে।
- Object কে Object হিসাবেই ব্যবহার করতে হবে।
- বাকি সব কিছু অপরিবর্তিত থাকবে।
- The child is bathing itself.
- I always fan myself.
- You’ve washed yourself.
- The plant is growing itself.
- The man had lost himself.
- এই Quiz এ ৫টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ৫ নম্বর
- মোট সময়: ১ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
Active to Passive: সকল Assertive এর Rule
Active to Passive: Reflexive Object যুক্ত Assertive
Reflexive Pronoun এর Basic নিয়ে আমরা ভিন্ন lesson এ আলোচনা করেছি। উপরের Link থেকে দেখে নাও-
Personal Pronoun যখন Object হিসাবে বসে তখন তা Subject ধারনাকেই Reflect (প্রতিফলিত) করে এবং একে বলা হয় Reflexive Object । যেমন- He killed himself- সে আত্বহত্যা করল বা সে নিজেকেই হত্যা করল।
তাহলে দেখে নাও, Reflective Object যুক্ত Assertive sentence এর Active structure টা কেমন হয়-
Subject | Verb | Reflexive Object |
---|---|---|
He | killed | himself |
সে | হত্যা করল | নিজেকে |
এই Passive এর structure এ প্রবেশ করার পূর্বে চল সাধারন Assertive sentence (Sub + Verb + Object) এর Passive Rule টা আর একবার স্মরন করে নিই-
ধারাবাহিকভাবে-
পার্থক্যটা হল, এক্ষেত্রে Subject Subject ই থাকবে এবং Object Object ই থাকবে। সাধারন Rule এর মত Object Subject এ পরিনত হবেনা বা Subject Object এ পরিনত হবেনা। Passive structure টা লক্ষ্য কর-
Sub. to Sub. | Helping verb | Principal verb (V3) | Preposition-by | Obj. to Obj. |
---|---|---|---|---|
He | was | killed | by | himself |
অর্থাৎ ধারাবাহিকভাবে-
অপেক্ষাকৃত সহজ নিঃসন্দেহে, তাই না?
এখন আরো কয়েকটি উদাহরন দেখ এবং বর্তমান lesson থেকে তোমার অর্জিত experience এর আলোকে মিলিয়ে নাও-
Active: The man is washing himself.
Passive: The man is being washed by himself.
Active: The guest fans himself.
Passive: The guest is fanned by himself.
Active: She hurt herself.
Passive: She was hurt by herself.
Active: They were blaming themselves.
Passive: They were being blamed by themselves.
Active: The baby is eating itself.
Passive: The baby is being eaten by itself.
Active: You’ve tried yourself.
Passive: You have been tried by yourself.
আশা করছি তোমরা Reflexive Object যুক্ত Assertive sentence এর Voice changing এর কৌশলটা টা তোমরা ভালভাবে বুঝতে পেরেছ।
(Subject + Verb + Reflexive Object) যুক্ত Assertive sentence কে Passive করতে-
এবার (Subject + Factitive verb + Object + Objective complement) যুক্ত sentence এর নিচের Exercise গুলো নিজে নিজে Try কর। তোমার প্রচেষ্টা শেষে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
Quiz area
‘Active to Passive: Assertive with Reflexive Object’