22. Active থেকে Passive: multiple clauses যুক্ত Assertive
Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ২২তম Lesson টিতে আমরা একের অধিক clause যুক্ত sentence নিয়ে বিশেষতঃ Complex sentence নিয়ে deal করব।
(Sub + Verb) যুক্ত একটি sentence এর গঠনের ভিতরেই যদি অন্য (Sub + Verb) এর অস্তিত্ব থাকে যার গঠন sentence এরই মত, তখন (Sub + Verb) যুক্ত প্রতিটি অংশই এক একটি clause। কোন sentence এ দুটি Clause থাকলে আবশ্যিকভাবে একটি সংযোজক (Linking Word) থাকবে; আর তিনটি Clause থাকলে অন্ততঃ দুটি Linking Word থাকবে।
এই lesson এ আমরা এরূপ একাধিক (২ টি) clause যুক্ত sentence এর Voice changing নিয়ে আলোচনা করব। Sentence এর structure হবে সহজ-সরল (Subject + Verb + Object) যুক্ত Assertive sentence এর structure ই। পার্থক্য হল এর Subject বা Object টিই হবে একটি clause যা অপরিবর্তিত অবস্থায় Passive voice এর Object বা Subject হবে। কিন্তু clause সম্বন্ধে ধারনা না থাকলে, পুরো sentence টিকেই দুর্বোধ্য ও গোলমেলে মনে হতে পারে।
তাই Clause বিষয়ক আমাদের basic lesson টা এখনি study করে নাও (Related Link দ্রষ্টব্য)-
আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure নিম্নরূপ-
Subject + Verb + Object
Related Links
Active voice to Passive: Advanced Rules
Active to Passive: একাধিক clause যুক্ত Assertive
আমরা এখানে দুটি Clause আছে এমন দুই ধরনের sentence এর Voice changing এর কলাকৌশল আলোচনা করব-
- যখন Object একটি clause
- যখন Subject একটি clause
আমরা একটি উদাহরন নিই-
We | eat | rice |
---|---|---|
Sub | Verb | object |
স্পষ্টতঃ এখানে Verb ‘eat’ অর্থ- খাওয়া। যদি প্রশ্ন করি- আমরা ‘কি’ খাই? উত্তর হল- rice। সুতরাং rice হল sentence টির Object যা একটি word।
কিন্তু logically, ‘আমরা ‘কি’ খাই?’- এই প্রশ্নের উত্তরে যা লিখব তাই হবে sentence টির Object, তাই নয় কি? যদি লিখি-
We eat rice, fish and meat
এখানে স্পষ্টতঃই Object হল ‘rice, fish and meat’। কিন্তু এটি কোন word নয়, a group of words বা phrase। এবং Noun phrase কারন- Subject/Object, Noun/Pronoun ছাড়া অন্য কিছু হতে পারেনা।
এবার ‘আমরা ‘কি’ খাই?’- এই প্রশ্নের উত্তরে যদি লিখি- ‘আমরা যা দেশে উৎপাদন করি’ বা ‘what we grow in the country’, তাহলে sentence টি দাঁড়ায়-
We eat what we grow in the country
এখানে Object টা কি তা তো আমাদের আগেই জানা আছে-‘what we grow in the country’। তাহলে এই Object টি কি? এটা কি word নাকি phrase? না, এটাই হল clause- যার আছে একটি Subject (we) ও একটি Verb (grow) এবং যার সাথে সংশ্লিষ্ট Linking word টি হল ‘what’।
এখন ভেবে দেখ- Clause সম্পর্কে ধারনা পাওয়ার আগে যদি তোমাদেরকে এই sentence টিকে (We eat what we grow in the country) Voice পরিবর্তনের জন্য দেওয়া হত, তাহলে কি তা আদৌ সহজ হত?
এবার দেখে নাও- Object একটি clause- এমন ধরনের sentence কে কিভাবে Active থেকে Passive করতে হয়
Subject | Verb | Object (clause) |
---|---|---|
We | eat | what we grow in the country |
Obj. to Sub (clause) | Help. Verb | Pr. Verb (V3) | BY | Sub. to Obj. |
---|---|---|---|---|
What we grow in the country | is | eaten | by | us |
আশা করছি, এর কোন ব্যখ্যা-বিশ্লেষন নিষ্প্রয়োজন।
উদাহরনটি লক্ষ্য কর-
Sub | Verb | object |
---|---|---|
Nazrul’s writings | touched | the people |
নজরুলের লেখা | স্পর্শ করত | মানুষকে (অর্থাৎ-তাদের মনকে) |
এখানে স্পষ্টতঃ Verb হল ‘touched’। এখন, কে/কোন জিনিসটি মানুষকে touch করত? উত্তর হল- Nazrul’s writings। সুতরাং এটিই হল Subject যা একটি Noun phrase। একইভাবে প্রশ্ন করে আমরা যে উত্তরই পাব, logically সেটাই তো Subject হওয়ার কথা, তাই নয় কি?
তাহলে এবার চল sentence টিকে অন্যভাবে লিখি-
Sub | Verb | object |
---|---|---|
What Nazrul wrote | touched | the people |
নজরুল যা লিখত | স্পর্শ করত | মানুষকে (অর্থাৎ-তাদের মনকে) |
এখানে Subject তো দেখতেই পাচ্ছ- ‘What Nazrul wrote’ অর্থাৎ ‘নজরুল যা লিখত’। কিন্তু এটি কোন word বা phrase নয়, এটি হচ্ছে একটি clause যার আছে একটি Subject (Nazrul) ও একটি Verb (wrote)। সুতরাং এই sentence এর Subject হচ্ছে একটি clause।
কিন্তু পুরো sentence টি একটি সাধারন structure এর উপর দাঁড়িয়ে আছে, আর তা হল- Sub + Verb + Object।
তাহলে এ ধরনের sentence সহজেই Passive করে নাও-
Subject (clause) | Verb | Object |
---|---|---|
What Nazrul wrote |
touched | the people |
Obj. to Sub. |
Help. verb | Prin. verb (V3) |
by | Sub. to Obj (clause). |
---|---|---|---|---|
The people | were | touched | by | what Nazrul wrote |
এখন আরো কয়েকটি উদাহরন দেখ এবং বর্তমান lesson থেকে তোমার অর্জিত experience এর আলোকে মিলিয়ে নাও-
Active: I always follow what my teachers say.
Passive: What my teachers say is always followed by me.
Active: How you solved it proves your skill.
Passive: Your skill is proved by how you solved it.
Active:They earn whatever they can.
Passive: Whatever they can is earned by them.
আশা করছি, বিষয়টা ভালভাবে বুঝতে পেরেছ।
Subject/Object একটি clause এমন Assertive sentence কে Passive করতে-
- পুরো Subject/Object নির্দেশক clause টিকে অপরিবর্তিত অবস্থায় Passive voice এর Object/Subject করবে।
- সাধারন Assertive sentence এর structure অনুসরন করবে।
এবার multiple clause যুক্ত Assertive sentence নিয়ে গঠিত নিচের Exercise গুলো নিজে নিজে Try কর। তোমার প্রচেষ্টা শেষে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- I hate what you do.
- All know why she cries.
- Your behavior indicates where you’re going.
- You can’t do whatever you like.
- How you behaves shocks me.
Quiz area
‘Active to Passive: Assertive with multiple clauses’
- এই Quiz এ ৫ টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ৫ নম্বর
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- প্রতিটি উত্তরে click করার সাথে সাথে Result Review কর এবং Next বাটনে Click কর।
- সব উত্তর দেওয়া শেষ হওয়ার সাথে সাথে তোমার score জেনে নাও।
- Quiz টি পুনরায় দিতে Browser window টি Refresh কর এবং ‘Start Quiz’ বাটনে Click করে পুনরায় শুরু কর।