19. Active থেকে Passive: Infinitive ও Bare Infinitive যুক্ত Assertive

Voice পরিবর্তন বা Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ১৯তম Lesson টিতে আমরা Infinitive এবং Bare Infinitive যুক্ত sentence নিয়ে আলোচনা করব।

সাধারন অর্থে, ‘to + Verb এর base form’ যা সচরাচর- যেতে (to go), করতে (to do), পড়তে (to read), খেতে (to eat)- এ ধরনের অর্থ দেয়, তাই Infinitive। আর Infinitive phrase এ যখন ‘to’ ঊহ্য (silent) থাকে তাকে বলে Bare Infinitive।

Sentence construction এ Infinitive বিভিন্ন স্থানে বসতে পারে। যেমন-

  • Subject হিসাবে
  • Object হিসাবে
  • Sentence এর শুরুতে
  • Sentence এর শেষে
  • Adverbial হিসাবে ইত্যাদি।

তবে আমরা এখন সে ধরনের Infinitive নিয়ে আলোচনে করব, যার অবস্থান Transitive verb এর পরে।


আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure হল-

Subject + Verb + Infinitive + Object

Related Links

Infinitive এর অবস্থান Subject এর পূর্বে এবং Object এর পরে হলে তা অপরিবর্তিত অবস্থায় বসবে। এ ধরনের sentence এর Voice changing এর কলাকৌশল জানতে, নিচের লিঙ্কটি visit কর-

বর্তমান lesson এর প্রয়োজনে Voice changing এর Common rule গুলো আর একবার দেখে নাও-

Assertive এর সূচনামূলক (Sub + Verb + Object) lesson টাও একবার revise করে নাও-

Active to Passive: Infinitive যুক্ত Assertive sentence

প্রথমেই Infinitive যুক্ত Assertive sentence এর Active structure টা লক্ষ্য করি-

Active
Subject Verb Infinitive Object
I decided to clean the room

এই sentence টিকে বিভিন্নভাবে Passive করা যায়; যেমন-

Active: I decided to clean the room.
1. Passive: I decided the room to be cleaned.
2. Passive: It was decided by me to clean the room.
3. Passive: To clean the room was decided by me.
4. Passive: The room was decided to be cleaned by me.

এখন চল দেখা যাক, কোন পদ্ধতিটি ব্যবহার করা তোমাদের জন্য সুবিধাজনক, যৌক্তিক, সহজতর এবং নিরাপদ।

4.

Active: I decided to clean the room.
Passive: The room was decided to be cleaned by me.

এখানে দুইবার Passive করা হয়েছে (was decided, to be cleaned)। Double Passive যদিও Grammar এ অগ্রহনযোগ্য নয়, এটি অর্থের জটিলতা এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সুতরাং এই পদ্ধতিটি ব্যবহার না করাই শ্রেয়।

3.

Active: I decided to clean the room.
Passive: To clean the room was decided by me.

এখানে Infinitive ও Object নিয়ে পুরো Infinitive phrase টিকে ‘decided’ verb টির Object ধরা হয়েছে।এখানে Noun phrase হিসাবে কাজ করেছে। Infinitive phrase টিকে চিহ্নিত করতে পারলে এই পদ্ধতিতে করা যাইতে পারে।কিন্তু এটা আমাদের Suggestion নয়।

2.

Active: I decided to clean the room.
Passive: It was decided by me to clean the room.

এখানে, Introductory ‘it’ কে Passive voice এর Subject করে একবার Passive করা হয়েছে এবং Infinitive phrase টিকে অপরিবর্তিত অবস্থায় শেষে বসানো হয়েছে যা চমৎকার হয়েছে। এই পদ্ধতিটি অনুসরন করা যেতে পারে।

1.

Active: I decided to clean the room.
Passive: I decided the room to be cleaned.

এখানেও একবার Passive করা হয়েছে (Infinitive কে)। (Sub + Verb + Object) অপরিবর্তিত অবস্থায় Active mode এ প্রথমে বসানো হয়েছে। এই পদ্ধতিতে করাটা আমাদের first suggestion।

যাই হোক, উপরের প্রথম (1) ও দ্বিতীয় (2) পদ্ধতিকে তোমাদের জন্য suggest করছি। চল উদাহরন ও ব্যখ্যা-বিশ্লেষন সহকারে এগুলোর Active ও Passive structure জেনে নিই-

পদ্ধতি- ১
Active
Subject Verb Infinitive Object
The chairman proposed to close the meeting
Passive
Sub.
to
Sub.
Verb Obj.
to
Obj
TO BE Infinitive-Verb
(V3)
The chairman proposed the meeting to be closed

অর্থাৎ ধারাবাহিকভাবে-

  1. Subject টি Subject হিসাবে অপরিবর্তিত রয়ে যাবে।
  2. Principal verb টি অপরিবর্তিত রয়ে যাবে।
  3. Object টি Object হিসাবে অপরিবর্তিত রয়ে যাবে।
  4. to এর বদলে to be বসবে।
  5. Infinitive এর verb টির Past Participle form বসবে।
পদ্ধতি- ২
Active
Subject Verb Infinitive
phrase
The chairman proposed to close the meeting
Passive
Intro-
ductory
‘IT’
Help.
Verb
Pr.
Verb (V3)
BY Sub.
to
Obj.
Infi-
nitive
phrase
It was proposed by the
chairman
to
close
the meeting

অর্থাৎ ধারাবাহিকভাবে-

  1. Passive-subject হিসাবে Introductory ‘it’ বসবে।
  2. যথার্থ Helping verb বসবে।
  3. Principal verb এর Past participle (V3) form বসবে।
  4. Preposition ‘by’ বসবে।
  5. Subject এর Object রূপ বসবে।
  6. Infinitive phrase (to + Verb + Object) অংশটুকু অপরিবর্তিত অবস্থায় বসবে।

এখন আরো Example লক্ষ্য কর-

More Examples

Active: She began to wash the clothes.
Passive: She began the clothes to be washed.

Active: They were planning to set up a bamboo bridge.
Passive: They were planning a bamboo bridge to be set up.
Passive: It was being planned by them to set up a bamboo bridge.

Active: He has forgotten to lock the door.
Passive: He has forgotten the door to be locked.

Active to Passive: Bare Infinitive যুক্ত sentence

পূর্বেই বলেছি, Bare Infinitive হল ‘to’ বিহীন Infinitive। একটা উদাহরন নেওয়া যাক-

I saw him go away
আমি দেখলাম তাকে চলে যেতে

আমরা ‘চলে যেতে (go away)’ অংশটুকু লক্ষ্য করি। এখানে স্পষ্টতই বুঝা যাচ্ছে, ‘চলে যেতে’ অংশটুকু Infinitive যার English হবে ‘to go away’। কিন্তু, এখানে ‘to’ ঊহ্য রয়েছে, যা হল Bare Infinitive এর একটি সরল উদাহরন।

sentence টিকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে লিখি তাহলে দাঁড়ায়-

I saw him to go away

প্রসঙ্গক্রমে, এ ধরনের Bare Infinitive কে support করা verb এর সংখ্যা কিন্তু খুব বেশী নয়। সচরাচর ব্যবহৃত এরূপ কয়েকটি verb হল-

  • bid
  • hear
  • make
  • see
  • let
  • need
  • dare etc.

যাই হোক, এ ধরনের Sub-Verb-Object এর বাইরে অতিরিক্ত উপাদান হিসাবে Bare Infinitive যুক্ত sentence কে Passive করার structure টা আমাদের উপরে আলোচিত Rule এর সাথে মিলবেনা। এর সাথে মিল আছে, Additional element যুক্ত Assertive sentence এর Rule টির (যা আছে Lesson-08 এ)। এখনই Revise করা নাও।

এবার চল Bare Infinitive যুক্ত sentence এর Active ও Passive structure টা fix করে নিই-

Active
Subject Verb Object Bare Infinitive
I saw him go away
Passive
Obj.
to
Sub.
Help.
verb
Prin.
verb (V3)
TO Bare
Infinitive
by Sub.
to
Obj.
He was seen to go away by me

অর্থাৎ, ধারাবাহিকভাবে-

  1. Object এর Subject বসানো।
  2. যথাযথ Helping verb বসানো।
  3. Principal verb এর (V3) form
  4. to সহ Bare Infinitive টি বসানো।
  5. Preposition by বসানো।
  6. Subject এর Object রূপ।

** লক্ষনীয় যে, Active এ Bare Infinitive এর to না থাকলেও Passive এ থাকবে। Passive এ (to + Bare Infinitive) অংশটি V3 এর পরে বা সবশেষে বসানো যেতে পারে (যেখানে fit করে)



এবার সমাধানসহ নিচের Example গুলো নিবিড়ভাবে লক্ষ্য কর এবং বর্তমান lesson থেকে তোমার অর্জিত অভিজ্ঞতার আলোকে মিলিয়ে নাও-

More Examples

Active: Players need to take rest.
Passive: Players need rest to be taken.
Or, Passive: It is needed by players to take rest.

Active: He intended to set up a hospital.
Passive: It was intended by him to set up a hospital.

Active: A stranger made me write a phone number.
Passive: I was made to write a phone number by a stranger.

Active: He refused to grant the money.
Passive: He refused the money to be granted.

Active: At last, they let the boy go away.
Passive: At last, the boy was let by them to go away.

আশা করছি Infinitive যুক্ত sentence এর Voice changing টা তোমাদের আয়ত্বে এসে গেছে।



assessmentTest yourself

এবার Infinitive যুক্ত sentence এর নিচের Exercise গুলো নিজে নিজে Try কর। তোমার প্রচেষ্টা শেষে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।

Exercise
(Active থেকে Passive এ পরিবর্তন কর)
  • We like to play cricket.
  • The winning team planned to arrange a party.
  • After sunset, they began to welcome the guests.
  • I bade him bring a sheet of paper.
  • She has forgotten to take the key.

Quiz area

favorite Welcome to your Quiz

‘Active to Passive: Infinitive and Bare Infinitive’
 
  • এই Quiz এ ৫ টি MCQ questions আছে
  • প্রতিটিতে ১ নম্বর, মোট ৫ নম্বর
  • মোট সময়: ১ মিনিট
  • প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
  • উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
  • Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
  • Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
  • ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
  • ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *