08. Active থেকে Passive: অতিরিক্ত Grammatical Elements যুক্ত Assertive
Active voice থেকে Passive voice এ পরিবর্তনের ৮ম Lesson টিতে আমরা (Sub + Verb + Object) ছাড়াও অন্যান্য উপাদান যুক্ত Assertive sentence নিয়ে আলোচনা করব।
পূর্বোক্ত lesson গুলিতে আমরা মোটামুটি Subject, Verb এবং Object যুক্ত sentence নিয়েই আলোচনা করেছি। কিন্তু Subject-Verb-Object ছাড়াও অন্যান্য ঊপাদানযুক্ত sentence কেও তোমাদের Passive করার প্রয়োজন হতে পারে।
যদিও এ ধরনের sentence এ পূর্বোক্ত নিয়মে প্রধানতঃ Subject-Verb-Object কেই পরিবর্তনের আওতায় আনতে হয়, অন্যান্য অংশ অপরিবর্তিত থাকে, তথাপি Additional উপাদানগুলো তোমাদের-
- ধাঁধাঁয় ফেলতে পারে বা বিভ্রান্ত করতে পারে।
- প্রথম দৃষ্টিতেই sentence টিকে দীর্ঘ ও কঠিন মনে হতে পারে।
- Subject-Verb-Object চিহ্নিতকরনে ভুল হতে পারে।
- অতিরিক্ত উপাদানগুলো Passive এ কোথায় বসবে- এ ব্যাপারে সমস্যা সৃষ্টি হতে পারে।
I | can type | 50 words | in a minute |
---|---|---|---|
Sub | Verb | Object | Adverbial |
যাই হোক, আশা করছি এ lesson এ তোমরা এ সংক্রান্ত প্রশ্নের সুস্পষ্ট সমাধানই পাবে।
আমরা এখন যে ধরনের sentence নিয়ে আলোচনে করব, তার structure মূলতঃ সাধারন Assertive sentence এরই structure-
Subject + Verb + Object
Related Links
Active to Passive: সকল Assertive এর Rule
- 01. সাধারন Assertive sentence (শুধু Principal verb যুক্ত)
- 02. সাধারন Assertive (Helping verb + Principal verb) যুক্ত
- 03. Double Object যুক্ত Assertive
- 04. Factitive verb যুক্ত Assertive
- 05. Cognate Object যুক্ত Assertive
- 06. Reflexive Pronoun যুক্ত sentence
- 07. Phrasal verb যুক্ত sentence
- 08. S+V+O ছাড়াও অন্যান্য উপাদান যুক্ত sentence
- 09. Subject ও Object এর সাথে Participle phrase যুক্ত sentence
Active to Passive: Subjec-Verb-Object এর বাইরে অন্যান্য উপাদানযুক্ত sentence
প্রশ্ন হল- Subject-Verb-Object এর বাইরে অতিরিক্ত উপাদান (Additional elements) বা অংশ কোথায় থাকে?
জেনে নাও, নিচের তালিকা থেকে।
- Subject এর পূর্বে বা sentence এর শুরুতে।
- Subject ও Helping verb এর মাঝখানে।
- Helping verb ও Principal verb এর মাঝে।
- Principal verb ও Object এর মাঝখানে।
- Object এর পরে বা sentence এর শেষে।
এই পর্যায়ে প্রশ্ন, কি সেই উপাদানগুলো যা উপরোক্ত স্থান সমূহে বসতে পারে? জেনে নাও-
- Adverb: যে কোন স্থানে থাকতে পারে সচরাচর বেশী বেশী (frequently) চোখে পড়ে।
- Adverbial: একাধিক word নিয়ে গঠিত phrase যখন Adverb এর কাজ করে। সাধারণত sentence এর শুরুতে ও শেষে থাকে।
- Prepositional phrase: Preposition ও এর Object (Noun/Pronoun) দ্বারা গঠিত। সাধারনত sentence এর শুরুতে ও শেষে থাকে। Adverb এর কাজ করে, তাই একে Adverbial ও বলা যায়।
- Participle phrase: Participle ও এর Object (Noun/Pronoun) দ্বারা গঠিত। সাধারনত sentence এর শুরুতে ও শেষে থাকে। Adverb এর কাজ করে, তাই একে Adverbial ও বলা যায়।
- Infinitive phrase: Infinitive (to + verb এর base form) ও ক্ষেত্রবিশেষে এর Object (Noun/Pronoun) দ্বারা গঠিত। সাধারনত sentence এর শুরুতে ও শেষে থাকে। Adverb এর কাজ করে, তাই একে Adverbial ও বলা যায়।
এ ধরনের আরো কিছু উপাদান Subject-Verb-Object এর সাথে সংযুক্ত থাকতে পারে। যাই হোক, উপরোক্ত type গুলো practice করলেই আশা করা যায় অনুরূপ যে কোন প্রকরের sentence কে দক্ষতার সাথে Passive করা যাবে।
এবার চল আলোচ্য বিভিন্ন উপাদান সম্বলিত একগুচ্ছ Active sentence এর উদাহরন নিই। পরবর্তিতে structure সহকারে step-by-step ওগুলোকে Passive এ রূপান্তর করা হবে। উদাহরনের সমাধান প্রক্রিয়া দেখতে দেখতে পড়তে পড়তেই সবকিছু তোমাদের নখদর্পনে চলে আসবে।
- Ex-01: Sometimes he writes poem.
- Ex-02: Late at night, Salimuddin closes the shop.
- Ex-03: The man frequently drives the new car.
- Ex-04: The boy could suddenly answer the question.
- Ex-05: They sent the message instantly.
- Ex-06: I can calculate it within a few seceonds.
- Ex-07: Entering the cave, the fox saw the lion.
- Ex-08: He bought the land to establish a hospital.
- Ex-09: In the very childhood Wasik learnt MS Word.
- Ex-10: On holiday, Ayesha helps mother in the kitchen.
এখন বিস্তারিত ব্যখ্যা বিশ্লেষন সহকারে চল এগুলো সমাধান করা যাক-
Additional element যুক্ত Assertive sentence কে Passive করার উপায়
চল প্রথমেই সাধারন Assertive sentence (Sub + Verb + Object) এর Passive Rule টা আর একবার স্মরন করে নিই; কারন এখানে আমরা basically এই Rule টিই apply করব-
ধারাবাহিকভাবে-
- Object এর Subject রূপ দেওয়া।
- Helping verb (to be form) বসানো।
- Principal (Main) verb কে Past participle (V3) তে পরিবর্তন।
- আবশ্যিকভাবে একটি Preposition (সাধারনত by) বসানো।
- Subject এর Object রূপ দেওয়া।
এবার একে একে Example গুলো solve করা যাক,
Adverb | Subject | Verb | Object |
---|---|---|---|
Sometimes | he | writes | poem |
Adverb | Obj. to Sub. | Help. V | Prin. V (V3) | BY | Sub. to Obj. |
---|---|---|---|---|---|
Sometimes | poem | is | written | by | him |
অর্থাৎ-
- Adverb বা Adverbial sentence এর শুরুতে থাকলে তা অপরিবর্তিত অবস্থায় শুরুতেই বসবে।
- (Subject + Verb + Object) এর সাধারন সূত্র পযোজ্য হবে।
Adverbial | Subject | Verb | Object |
---|---|---|---|
Late at night | Salimuddin | closes | the shop |
Adverbial | Obj. to Sub. |
Help. verb | Pr. Verb (V3) |
Prep. by | Sub. to Obj. |
---|---|---|---|---|---|
Late at night | the shop | is | closed | by | Salimuddin |
- Example-1 এর মত একই কথা প্রযোজ্য
Subject | Adverb | Verb | Object |
---|---|---|---|
The man | frequently | drives | the new car |
Obj. to Sub. |
Help. V | Adverb | Prin. V (V3) | Prep. by | Sub. to Obj. |
---|---|---|---|---|---|
The new car | is | frequently | driven | by | the man |
অর্থাৎ-
- Adverb যদি Subject ও Principal verb এর মাঝখানে থাকে, তাহলে Helping verb ও Principal verb এর মাঝে; অথবা, Principal verb এর পরে বসানো যেতে পারে।
Subject | Help. Verb | Adverb | Pr. Verb | Object |
---|---|---|---|---|
The boy | could | suddenly | answer | the question |
Obj. to Sub. |
Help. V + Adv. |
Pr. Verb (V3) |
Prep. by |
Sub. to Obj. |
---|---|---|---|---|
The boy | could suddenly be |
answered | by | the boy |
অর্থাৎ-
- Adverb যদি Helping verb ও Principal verb এর মাঝখানে থাকে, তাহলে Passive এ Helping verb এর প্রথম অংশের পরে বসালে appropriate হবে।
Subject | Verb | Object | Adverb |
---|---|---|---|
They | sent | the message | instantly |
Obj. to Sub. |
Help. verb |
Pr. Verb (V3) |
Adverb | Prep. by |
Sub. to Obj. |
---|---|---|---|---|---|
The message | was | sent | instantly | by | them |
অর্থাৎ-
- Adverb অথবা Adverbial যদি Object এর পরে থাকে, তবে Passive এ Principal verb এর পরে বা সবশেষে বসাতে হবে।
- এরূপ Adverb বা Adverbial সচরাচর verb এরই modifier হয়। ফলে, passive এ সবশেষে বসালে যদি Verb এর সাথে সম্পর্ক পরোক্ষ হয়ে যায়, তাহলে Principal verb এর ঠিক পর পরই বসানো উচিৎ।
- শুধুমাত্র single-word Adverb বা স্বল্প word এর Adverbial হলে তা Principal verb এর ঠিক পর পর বসানোই অধিক যুক্তিযুক্ত।
- দীর্ঘ বা অপেক্ষাকৃত বেশী word যুক্ত Adverbial সর্বদা শেষে বসাতে হবে।
Subject | Help. Verb |
Pr. Verb |
Object | Prep. phrase |
---|---|---|---|---|
I | can | calculate | it | within a few seconds |
Obj. to Sub. |
Help. verb |
Pr. Verb (V3) |
Prep. by |
Sub. to Obj. |
Prep. phrase |
---|---|---|---|---|---|
It | can be | calculated | by | me | within a few seconds |
- Example-5 অনুসরন কর
Participle phrase | Subject | Verb | Object |
---|---|---|---|
Entering the cave | the fox | saw | the lion |
Participle phrase |
Obj. to Sub. |
Help. verb |
Pr. Verb (V3) |
Prep. by |
Sub. to Obj. |
---|---|---|---|---|---|
Entering the cave | The lion | was | seen | by | the fox |
অর্থাৎ-
- শুরুতে বসা Participle phrase টি শুরুতেই থাকবে।
- বাকি অংশের জন্য (Subject + Verb + Object) এর Rule অংসরন কর।
Subject | Verb | Object | Infinitive phrase |
---|---|---|---|
He | bought | the land | to establish a hospital |
Obj. to Sub. |
Help. verb |
Pr. Verb (V3) |
Infinitive phrase |
Prep. by |
Sub. to Obj. |
---|---|---|---|---|---|
The land | was | bought | to establish a hospital | by | him |
- সবশেষের Infinitive phrase টি passive এ Principal verb এর পর পর বা সবশেষে বসতে পারে।
Adverbial | Subject | Verb | Object |
---|---|---|---|
In the very childhood |
Wasik | learnt | MS Word |
Adverbial | Obj. to Sub. |
Help. verb |
Pr. Verb (V3) |
Prep. by |
Sub. to Obj. |
---|---|---|---|---|---|
In the very childhood |
MS Word | was | learnt | by | Wasik |
- শুরুতে থাকা Adverbial টি শুরুতেই বসবে।
Adverbial | Subject | Verb | Object | Prep. phrase |
---|---|---|---|---|
On holiday | Ayesha | helps | mother | in the kitchen |
Adver- bial |
Obj. to Sub. |
Help. verb |
Pr. Verb (V3) |
Prep. phrase |
Prep. by |
Sub. to Obj. |
---|---|---|---|---|---|---|
On holiday |
mother | is | helped | in the kitchen |
by | Ayesha |
- শুরুতে থাকা Prepositional phrase টি যা মূলতঃ একটি Adverbial, শুরুতেই বসবে।
- একই সাথে, শেষে থাকা Adverbial টি শেষে বা Principal verb এর পর পর বসবে (Rule-5)।
আশা করছি তোমরা নির্ভূলভাবে Additional elements (অতিরিক্ত উপাদান) যুক্ত Assertive sentence কে Active থেকে Passive এ পরিবর্তন করতে পারবে।
Additional elements (অতিরিক্ত উপাদান) যুক্ত Assertive sentence কে Active থেকে Passive করতে-
- Subject-Verb-Object কে যথাযথভাবে চিহ্নিত করবে।
- Voice changing এর সাধারন নিয়ম অনুসরন করবে।
- অতিরিক্ত উপাদানগুলোকে নিয়মানুযায়ী যথাস্থানে অপরিবর্তিত অবস্থায় বসাবে।
এবার (অতিরিক্ত উপাদান) যুক্ত Assertive sentence নিয়ে গঠিত নিচের Exercise গুলো Try কর। তোমার Trial শেষ হলে পরবর্তী Quiz টাতে অংশগ্রহন কর। Quiz Retake করতে থাক যতক্ষন না score 100% হয়। Quiz Review তে তোমার এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে।
- All on a sudden, they saw a big tiger.
- She always completes homework.
- I can do it in a few minutes.
- This year no farmer could grow good crops.
- Rahmat Ali pulls rickshaw in fair weather or foul.
- Sometimes he takes rest for a while.
- Even a child can easily solve this sum.
- Returning home, they usually visit friends and family members.
- On a rainy day, people can hardly do usual tasks.
- Freedom fighters laid down lives for the sake of motherland.
Quiz area
‘Active to Passive: Assertive with additional elements’
- এই Quiz এ ১০ টি MCQ questions আছে
- প্রতিটিতে ১ নম্বর, মোট ১০ নম্বর
- মোট সময়: ২ মিনিট
- প্রতিটি প্রশ্নের জন্য মাত্র ১ টি উত্তর Select কর । কোন প্রশ্ন unanswered রাখা যাবেনা
- উত্তর দেওয়া শেষ হলে Submit বাটনে click কর ।
- Result page এ তোমার Score দেখ এবং Result Review কর ।
- Quiz টি পুনরায় দিতে Retake button এ Click কর ।
- ‘Quiz time is over’ দেখালে Browser window টা Refresh করে পুনরায় শুরু কর ।
- ‘Start Quiz’ বাটনে click করার সাথে সাথে সময় গণনা (Countdown) শুরু হয়ে যাবে । ।