A Visit to a Place of Historical Importance- Paragraph

A Visit to a Place of Historical Importance

FOR CLASS→→ VI-VIII IX-X H.S.C HIGHER

Last year I, with some of my friends, went to visit Sonargaon which is a place of great historical importance. It is about 25 kilometers east of the capital city. We hired a bus to go there. On the appointed day, we reached Sonargaon at 10.30 a.m. After having breakfast, we went out sight-seeing. Once, Sonargaon was the capital of Isha Khan who was an independent ruler of Bengal. It is our world famous artist Joinul Abedin who took initiatives to preserve these relics of our ancient history. There he also set up a Folk Museum called Lokoshilpo Jadughar. On our tour inside, we saw many decaying old buildings bearing the testimony of the ancient history of Bangla. Sonargaon is too wonderful and impressive to describe. Actually it can be called a vast park. There are rows of numerous trees, mango gardens, flower gardens with various flowers and many ponds in Sonargaon. Various architectural works are preserved here and there. At about 12 a.m. we entered the ‘Lokoshilpo Jadughar’ and enjoyed the relics of folk life-style and culture preserved. After lunch, we went to visit the historic ‘Panch Pirer Majar’ and the ‘Majar of Giasuddin Azam Shah’. Every now and then, we took snaps standing by the famous historic relics. In the meantime, Somebody had their shopping from the ‘Jamdani Polli’ and different stalls of folk things inside it. At around 5 p.m., we left Sonargaon and started our return journey.

A Visit to a Place of Historical Importance: Sentence-wise বাংলায়

Last year I, with some of my friends, went to visit Sonargaon which is a place of great historical importance.
গত বছর আমি আমার কয়েকজন বন্ধুর সাথে সোনারগাঁও পরিদর্শনে গিয়েছিলাম যা একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান।
It is about 25 kilometers east of the capital city.
এটি রাজধানী শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।
We hired a bus to go there.
আমরা সেখানে যাওয়ার জন্য একটি বাস ভাড়া করলাম।
On the appointed day, we reached Sonargaon at 10.30 a.m.
নির্ধারিত দিনে সকাল সাড়ে ১০টায় সোনারগাঁও পৌছালাম।
After having breakfast, we went out sight-seeing.
সকালের নাস্তা সেরে আমরা বেড়িয়ে পড়লাম ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে।
Once, Sonargaon was the capital of Isha Khan who was an independent ruler of Bengal.
একসময় সোনারগাঁও বাংলার একজন স্বাধীন শাসক ঈশা খাঁর রাজধানী ছিল।
It is our world famous artist Joinul Abedin who took initiatives to preserve these relics of our ancient history.
আমাদের বিশ্বখ্যাত শিল্পী জয়নুল আবেদিনই আমাদের প্রাচীন ইতিহাসের এই নিদর্শনগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন।
There he also set up a Folk Museum called Lokoshilpo Jadughar.
তিনি লোকশিল্প যাদুঘর নামে একটি লোক জাদুঘরও স্থাপন করেন।
On our tour inside, we saw many decaying old buildings bearing the testimony of the ancient history of Bangla.
ভিতরে ভ্রমণের সময়, আমরা বাংলার প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহনকারী বহু ক্ষয়প্রাপ্ত পুরাতন ভবন দেখেছি।
Sonargaon is too wonderful and impressive to describe.
সোনারগাঁও এতই বিস্ময়কর ও চিত্তাকর্ষক যে বর্ণনা করার মতো নয়।
Actually it can be called a vast park.
আসলে এটাকে একটা সুবিশাল পার্ক বলা যেতে পারে।
There are rows of numerous trees, mango gardens, flower gardens with various flowers and many ponds in Sonargaon.
সোনারগাঁয়ে রয়েছে সারি সারি অসংখ্য গাছ, আমের বাগান, বিভিন্ন ফুলের বাগান ও অনেক পুকুর।
Various architectural works are preserved here and there.
এখানে সেখানে বিভিন্ন স্থাপত্য কাজ সংরক্ষিত আছে।
At about 12 a.m. we entered the ‘Lokoshilpo Jadughar’ and enjoyed the relics of folk life-style and culture preserved.
বেলা ১২টার দিকে আমরা ‘লোকশিল্প যাদুঘর’-এ প্রবেশ করে সংরক্ষিত লোকজীবন ও সংস্কৃতির নিদর্শন উপভোগ করলাম।
After lunch, we went to visit the historic ‘Panch Pirer Majar’ and the ‘Majar of Giasuddin Azam Shah’.
দুপুরের খাবারের পর আমরা ঐতিহাসিক ‘পাঁচ পীরের মাজার’ ও ‘গিয়াসউদ্দিন আজম শাহের মাজার’ দেখতে গেলাম।
Every now and then, we took snaps standing by the famous historic relics.
প্রতিনিয়ত, আমরা বিখ্যাত ঐতিহাসিক ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছি।
In the meantime, Somebody had their shopping from the ‘Jamdani Polli’ and different stalls of folk things inside it.
এরই মধ্যে কেউ ‘জামদানি পল্লী’ এবং এর ভিতরের লোকজ জিনিসের বিভিন্ন স্টল থেকে কেনাকাটা সেরে নিয়েছেন।
At around 5 p.m., we left Sonargaon and started our return journey.
বিকেল ৫টার দিকে আমরা সোনারগাঁও ত্যাগ করে ফেরত ভ্রমণ শুরু করি।

A Visit to a Place of Historical Importance: পূর্ণাঙ্গ বাংলায়

গত বছর আমি আমার কয়েকজন বন্ধুর সাথে সোনারগাঁও পরিদর্শনে গিয়েছিলাম যা একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। এটি রাজধানী শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। আমরা সেখানে যাওয়ার জন্য একটি বাস ভাড়া করলাম। নির্ধারিত দিনে সকাল সাড়ে ১০টায় সোনারগাঁও পৌছালাম। সকালের নাস্তা সেরে আমরা বেড়িয়ে পড়লাম ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে। একসময় সোনারগাঁও বাংলার একজন স্বাধীন শাসক ঈশা খাঁর রাজধানী ছিল। আমাদের বিশ্বখ্যাত শিল্পী জয়নুল আবেদিনই আমাদের প্রাচীন ইতিহাসের এই নিদর্শনগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। তিনি লোকশিল্প যাদুঘর নামে একটি লোক জাদুঘরও স্থাপন করেন। ভিতরে ভ্রমণের সময়, আমরা বাংলার প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহনকারী বহু ক্ষয়প্রাপ্ত পুরাতন ভবন দেখেছি। সোনারগাঁও এতই বিস্ময়কর ও চিত্তাকর্ষক যে বর্ণনা করার মতো নয়। আসলে এটাকে একটা সুবিশাল পার্ক বলা যেতে পারে। সোনারগাঁয়ে রয়েছে সারি সারি অসংখ্য গাছ, আমের বাগান, বিভিন্ন ফুলের বাগান ও অনেক পুকুর। এখানে সেখানে বিভিন্ন স্থাপত্য কাজ সংরক্ষিত আছে। বেলা ১২টার দিকে আমরা ‘লোকশিল্প যাদুঘর’-এ প্রবেশ করে সংরক্ষিত লোকজীবন ও সংস্কৃতির নিদর্শন উপভোগ করলাম। দুপুরের খাবারের পর আমরা ঐতিহাসিক ‘পাঁচ পীরের মাজার’ ও ‘গিয়াসউদ্দিন আজম শাহের মাজার’ দেখতে গেলাম। প্রতিনিয়ত, আমরা বিখ্যাত ঐতিহাসিক ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছি। এরই মধ্যে কেউ ‘জামদানি পল্লী’ এবং এর ভিতরের লোকজ জিনিসের বিভিন্ন স্টল থেকে কেনাকাটা সেরে নিয়েছেন। বিকেল ৫টার দিকে আমরা সোনারগাঁও ত্যাগ করে ফেরত ভ্রমণ শুরু করি।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *