A Village Doctor- Paragraph

A Village Doctor/The life of a village doctor

FOR CLASS→→ VI-VIII IX-X H.S.C HIGHER

A village doctor is a simple physician serving people, especially in the rural areas. He is a very familiar figure in the village and a part and parcel of social life and culture. He is neither a well-qualified doctor nor is he capable of giving treatment to serious patients. Yet, he is the only support to the villagers falling prey to different health hazards. Village people are always deprived of proper medical care by an MBBS doctor. Moreover, most of them are poor and unconscious of their health care. These are the reasons why village doctors have become an indispensable part of village life age by age. He is respectful to the villagers and they consider him to be their friend all in weal and woe. However, the life of a village doctor is very simple. Generally he sits in his ill-furnished medicine store in the morning and evening. Sometimes he is seen walking along the village path carrying a first aid box with a hope that someone calls him to get treatment. He does not charge extra fee for his service except for the cost of medicine. To the educated section of people a village doctor is known as ‘quack’ for there is the example that mistreatment by a village doctor has led a patient to death. In fine, whatever service he may render, he plays a great role by providing medical service to lower class people.

A Village Doctor: Sentence-wise বাংলায়

A village doctor is a simple physician serving people, especially in the rural areas.
একজন গ্রাম্য ডাক্তার একজন সাধারণ চিকিৎসক যিনি মানুষের সেবা করেন, বিশেষ করে গ্রামাঞ্চলে।
He is a very familiar figure in the village and a part and parcel of social life and culture.
তিনি গ্রামের একজন অতি পরিচিত মুখ এবং সামাজিক জীবন ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।
He is neither a well-qualified doctor nor is he capable of giving treatment to serious patients.
তিনি একজন দক্ষ ডাক্তারও নন এবং গুরুতর রোগীদের চিকিৎসা দিতেও সক্ষম নন।
Yet, he is the only support to the villagers falling prey to different health hazards.
তবুও, তিনি বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির শিকার গ্রামবাসীদের একমাত্র ভরসা।
Village people are always deprived of proper medical care by an MBBS doctor.
গ্রামের মানুষ সর্বদাই এমবিবিএস ডাক্তারের উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত।
Moreover, most of them are poor and unconscious of their health care.
অধিকন্তু, তাদের বেশিরভাগই দরিদ্র এবং তাদের স্বাস্থ্যের যত্নের ব্যাপারে অসচেতন।
These are the reasons why village doctors have become an indispensable part of village life age by age.
এই সকল কারণেই গ্রাম্য ডাক্তাররা যুগ যুগ ধরে গ্রামীন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
He is respectful to the villagers and they consider him to be their friend all in weal and woe.
তিনি গ্রামবাসীদের কাছে শ্রদ্ধার পাত্র এবং তারা তাকে সুখে-দুঃখে সব সময় বন্ধু বলে মনে করে।
However, the life of a village doctor is very simple.
যাই হোক, একজন গ্রাম্য ডাক্তারের জীবন খুবই সাদামাটা।
Generally he sits in his ill-furnished medicine store in the morning and evening.
সাধারণত তিনি সকাল-সন্ধ্যা তার স্বল্প আসবাবে সজ্জিত ওষুধের দোকানে বসেন।
Sometimes he is seen walking along the village path carrying a first aid box with a hope that someone calls him to get treatment.
মাঝে মাঝে তাকে প্রাথমিক চিকিৎসার বাক্স নিয়ে গ্রামের পথ দিয়ে হাঁটতে দেখা যায় এই আশায় যে কেউ তাকে চিকিৎসার জন্য ডাকবে।
He does not charge extra fee for his service except for the cost of medicine.
তিনি ওষুধের খরচ ছাড়া তার সেবার জন্য অতিরিক্ত ফি নেন না।
To the educated section of people a village doctor is known as ‘quack’ for there is the example that mistreatment by a village doctor has led a patient to death.
শিক্ষিত শ্রেণীর মানুষের কাছে একজন গ্রাম্য ডাক্তার ‘হাতুড়ে ডাক্তার’ হিসাবে পরিচিত কারণ এরূপ উদাহরনও আছে যে, গ্রাম্য ডাক্তারের ভুল সিকিৎসা রোগীকে মৃত্যুর দিকে নিয়ে গেছে।
In fine, whatever service he may render, he plays a great role by providing medical service to lower class people.
পরিশেষে, তিনি যে পরিষেবাই প্রদান করুন না কেন, তিনি নিম্নবিত্ত লোকদের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে একটি মহান ভূমিকা পালন করেন।

A Village Doctor: পূর্ণাঙ্গ বাংলায়

একজন গ্রাম্য ডাক্তার একজন সাধারণ চিকিৎসক যিনি মানুষের সেবা করেন, বিশেষ করে গ্রামাঞ্চলে। তিনি গ্রামের একজন অতি পরিচিত মুখ এবং সামাজিক জীবন ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি একজন দক্ষ ডাক্তারও নন এবং গুরুতর রোগীদের চিকিৎসা দিতেও সক্ষম নন। তবুও, তিনি বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির শিকার গ্রামবাসীদের একমাত্র ভরসা। গ্রামের মানুষ সর্বদাই এমবিবিএস ডাক্তারের উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত। অধিকন্তু, তাদের বেশিরভাগই দরিদ্র এবং তাদের স্বাস্থ্যের যত্নের ব্যাপারে অসচেতন। এই সকল কারণেই গ্রাম্য ডাক্তাররা যুগ যুগ ধরে গ্রামীন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তিনি গ্রামবাসীদের কাছে শ্রদ্ধার পাত্র এবং তারা তাকে সুখে-দুঃখে সব সময় বন্ধু বলে মনে করে। যাই হোক, একজন গ্রাম্য ডাক্তারের জীবন খুবই সাদামাটা। সাধারণত তিনি সকাল-সন্ধ্যা তার স্বল্প আসবাবে সজ্জিত ওষুধের দোকানে বসেন। মাঝে মাঝে তাকে প্রাথমিক চিকিৎসার বাক্স নিয়ে গ্রামের পথ দিয়ে হাঁটতে দেখা যায় এই আশায় যে কেউ তাকে চিকিৎসার জন্য ডাকবে। তিনি ওষুধের খরচ ছাড়া তার সেবার জন্য অতিরিক্ত ফি নেন না। শিক্ষিত শ্রেণীর মানুষের কাছে একজন গ্রাম্য ডাক্তার ‘হাতুড়ে ডাক্তার’ হিসাবে পরিচিত কারণ এরূপ উদাহরনও আছে যে, গ্রাম্য ডাক্তারের ভুল সিকিৎসা রোগীকে মৃত্যুর দিকে নিয়ে গেছে। পরিশেষে, তিনি যে পরিষেবাই প্রদান করুন না কেন, তিনি নিম্নবিত্ত লোকদের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে একটি মহান ভূমিকা পালন করেন।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *