A Street Accident- Paragraph

A Street Accident/A Road Accident

FOR CLASS→→ VI-VIII IX-X H.S.C HIGHER

Nowadays, the street accidents have increased at an alarming rate in our country. Last week, a terrible street accident happened just before my eyes. I was going to school at about 9 a.m. I, with some of the school boys, was crossing Dhaka-Narayanganj road. All were crossing walking but a boy of about 10 lagged behind us and he tried to catch us running fast. He did not follow that a speedy bus was coming from the left. The bus driver could not decide how to save the boy. He braked hard but the bus skidded on the side of the road hitting a rickshaw carrying two passengers. The boy had a narrow escape but the rickshaw-passengers splashed about on the road. To our horror, we saw that they were seriously injured and the road flooded with their blood. The people around rushed to the spot. Some people took them to a nearby clinic by a van. There, the doctor declared them dead. That day I could not go to school. That tragic scene affected me so terribly that I could not eat anything for two days. Probably the horrible memory will be chasing me for a long time.

A Street Accident: Sentence-wise বাংলায়

Nowadays, the street accidents have increased at an alarming rate in our country.
বর্তমানে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
Last week, a terrible street accident happened just before my eyes.
গত সপ্তাহে, আমার চোখের সামনে একটি ভয়ানক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
I was going to school at about 9 a.m.
আমি সকাল ৯টার দিকে স্কুলে যাচ্ছিলাম।
I, with some of the school boys, was crossing Dhaka-Narayanganj road.
স্কুলের কয়েকজন ছেলের সাথে আমি ঢাকা-নারায়ণগঞ্জ রোড পার হচ্ছিলাম।
All were crossing walking but a boy of about 10 lagged behind us and he tried to catch us running fast.
সবাই হাঁটতে হাঁটতে পার হচ্ছিল কিন্তু প্রায় 10 বছরের একটা ছেলে আমাদের পিছনে পড়ে গেল এবং সে দ্রুত দৌড়ে আমাদের ধরার চেষ্টা করল।
He did not follow that a speedy bus was coming from the left.
বাম দিক থেকে যে একটি দ্রুতগামী বাস আসছিল তা সে অনুসরণ করেনি।
The bus driver could not decide how to save the boy.
বাসচালক ঠিক বুঝতে পারছিল না কিভাবে ছেলেটিকে বাঁচাবে।
He braked hard but the bus skidded on the side of the road hitting a rickshaw carrying two passengers.
সে জোরে ব্রেক কষল কিন্তু বাসটি দুইজন যাত্রী বহনকারী একটি রিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে যায়।
The boy had a narrow escape but the rickshaw-passengers splashed about on the road.
ছেলেটি কোন রকমে বাঁচতে পেরেছিল কিন্তু রিকশা-যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে।
To our horror, we saw that they were seriously injured and the road flooded with their blood.
আমাদের আতঙ্কের মধ্য দিয়ে দেখেলাম যে তারা গুরুতর আহত এবং তাদের রক্তে রাস্তা প্লাবিত হয়ে গেছে।
The people around rushed to the spot.
আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
Some people took them to a nearby clinic by a van.
কিছু লোক তাদের ভ্যানে করে কাছের একটি ক্লিনিকে নিয়ে যায়।
There, the doctor declared them dead.
সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
That day I could not go to school.
সেদিন আমি স্কুলে যেতে পারিনি।
That tragic scene affected me so terribly that I could not eat anything for two days.
সেই মর্মান্তিক দৃশ্য আমাকে এতটাই প্রভাবিত করেছিল যে আমি দুই দিন কিছুই খেতে পারিনি।
Probably the horrible memory will be chasing me for a long time.
সম্ভবত সেই ভয়ংকর স্মৃতি আমাকে দীর্ঘদিন ধরে তাড়া করবে।

A Street Accident: পূর্ণাঙ্গ বাংলায়

বর্তমানে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত সপ্তাহে, আমার চোখের সামনে একটি ভয়ানক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমি সকাল ৯টার দিকে স্কুলে যাচ্ছিলাম। স্কুলের কয়েকজন ছেলের সাথে আমি ঢাকা-নারায়ণগঞ্জ রোড পার হচ্ছিলাম। সবাই হাঁটতে হাঁটতে পার হচ্ছিল কিন্তু প্রায় 10 বছরের একটা ছেলে আমাদের পিছনে পড়ে গেল এবং সে দ্রুত দৌড়ে আমাদের ধরার চেষ্টা করল। বাম দিক থেকে যে একটি দ্রুতগামী বাস আসছিল তা সে অনুসরণ করেনি। বাসচালক ঠিক বুঝতে পারছিল না কিভাবে ছেলেটিকে বাঁচাবে। সে জোরে ব্রেক কষল কিন্তু বাসটি দুইজন যাত্রী বহনকারী একটি রিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে যায়। ছেলেটি কোন রকমে বাঁচতে পেরেছিল কিন্তু রিকশা-যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে। আমাদের আতঙ্কের মধ্য দিয়ে দেখেলাম যে তারা গুরুতর আহত এবং তাদের রক্তে রাস্তা প্লাবিত হয়ে গেছে। আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। কিছু লোক তাদের ভ্যানে করে কাছের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সেদিন আমি স্কুলে যেতে পারিনি। সেই মর্মান্তিক দৃশ্য আমাকে এতটাই প্রভাবিত করেছিল যে আমি দুই দিন কিছুই খেতে পারিনি। সম্ভবত সেই ভয়ংকর স্মৃতি আমাকে দীর্ঘদিন ধরে তাড়া করবে।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *