A Bus Stand- Paragraph
A Bus Stand
FOR CLASS→→ | VI-VIII | IX-X | H.S.C | HIGHER |
A bus stand is a very important site for people in the modern communication system. It is the halting and standing place for the buses. Passengers get into and get down from the bus through a bus stand. A bus stand is an ever-crowded place. Hue and cry of the passengers, shouting by the bus helpers, movement of porters, beggars and vagabond are the common scene of a bus stand.
Most of the bus stands have passenger-sheds but where there is no shed; passengers have to suffer terribly all in rain and sun. The most common scene of a bus stand is the passengers waiting for bus or standing in a long queue to buy tickets from the counter. In the city, there are numerous bus stands and counters that cause traffic jam very often. In the countryside it is a very common picture that a temporary or permanent bazaar has been built-up centering round the bus stand. However, a bus stand is not always a secured place. Thieves, snatchers, pick-pockets and different kinds of cheats are always active to cause a great harm to the passengers. In the night, some bus stand turns into a haunt for the drug-addicts and anti-socials. Many a man loses all of their belongings being in the grip of them. If the police on duty remain alert, common passengers can be saved from their clutch. In fine, the importance of communication by road and highway is increasing day by day. Reasonably the importance of bus stand is on the increase.
A bus stand: Word/Phrase/term এর অর্থ
communication system | যোগাযোগ ব্যবস্থা |
halting | সাময়িকভাবে থামা |
get into | উঠা নামা (বাস, ট্রেন ইত্যাদি থেকে) |
get down | নামা (বাসে, ট্রেনে ইত্যাদিতে) |
ever-crowded | সদা-জনাকীর্ণ |
Hue and cry | শোরগোল, হৈ চৈ |
movement | চলাচল |
porters | কুলি |
vagabond | ভবঘুরে |
passenger-sheds | যাত্রী ছাউনি |
suffer terribly | প্রচন্ড কষ্ট ভোগ করে |
waiting for bus | বাসের জন্য অপেক্ষমান |
long queue | দীর্ঘ লাইন |
numerous | অসংখ্য |
In the countryside | গ্রামাঞ্চলে |
temporary | অস্থায়ী |
permanent | স্থায়ী |
centering round | চারপাশ ঘিরে |
secured | নিরাপদ |
snatchers | ছিনতাইকারী |
pick-pockets | পকেটমার |
cheats | প্রতারক |
great harm | বিরাট ক্ষতি, মহা সর্বনাশ |
turns into | পরিণত হয় |
haunt | আড্ডাখানা |
drug-addicts | মাদকাসক্ত |
anti-socials | অসামাজিক কাজে জড়িত |
belongings | আনুষঙ্গিক জিনিসপত্র |
grip of them | তাহের খপ্পরে |
police on duty | কর্তব্যরত পুলিশ |
from their clutch | তাদের কবল থেকে |
road and highway | সড়ক ও জনপথ |
Reasonably | সঙ্গত কারনেই |
on the increase | ক্রমবর্ধমান |
A bus stand: পূর্ণ বাংলায়
বাস স্ট্যান্ড আধুনিক যোগাযোগ ব্যবস্থায় জনসাধারণের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। এটা বাস থামানোর এবং দাঁড়ানোর জায়গা। বাস স্ট্যান্ড এর মাধ্যমে যাত্রীরা বাসে উঠে এবং বাস থেকে নামে। একটা বাস স্ট্যান্ড সদা-জনাকীর্ণ স্থান। একটা বাস স্ট্যান্ডের সাধারণ দৃশ্য হলো যাত্রীদের শোরগোল, হেলপারদের চেঁচামেচি, কুলি-ভিক্ষুক ও ভবঘুরেদের আনাগোনা। অধিকাংশ বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনী আছে, কিন্তু যেখানে কোনো ছাউনী নেই সেখানে যাত্রীদের রৌদ্র এবং বৃষ্টিতে প্রচণ্ড কষ্ট করতে হয়। একটি বাস স্ট্যান্ডের সবচেয়ে সাধারণ দৃশ্য হলো কাউন্টার থেকে টিকিট কাটার জন্য অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ লাইন। শহরে আছে অসংখ্য বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টার যার কারণে প্রায়শঃই যানজটের সৃষ্টি হয়। গ্রামাঞ্চলের একটি সাধারণ চিত্র এটাই যে- সেখানে একটা বাস স্ট্যান্ডকে ঘিরে স্থায়ী বা অস্থায়ী বাজার সৃষ্টি হয়। যাই হোক একটা বাস স্ট্যান্ড সর্বদা নিরাপদ জায়গা নয়। চোর, ছিনতাইকারী, পকেটমার এবং বিভিন্ন ধরনের প্তারকেরা সর্বদাই সক্রিয় থাকে যাত্রীদের মহা সর্বনাশ করার জন্য। রাত্রে কিছু কিছু বাসট্যান্ড মাদকাসক্ত ও সমাজবিরোধীদের আড্ডাখানায় পরিণত হয়। তাদের খপ্পরে পড়ে অনেকেই তাদের সর্বস্ব হারায়। যদি দায়িত্বরত পুলিশ সজাগ থাকে, তবে তাদের কবল থেকে সাধারন যাত্রীরা রক্ষা পেতে পারে। পরিশেষে সড়ক ও জনপথ দিয়ে যোগাযোগ এর গুরুত্ব দিন দিন বাড়িতেছে। সঙ্গত কারণেই বাসস্ট্যান্ডের গুরুত্বও ক্রমবর্ধমান।
YOUTUBE
এ