A Book Fair You Visited- Paragraph

A Book Fair You Visited

FOR CLASS→→ VI-VIII IX-X H.S.C HIGHER

I am always a fair lover. But my passion is with the book fair as I think it is the noblest of all fairs and much more than just enjoyment. Last month I went to visit the Ekushe Book Fair organized by Bangla Academy on its premises. Unquestionably, it is the largest and most popular fair in the country. I reached there at afternoon. This is the time when people normally gather there. So, I had to stand in a long queue to pass the entrance. I saw that there were many stalls outside the main fair-site inside the academy campus. Those stalls were of food, drinks, different toys, clay things, and for medical service. Inside the campus, there were hundreds of stalls and pavilions of different book sellers and publishers adorned beautifully. I started to visit the stalls and spent time, especially looking for a travel-story book and science fiction. I purchased five books wandering about stall to stall on lucrative commission. The environment of the fair inside was well-organized. Under the big banyan tree was a large stage. Programs were on and I spent some time there enjoying recitation and folk song. At a corner was the gossiping site of the newbie writers. The arrival of new books was being announced all the time. I also visited stalls of books for children. It seemed that all the joys of the book fair were there. Children came with their parents dressing themselves colorfully wearing a mask and were looking for ghost-books, fairy-tales, and so on. After the evening, I was taking snacks from a stall when I saw a crowd nearby. Approaching there, I saw that famous writer Humayun Ahmed was sitting there in a stall. There were many books I chose but my pocket did not allow me to buy them. At about 8 p.m., I left fair for home with a dissatisfied mind hoping to come back again next year.

A Book Fair You Visited: Sentence-wise বাংলায়

I am always a fair-lover.
আমি সবসময় মেলা প্রেমিক।
But my passion is with the book fair as I think it is the noblest of all fairs and much more than just enjoyment.
কিন্তু আমার আবেগ বইমেলার নিয়ে কারণ আমি মনে করি এটি সব মেলার মধ্যে শ্রেষ্ঠ এবং নিছক উপভোগের চেয়েও অনেক বেশি কিছু।
Last month I went to visit the Ekushe Book Fair organized by Bangla Academy on its premises.
গত মাসে আমি বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত একুশে বইমেলা দেখতে গিয়েছিলাম।
Unquestionably, it is the largest and most popular fair in the country.
নিঃসন্দেহে এটি দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মেলা।
I reached there in the afternoon.
আমি সেখানে পৌঁছলাম বিকেলে।
This is the time when people normally gather there.
এই সময় সাধারণত মানুষ সেখানে জড়ো হয়।
So, I had to stand in a long queue to pass the entrance.
তাই প্রবেশ পথ পার হতে আমাকে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল।
I saw that there were many stalls outside the main fair-site inside the academy campus.
আমি দেখলাম, যে একাডেমি ক্যাম্পাসের ভিতরে মূল মেলা অঞ্চলের বাইরেও অনেকগুলি স্টল ছিল।
Those stalls were of food, drinks, different toys, clay things, and for medical service.
সেসব স্টল ছিল খাবার, পানীয়, বিভিন্ন খেলনা, মাটির জিনিস এবং চিকিৎসা সেবার স্টল।
Inside the campus, there were hundreds of stalls and pavilions of different booksellers and publishers adorned beautifully.
ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন বই বিক্রেতা ও প্রকাশকদের শতাধিক স্টল ও প্যাভিলিয়ন ছিল অপরূপ সাজে সজ্জিত।
I started to visit the stalls. I spent time, especially looking for a travel-story book and science fiction.
আমি স্টল পরিদর্শন করতে শুরু করলাম।
I spent time, especially looking for a travel-story book and science fiction.
আমি বিশেষ করে সময় কাটালাম ভ্রমণ-কাহিনী ও কল্পবিজ্ঞানের বইয়ের খোঁজ করে।
I purchased five books wandering about stall to stall on lucrative commission.
আমি লোভনীয় কমিশনে স্টলে স্টলে ঘুরে পাঁচটি বই কিনেছিলাম।
The environment of the fair inside was well-organized.
ভেতরে মেলার পরিবেশ ছিল সাজানো গোছানো।
Under the big banyan tree was a large stage.
বড় বটগাছের নিচে ছিল একটি বিশাল মঞ্চ।
Programs were on and I spent some time there enjoying recitation and folk songs.
অনুষ্ঠান চলছিল এবং সেখানে আবৃত্তি ও লোকগান উপভোগ করে আমি কিছু সময় কাটালাম।
At a corner was the gossiping site of the newbie writers.
এক কোণে ছিল নবাগত লেখকদের আড্ডাস্থল।
The arrival of new books was being announced all the time.
প্রতিনিয়ত নতুন বই আসার ঘোষণা দেওয়া হচ্ছিল।
I also visited stalls of books for children.
আমি শিশুতোষ বইয়ের স্টলও পরিদর্শন করেছিলাম।
It seemed that all the joys of the book fair were there.
মনে হচ্ছিল বইমেলার সব আনন্দ সেখানেই।
Children came with their parents dressing themselves colorfully wearing a mask and were looking for ghost-books, fairy-tales, and so on.
শিশুরা তাদের পিতামাতার সাথে বর্ণাঢ্য পোশাকে সজ্জিত হয়ে মুখোশ পরে এসেছিল এবং ভূতের বই, রূপকথার গল্প ইত্যাদি খুঁজছিল।
After the evening, I was taking snacks from a stall when I saw a crowd nearby.
সন্ধ্যার পর আমি একটা স্টল থেকে জলখাবারা খাচ্ছিলাম যখন আশেপাশে একটা জটলা দেখলাম।
Approaching there, I saw that famous writer Humayun Ahmed was sitting there in a stall.
সেখানে গিয়ে দেখি বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদ একটি স্টলে বসে আছেন।
There were many books I chose but my pocket did not allow me to buy them.
আমার পছন্দের অনেক বই ছিল কিন্তু আমার পকেট আমাকে সেগুলো কিনতে অনুমতি দেয়নি।
At about 8 p.m. I left the fair for home with a dissatisfied mind hoping to come back again next year.
রাত ৮টার দিকে, পরের বছর আবারও ফিরে আসার আশায় অতৃপ্ত মন নিয়ে মেলা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।

A Book Fair You Visited: পূর্ণাঙ্গ বাংলায়

তোমার দেখা একটি বইমেলা

আমি সবসময় মেলা প্রেমিক। কিন্তু আমার আবেগ বইমেলার নিয়ে কারণ আমি মনে করি এটি সব মেলার মধ্যে শ্রেষ্ঠ এবং নিছক উপভোগের চেয়েও অনেক বেশি কিছু। গত মাসে আমি বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত একুশে বইমেলা দেখতে গিয়েছিলাম। নিঃসন্দেহে এটি দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মেলা। আমি সেখানে পৌঁছলাম বিকেলে। এই সময় সাধারণত মানুষ সেখানে জড়ো হয়। তাই প্রবেশ পথ পার হতে আমাকে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল। আমি দেখলাম, যে একাডেমি ক্যাম্পাসের ভিতরে মূল মেলা অঞ্চলের বাইরেও অনেকগুলি স্টল ছিল। সেসব স্টল ছিল খাবার, পানীয়, বিভিন্ন খেলনা, মাটির জিনিস এবং চিকিৎসা সেবার স্টল। ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন বই বিক্রেতা ও প্রকাশকদের শতাধিক স্টল ও প্যাভিলিয়ন ছিল অপরূপ সাজে সজ্জিত। আমি স্টল পরিদর্শন করতে শুরু করলাম। আমি বিশেষ করে সময় কাটালাম ভ্রমণ-কাহিনী ও কল্পবিজ্ঞানের বইয়ের খোঁজ করে। আমি লোভনীয় কমিশনে স্টলে স্টলে ঘুরে পাঁচটি বই কিনেছিলাম। ভেতরে মেলার পরিবেশ ছিল সাজানো গোছানো। বড় বটগাছের নিচে ছিল একটি বিশাল মঞ্চ। অনুষ্ঠান চলছিল এবং সেখানে আবৃত্তি ও লোকগান উপভোগ করে আমি কিছু সময় কাটালাম। এক কোণে ছিল নবাগত লেখকদের আড্ডাস্থল। প্রতিনিয়ত নতুন বই আসার ঘোষণা দেওয়া হচ্ছিল। আমি শিশুতোষ বইয়ের স্টলও পরিদর্শন করেছিলাম। মনে হচ্ছিল বইমেলার সব আনন্দ সেখানেই। শিশুরা তাদের পিতামাতার সাথে বর্ণাঢ্য পোশাকে সজ্জিত হয়ে মুখোশ পরে এসেছিল এবং ভূতের বই, রূপকথার গল্প ইত্যাদি খুঁজছিল। সন্ধ্যার পর আমি একটা স্টল থেকে জলখাবারা খাচ্ছিলাম যখন আশেপাশে একটা জটলা দেখলাম। সেখানে গিয়ে দেখি বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদ একটি স্টলে বসে আছেন। আমার পছন্দের অনেক বই ছিল কিন্তু আমার পকেট আমাকে সেগুলো কিনতে অনুমতি দেয়নি। রাত ৮টার দিকে, পরের বছর আবারও ফিরে আসার আশায় অতৃপ্ত মন নিয়ে মেলা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *